সাপোর্ট স্টাফ নেওয়ার ক্ষেত্রে বোর্ডের কিছু কর্তার সঙ্গে গম্ভীরের মতবিরোধ শুরু থেকেই ছিল। কারণ, গম্ভীর শর্ত দিয়েছিলেন, সাপোর্ট স্টাফ তিনি নিজে বেছে নেবেন। এমনকী, বোর্ড তাঁকে অনেক ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতাও দিয়েছিল। তার পরও শ্রীলঙ্কা সফরের ভরাডুবি ম্যানেজমেন্ট মোটেও ভাল চোখে দেখছে না।

India vs Sri Lanka: দায়িত্ব নিয়েই ৩ নতুন প্রতিভার খোঁজ দিলেন গম্ভীর! শক্তি অনেকটাই বাড়ল টিম ইন্ডিয়ার

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে টিম ইন্ডিয়ার কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পর রাহুল দ্রাবিড়ের রেখে যাওয়া চেয়ার সামলানোর চাপ কতটা তা ভালই জানেন গম্ভীর।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে টিম ইন্ডিয়ার কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পর রাহুল দ্রাবিড়ের রেখে যাওয়া চেয়ার সামলানোর চাপ কতটা তা ভালই জানেন গম্ভীর।
তবে কোচিং কেরিয়ারের শুরুটা দুরন্তভাবে করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার। প্রথম সিরিজেই গৌতম গম্ভীরের কোচিংয়ে শ্রীলঙ্কাকে অ্যাওয়ে সিরিজে হোয়াইট ওয়াশ করল ভারতীয় দল। সিনিয়রদের ছাড়া টিম নিয়ে এমন পারফরম্যান্সে খুশি গৌতি।
তবে কোচিং কেরিয়ারের শুরুটা দুরন্তভাবে করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার। প্রথম সিরিজেই গৌতম গম্ভীরের কোচিংয়ে শ্রীলঙ্কাকে অ্যাওয়ে সিরিজে হোয়াইট ওয়াশ করল ভারতীয় দল। সিনিয়রদের ছাড়া টিম নিয়ে এমন পারফরম্যান্সে খুশি গৌতি।
ভারতীয় দলের দায়িত্ব নিয়েই গৌতম গম্ভীর বুঝিয়ে দিয়েছেন তাঁর ভাবনা আর অন্যান্যদের থেকে একটু আলাদা। সাহসী সিদ্ধান্ত নিতে পছন্দ করেন তিনি। কেকেআরের অধিনায়ক থাকাকালীন ও মেন্টর থাকাকালীন সুনীল নারিনকে দিয়ে ওপেন করিয়ে যেমন সাফল্য পেয়েছেন, ভারতীয় দলেও করে দেখালেন তেমন কিছু।
ভারতীয় দলের দায়িত্ব নিয়েই গৌতম গম্ভীর বুঝিয়ে দিয়েছেন তাঁর ভাবনা আর অন্যান্যদের থেকে একটু আলাদা। সাহসী সিদ্ধান্ত নিতে পছন্দ করেন তিনি। কেকেআরের অধিনায়ক থাকাকালীন ও মেন্টর থাকাকালীন সুনীল নারিনকে দিয়ে ওপেন করিয়ে যেমন সাফল্য পেয়েছেন, ভারতীয় দলেও করে দেখালেন তেমন কিছু।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ৩ এমন প্রতিভার খোঁজ দিলেন গৌতম গম্ভীর যা আগে খুব একটা দেখা যায়নি। আর তাতে ভবিষ্যতে কঠিন পরিস্থিতি সামলানোর জন্য যে টিম ইন্ডিয়ার শক্তি অনেকটাই বাড়ল তা বলা যায়।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ৩ এমন প্রতিভার খোঁজ দিলেন গৌতম গম্ভীর যা আগে খুব একটা দেখা যায়নি। আর তাতে ভবিষ্যতে কঠিন পরিস্থিতি সামলানোর জন্য যে টিম ইন্ডিয়ার শক্তি অনেকটাই বাড়ল তা বলা যায়।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে মাঠে এমন কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছেন সূর্যকুমার যাদব যা কাজ করে গেছে। তবে সেই সব সিদ্ধান্ত যে আচমকা নেওয়া নয়, গৌতম গম্ভীরের পরিকল্পনা অন্তর্ভূক্ত তা টিম ইন্ডিয়াক হেডস্যারের শরীরী ভাষাতেই বোঝা গিয়েছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে মাঠে এমন কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছেন সূর্যকুমার যাদব যা কাজ করে গেছে। তবে সেই সব সিদ্ধান্ত যে আচমকা নেওয়া নয়, গৌতম গম্ভীরের পরিকল্পনা অন্তর্ভূক্ত তা টিম ইন্ডিয়াক হেডস্যারের শরীরী ভাষাতেই বোঝা গিয়েছে।
সদ্য সমাপ্ত সিরিজে বল করে ভারতকে ম্যাচ জিতিয়েছেন এমন ৩ জন যাদের বল করতে খুব একটা দেখা যায় না। প্রথম জন হলেন রিয়ান পরাগ। আইপিএলে বিধ্বংসী ব্যাটার হিসেবেই খ্যাত তিনি। প্রথম টি-২০ ম্যাচে চাপের মুহূ্র্তে ১.২ ওভার বল করে ৩ উইকেট নিয়ে ম্যাচ উইনিং পারফরম্যান্স দেন তিনি।
সদ্য সমাপ্ত সিরিজে বল করে ভারতকে ম্যাচ জিতিয়েছেন এমন ৩ জন যাদের বল করতে খুব একটা দেখা যায় না। প্রথম জন হলেন রিয়ান পরাগ। আইপিএলে বিধ্বংসী ব্যাটার হিসেবেই খ্যাত তিনি। প্রথম টি-২০ ম্যাচে চাপের মুহূ্র্তে ১.২ ওভার বল করে ৩ উইকেট নিয়ে ম্যাচ উইনিং পারফরম্যান্স দেন তিনি।
দ্বিতীয় জন হলেন রিঙ্কু সিং। ব্যাট হাতে খুব একটা সফল না হলেও রিঙ্কুর বলের হাতও যে খুব একটা খারাপ নয় তা বোঝা গিয়েছে তৃতীয় টি-২০ ম্যাচে। ভরতের কার্যত হারা ম্যাচে বল করতে এসে ভাগ্য বদলে দেন রিঙ্কু। ১ ওভার বল করে ৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
দ্বিতীয় জন হলেন রিঙ্কু সিং। ব্যাট হাতে খুব একটা সফল না হলেও রিঙ্কুর বলের হাতও যে খুব একটা খারাপ নয় তা বোঝা গিয়েছে তৃতীয় টি-২০ ম্যাচে। ভরতের কার্যত হারা ম্যাচে বল করতে এসে ভাগ্য বদলে দেন রিঙ্কু। ১ ওভার বল করে ৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
তৃতীয় জন হলেন স্বয়ং সূর্যকুমার যাদব। সূর্যের ব্যাট কতটা বিধ্বংসী হতে পারে তা জানা। তবে শেষ ওভারে দায়িত্ব নিয়ে অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। যেভাবে ৬ রান ডিফেন্ড করে ২ উইকেট নিয়ে ম্যাচ টাই করান সূর্য তা অনবদ্য।
তৃতীয় জন হলেন স্বয়ং সূর্যকুমার যাদব। সূর্যের ব্যাট কতটা বিধ্বংসী হতে পারে তা জানা। তবে শেষ ওভারে দায়িত্ব নিয়ে অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। যেভাবে ৬ রান ডিফেন্ড করে ২ উইকেট নিয়ে ম্যাচ টাই করান সূর্য তা অনবদ্য।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে রিঙ্কু সিং ও সূর্যকুমার যাদবকে বল করতে দেখা যায়নি। নবাগত রিয়ান পরাগের বোলিং ট্যালেন্টও প্রশংসীত হয়েছে। ফলে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এমন সিদ্ধান্ত বা প্লেয়ারদের লুকোনো ট্যালেন্ট খুঁজে বার করা গম্ভীর না হলে সম্ভব হত না।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে রিঙ্কু সিং ও সূর্যকুমার যাদবকে বল করতে দেখা যায়নি। নবাগত রিয়ান পরাগের বোলিং ট্যালেন্টও প্রশংসীত হয়েছে। ফলে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এমন সিদ্ধান্ত বা প্লেয়ারদের লুকোনো ট্যালেন্ট খুঁজে বার করা গম্ভীর না হলে সম্ভব হত না।
রিঙ্কু, সূর্য ও রিয়ানোর বোলিং ট্যালেন্টের প্রশংসা করেছেন সকলেই। তাদের বোলিং শক্তিপ খোঁজ ভবিষ্যতে টিম ইন্ডিয়ার শক্ত অনেকটা বাড়াবে ও অধিনায়কের হাতে অনেক অপশন বাড়াবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
রিঙ্কু, সূর্য ও রিয়ানোর বোলিং ট্যালেন্টের প্রশংসা করেছেন সকলেই। তাদের বোলিং শক্তিপ খোঁজ ভবিষ্যতে টিম ইন্ডিয়ার শক্ত অনেকটা বাড়াবে ও অধিনায়কের হাতে অনেক অপশন বাড়াবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।