Tag Archives: talent

Uttar Pradesh News: ৮ মিনিটে ৫০টি জটিল অঙ্কের সমাধান! উত্তরপ্রদেশের বিস্ময় বালকের কীর্তিতে অবাক হবেন আপনিও

নয়ডা: মাত্র পাঁচ বছর বয়স। এর মধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য অর্জন করে ফেলেছে উত্তর প্রদেশের এক শিশু৷  ছুঁয়ে ফেলেছে বিরল রেকর্ড৷ শুধু তাই নয়, মেধার দৌড়ে প্রবলভাবে সে টেক্কা দিয়েছে ক্যালকুলেটরকেও৷

ব্যাপারটা কী? উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার ছেলে গৌতক্ষ৷ সম্প্রতি সে একটি বিস্ময়কর কৃতিত্ব অর্জন করেছে। মাত্র ৮ মিনিট ৪৩ সেকেন্ডে ৫০টি জটিল গণিতের প্রশ্ন সমাধান করে ফেলেছে সে৷ এই কৃতিত্বের সৌজন্যে এশিয়া ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তালিকায় তাঁর নাম ঢুকে গিয়েছে। মাত্র ৫ বছর বয়সে একটি শিশু এমন কিছু করতে পারে, তা ভাবতেই পারেননি কেউ৷

আরও পড়ুন : প্রধান বিচারপতির হাতে নির্যাতিতার বাবা-মায়ের চিঠি! কী অনুরোধ জানিয়েছে পরিবার?

গৌতক্ষের বাবা বুদ্ধ রতন গৌতম পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার৷ তিনি হাতরাসের বারাউলি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পরিবার নিয়ে গ্রেটার নয়ডার সেক্টর ৩-এ থাকেন। ছেলের এই প্রতিভা দেখে অভিভাবকরা স্বাভাবিকভাবেই গর্বিত। তবে এটাই গৌতাক্ষের এটাই প্রথম কৃতিত্ব নয়। এত কম বয়সে ইতিমধ্যেই ১২টি আন্তর্জাতিক ও জাতীয় রেকর্ড তাঁর পকেটে রয়েছে৷ জিতেছে প্রায় ১৫টি পুরস্কার। এখানেই শেষ নয়৷ পাঁচ বছর বয়সেই দুটি বই লিখে ফেলেছেন গৌতক্ষ।

আরও পড়ুন : যাত্রীবোঝাই দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত বহু, হাসপাতালে বেডের জন্য হাহাকার

গৌতক্ষের লেখা গল্প তরুণ প্রজন্মকে শিক্ষা দেয়, অনুপ্রাণিত করে৷ আসলে প্রতিভার কোনও বয়স নেই। তবে একটা বিষয় নিশ্চিত, যে শিশু এত কম বয়সেই এত বিরল রেকর্ডের মালিক, সে আগামী দিনে বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করবে।

দূর-দূরান্ত থেকে আসছে অভিনন্দন গৌতক্ষ এখন রীতিমতো সেলেব্রিটি৷ তাঁকে একবার দেখতে, ছুঁতে দুর দুরান্ত থেকে এসে মানুষ ভিড় করছে বাড়ির দরজায়৷ উদ্দেশ্য একটাই, ছোট্ট শিশুটিকে অভিনন্দন জানানো৷

East Bardhaman News: অবিশ্বাস্য প্রতিভা! এই পড়ুয়ার নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে 

পূর্ব বর্ধমান:ওম’ উচ্চারণ করে নজির গড়ল পূর্ব বর্ধমানের এই পড়ুয়া। পেয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের স্বীকৃতি। দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমানের কাটোয়ার এই পড়ুয়া যুক্ত যোগব্যায়ামের সঙ্গে। প্রতি দিন দীর্ঘ সময় ধরে যোগাভ্যাস করে সে। আর যোগাতে সব থেকে বেশি ব্যবহৃত শব্দ ‘ওম’। এবার দীর্ঘক্ষণ সেই ‘ওম’ উচ্চারণ করেই অন্যতম নজির গড়ল পূর্ব বর্ধমানের কাটোয়ার ছেলে অনির্বাণ দত্ত। ইতিমধ্যেই এই কৃতিত্বের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত হয়েছে তার। যে খবরে স্বভাবতই খুশির হাওয়া তার পরিবার পরিজন-সহ শহরবাসীর মধ্যে।

আরও পড়ুন- ‘আজ আমাদের বোন একটু শান্তি পাবে…’ সন্দীপের গ্রেফতার আসলে আন্দোলনের জয়! চোখে জল ডাক্তারদের

অনির্বাণ কাটোয়া শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা।   নিজের অর্জিত এই স্বীকৃতি সম্পর্কে অনির্বাণ জানিয়েছে, ”আমি এটার জন্য দীর্ঘ দিন চেষ্টা চালাচ্ছি। আজ থেকে আড়াই তিন মাস আগে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডের ওয়েবসাইট-এ যাই।  বিভিন্ন রেকর্ড সম্পর্কে দেখি। তার পর আমি দেখি আমার আওতার মধ্যে ওম শব্দ উচ্চারণে ৪৩ সেকেন্ডের একটা রেকর্ড ছিল। এরপর আমি এটা ব্রেক করার জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দিই। আমি ৪৫ সেকেন্ড করতে পেরে রেকর্ড করতে পেরেছি।”

বর্তমানে অনির্বাণ কাটোয়া কলেজের গণিত বিভাগের ছাত্র। অনির্বাণ ছোট থেকেই যোগার সঙ্গে যুক্ত। এই রেকর্ড গড়ার লক্ষ্যে দীর্ঘদিন অনুশীলনও চালিয়েছে সে। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর সে সাফল্য অর্জন করেছে। অনির্বাণের এই সাফল্যে যথেষ্ট খুশি হয়েছেন জেলার ক্রীড়া প্রেমীরাও। এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার এসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানিয়েছেন, ”অনির্বাণ পশ্চিমবঙ্গের সম্মান ভারতবর্ষের সামনে তুলে ধরেছে। আমরা খুবই আনন্দিত। আগামী দিনে ও আরও এগিয়ে চলুক।”

আরও পড়ুন- ৯৮ হাজার ৬৫০ টাকা অটোতে ফেলে নেমে গেলেন যাত্রী! তার পর যা হল…! শুনলে তাজ্জব হবেন!

বর্তমানে অনির্বাণ যোগা প্রশিক্ষণ দিয়ে থাকে। পড়াশোনার পাশাপাশি যোগা যেন তার এক অন্যরকম নেশা। অনির্বাণের কথায় যোগার মধ্যে আরও বিভিন্ন জিনিস রয়েছে, যেগুলো অনুশীলন করে পরবর্তীতে রেকর্ড করা যেতে পারে। আগামী দিনেও অনির্বাণ বড় চমক দেবে বলে জানিয়েছে।

বনোয়ারীলাল চৌধুরী 

South 24 Parganas News: যেন ‘তারে জমিন পর’-এর ঈশান! জাদুঘরে ঠাঁই পেল বিশেষ ভাবে সক্ষম সোহমের প্রতিভা

কাকদ্বীপ: ভারতীয় জাদুঘরের পক্ষ থেকে সম্মান পেলেন কাকদ্বীপের বিশেষ চাহিদা সম্পন্ন যুবক সোহম বেরা। সোহম ৬০ শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন। খালি চোখে দেখে বোঝা না গেলেও সোহম মানসিক রোগের শিকার।

সেই সমস্ত কিছুকে হার মানিয়ে সোহম সাফল্য লাভ করেছেন।  স্থানীয় বসিন্দাদের মতে, আমির খান অভিনীত ‘তারে জমিন পর’ সিনেমার ঈশানের মত হাবভাব সোহমের। কল্পনার জগতে সে একাই ঘোরাফেরা করে দিন-রাত। কল্পনা ডানা মেলে খেলে চলে, তার পর ছবি হয়ে ফুটে ওঠে আঙুলে। সোহমের আঁকা মুগ্ধ করে অনেকেকেই। এ বার ভারত সরকার তাঁর আঁকা ছবিকে স্বীকৃতি দিয়েছে। ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের আয়োজিত চিত্র প্রদর্শনীতে ভারতীয় জাদুঘরে স্থান পেয়েছে সোহমের আঁকা ছবি।

আরও পড়ুন- ৬ জন স্বামীর থেকে খোরপোশ নেন! শুধু ৭ নম্বর বিয়ের পর বেকায়দায় এই মহিলা

ইতিমধ্যে সোহমের বাড়িতে সরকার প্রদত্ত সার্টিফিকেট ও মেমেন্টো এসে পৌঁছেছে। সোহম বিভিন্ন কার্টুন চরিত্রের ছবি আঁকে। চার বছর বয়সেই তাঁর বাবা-মা বুঝতে পারেন তাঁদের ছেলে অন্য ছেলেদের থেকে আলাদা।

তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও সমস্যার সমাধান হয়নি। এর পর সোহমের মা পাপড়ি বেড়া নিয়ে আসে স্থানীয় অঙ্কন শিক্ষক দেবরাজ বেরার কাছে। সেই থেকে শুরু। বর্তমানে ২১ বছর বয়স সোহমের।

আরও পড়ুন- জ্বালা, বুক জ্বালা? মুঠো মুঠো অ্যান্টাসিড না গিলে খেয়ে দেখুন এই খাবারগুলো

স্নাতক স্তরেও ভর্তি হয়েছেন সোহম। ভারতীয় জাদুঘরের চিত্র প্রদর্শনীর কর্মশালায় দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীরা ছবি পাঠাযন। সেখান থেকে ১০০টি ছবি বেছে নেওয়া হয়েছিল। তার পর চল্লিশ জন শিল্পীকে জাদুঘরে বসে আঁকার জন্য নির্বাচন করা হয়। সোহম সেখানে জায়গা পান। এই সাফল্যে খুশি তাঁর পরিবারের লোকজন।

নবাব মল্লিক

India vs Sri Lanka: দায়িত্ব নিয়েই ৩ নতুন প্রতিভার খোঁজ দিলেন গম্ভীর! শক্তি অনেকটাই বাড়ল টিম ইন্ডিয়ার

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে টিম ইন্ডিয়ার কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পর রাহুল দ্রাবিড়ের রেখে যাওয়া চেয়ার সামলানোর চাপ কতটা তা ভালই জানেন গম্ভীর।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে টিম ইন্ডিয়ার কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পর রাহুল দ্রাবিড়ের রেখে যাওয়া চেয়ার সামলানোর চাপ কতটা তা ভালই জানেন গম্ভীর।
তবে কোচিং কেরিয়ারের শুরুটা দুরন্তভাবে করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার। প্রথম সিরিজেই গৌতম গম্ভীরের কোচিংয়ে শ্রীলঙ্কাকে অ্যাওয়ে সিরিজে হোয়াইট ওয়াশ করল ভারতীয় দল। সিনিয়রদের ছাড়া টিম নিয়ে এমন পারফরম্যান্সে খুশি গৌতি।
তবে কোচিং কেরিয়ারের শুরুটা দুরন্তভাবে করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার। প্রথম সিরিজেই গৌতম গম্ভীরের কোচিংয়ে শ্রীলঙ্কাকে অ্যাওয়ে সিরিজে হোয়াইট ওয়াশ করল ভারতীয় দল। সিনিয়রদের ছাড়া টিম নিয়ে এমন পারফরম্যান্সে খুশি গৌতি।
ভারতীয় দলের দায়িত্ব নিয়েই গৌতম গম্ভীর বুঝিয়ে দিয়েছেন তাঁর ভাবনা আর অন্যান্যদের থেকে একটু আলাদা। সাহসী সিদ্ধান্ত নিতে পছন্দ করেন তিনি। কেকেআরের অধিনায়ক থাকাকালীন ও মেন্টর থাকাকালীন সুনীল নারিনকে দিয়ে ওপেন করিয়ে যেমন সাফল্য পেয়েছেন, ভারতীয় দলেও করে দেখালেন তেমন কিছু।
ভারতীয় দলের দায়িত্ব নিয়েই গৌতম গম্ভীর বুঝিয়ে দিয়েছেন তাঁর ভাবনা আর অন্যান্যদের থেকে একটু আলাদা। সাহসী সিদ্ধান্ত নিতে পছন্দ করেন তিনি। কেকেআরের অধিনায়ক থাকাকালীন ও মেন্টর থাকাকালীন সুনীল নারিনকে দিয়ে ওপেন করিয়ে যেমন সাফল্য পেয়েছেন, ভারতীয় দলেও করে দেখালেন তেমন কিছু।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ৩ এমন প্রতিভার খোঁজ দিলেন গৌতম গম্ভীর যা আগে খুব একটা দেখা যায়নি। আর তাতে ভবিষ্যতে কঠিন পরিস্থিতি সামলানোর জন্য যে টিম ইন্ডিয়ার শক্তি অনেকটাই বাড়ল তা বলা যায়।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ৩ এমন প্রতিভার খোঁজ দিলেন গৌতম গম্ভীর যা আগে খুব একটা দেখা যায়নি। আর তাতে ভবিষ্যতে কঠিন পরিস্থিতি সামলানোর জন্য যে টিম ইন্ডিয়ার শক্তি অনেকটাই বাড়ল তা বলা যায়।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে মাঠে এমন কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছেন সূর্যকুমার যাদব যা কাজ করে গেছে। তবে সেই সব সিদ্ধান্ত যে আচমকা নেওয়া নয়, গৌতম গম্ভীরের পরিকল্পনা অন্তর্ভূক্ত তা টিম ইন্ডিয়াক হেডস্যারের শরীরী ভাষাতেই বোঝা গিয়েছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে মাঠে এমন কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছেন সূর্যকুমার যাদব যা কাজ করে গেছে। তবে সেই সব সিদ্ধান্ত যে আচমকা নেওয়া নয়, গৌতম গম্ভীরের পরিকল্পনা অন্তর্ভূক্ত তা টিম ইন্ডিয়াক হেডস্যারের শরীরী ভাষাতেই বোঝা গিয়েছে।
সদ্য সমাপ্ত সিরিজে বল করে ভারতকে ম্যাচ জিতিয়েছেন এমন ৩ জন যাদের বল করতে খুব একটা দেখা যায় না। প্রথম জন হলেন রিয়ান পরাগ। আইপিএলে বিধ্বংসী ব্যাটার হিসেবেই খ্যাত তিনি। প্রথম টি-২০ ম্যাচে চাপের মুহূ্র্তে ১.২ ওভার বল করে ৩ উইকেট নিয়ে ম্যাচ উইনিং পারফরম্যান্স দেন তিনি।
সদ্য সমাপ্ত সিরিজে বল করে ভারতকে ম্যাচ জিতিয়েছেন এমন ৩ জন যাদের বল করতে খুব একটা দেখা যায় না। প্রথম জন হলেন রিয়ান পরাগ। আইপিএলে বিধ্বংসী ব্যাটার হিসেবেই খ্যাত তিনি। প্রথম টি-২০ ম্যাচে চাপের মুহূ্র্তে ১.২ ওভার বল করে ৩ উইকেট নিয়ে ম্যাচ উইনিং পারফরম্যান্স দেন তিনি।
দ্বিতীয় জন হলেন রিঙ্কু সিং। ব্যাট হাতে খুব একটা সফল না হলেও রিঙ্কুর বলের হাতও যে খুব একটা খারাপ নয় তা বোঝা গিয়েছে তৃতীয় টি-২০ ম্যাচে। ভরতের কার্যত হারা ম্যাচে বল করতে এসে ভাগ্য বদলে দেন রিঙ্কু। ১ ওভার বল করে ৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
দ্বিতীয় জন হলেন রিঙ্কু সিং। ব্যাট হাতে খুব একটা সফল না হলেও রিঙ্কুর বলের হাতও যে খুব একটা খারাপ নয় তা বোঝা গিয়েছে তৃতীয় টি-২০ ম্যাচে। ভরতের কার্যত হারা ম্যাচে বল করতে এসে ভাগ্য বদলে দেন রিঙ্কু। ১ ওভার বল করে ৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
তৃতীয় জন হলেন স্বয়ং সূর্যকুমার যাদব। সূর্যের ব্যাট কতটা বিধ্বংসী হতে পারে তা জানা। তবে শেষ ওভারে দায়িত্ব নিয়ে অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। যেভাবে ৬ রান ডিফেন্ড করে ২ উইকেট নিয়ে ম্যাচ টাই করান সূর্য তা অনবদ্য।
তৃতীয় জন হলেন স্বয়ং সূর্যকুমার যাদব। সূর্যের ব্যাট কতটা বিধ্বংসী হতে পারে তা জানা। তবে শেষ ওভারে দায়িত্ব নিয়ে অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। যেভাবে ৬ রান ডিফেন্ড করে ২ উইকেট নিয়ে ম্যাচ টাই করান সূর্য তা অনবদ্য।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে রিঙ্কু সিং ও সূর্যকুমার যাদবকে বল করতে দেখা যায়নি। নবাগত রিয়ান পরাগের বোলিং ট্যালেন্টও প্রশংসীত হয়েছে। ফলে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এমন সিদ্ধান্ত বা প্লেয়ারদের লুকোনো ট্যালেন্ট খুঁজে বার করা গম্ভীর না হলে সম্ভব হত না।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে রিঙ্কু সিং ও সূর্যকুমার যাদবকে বল করতে দেখা যায়নি। নবাগত রিয়ান পরাগের বোলিং ট্যালেন্টও প্রশংসীত হয়েছে। ফলে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এমন সিদ্ধান্ত বা প্লেয়ারদের লুকোনো ট্যালেন্ট খুঁজে বার করা গম্ভীর না হলে সম্ভব হত না।
রিঙ্কু, সূর্য ও রিয়ানোর বোলিং ট্যালেন্টের প্রশংসা করেছেন সকলেই। তাদের বোলিং শক্তিপ খোঁজ ভবিষ্যতে টিম ইন্ডিয়ার শক্ত অনেকটা বাড়াবে ও অধিনায়কের হাতে অনেক অপশন বাড়াবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
রিঙ্কু, সূর্য ও রিয়ানোর বোলিং ট্যালেন্টের প্রশংসা করেছেন সকলেই। তাদের বোলিং শক্তিপ খোঁজ ভবিষ্যতে টিম ইন্ডিয়ার শক্ত অনেকটা বাড়াবে ও অধিনায়কের হাতে অনেক অপশন বাড়াবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

Ambidextrous: দু’হাতে একসঙ্গে ১১ রকম ভাবে লেখেন একাধিক ভাষা! দ্বাদশ শ্রেণী পাশ রাজমিস্ত্রির বাজিমাত সব্যসাচী-গুণে

মৈনাক দেবনাথ, করিমপুর: দু হাত দিয়েই সমান্তরালে প্রায় ১১ টি পদ্ধতিতে সাবলীল ভাবে লিখতে পারেন ১২ ক্লাস পাশ করা নদিয়ার করিমপুরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি বিপ্লব শেখ। বাড়ি করিমপুর থানার অন্তর্গত চন্দনপুর এলাকায়। ছোটবেলা থেকেই সেভাবে পড়াশোনা করে উঠতে পারেননি তিনি। আর্থিক অবস্থা ভাল না থাকায় দ্বাদশ শ্রেণীর পরে ছেড়ে দিতে হয়েছিল পড়াশোনা। এর পরেই কর্মসন্ধানে বেরিয়ে পড়েন এদিক-ওদিক।

রাজ্যের বাইরে এর আগে একাধিক জায়গায় রাজমিস্ত্রি ও যোগাড়ের কাজ তিনি করেছেন। তবে পেটের দায়ে দিনরাত দিনমজুর ও রাজমিস্ত্রির কাজ করলেও তার বরাবরই আগ্রহ ছিল সব্যসাচী অর্থাৎ দু’হাতে সাবলীল ভাবে সমান্তরালের লেখা। আর সেই কারণেই ছোট থেকেই লাগাতার অনুশীলন করে আসছেন তিনি। ডান হাত ও বাম হাতে কলম ধরে কাগজের ওপর সমান ভাবে লিখে যান তিনি। শুধু তাই নয়, প্রত্যেকটি বর্ণমালা যথেষ্টই ছাপার অক্ষরের মতো ঝকঝকে ও স্বচ্ছ। তবে এই লেখার ধরন ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে অনেক জায়গায় দেখা গেলেও পেশায় রাজমিস্ত্রি বিপ্লব শেখের প্রতিভা একটু অন্য ধরনের। তিনি ১১ টি পদ্ধতিতে বেশ কয়েকটি ভাষা দু’হাতেই লিখতে পারেন।

আরও পড়ুন : ঝিমঝিম বৃষ্টিভেজা রাতে মৃদু আলোয় মনের মানুষের পাশে, ছোট্ট বিরতিতে বেড়াতে আসুন ঘরের কাছে এই রাজবাড়িতে

কর্মসূত্রে রাজ্যের বাইরে যেতে হয়েছিল তাঁকে। তখন সেই রাজ্যে স্থানীয় বাসিন্দা এবং তার সহকর্মীদের থেকে হিন্দি ওড়িয়া ইত্যাদি ভাষা শিখে সেই ভাষাতেও একাধিক পদ্ধতিতে লেখার দক্ষতা রয়েছে তাঁর। যেগুলি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। জানা যায় এই বিষয়ের প্রতি তার এতটাই ঝোঁক যে মাঝেমধ্যে নিজের স্মার্টফোনে ইন্টারনেট রিচার্জ করে সেখানে তিনি খোঁজ করেন রাজ্য দেশ তথা পৃথিবীতে তার মত দু’হাতে লিখতে পারা কোন ব্যক্তি আর আদৌ কোথাও আছেন কিনা কিংবা থাকলে তাঁরা কোথায় আছেন!

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কাজে পারদর্শী হয়ে ওঠার আগেই অনলাইনের মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কিংবা লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করার জন্য হিড়িক লেগে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র সঠিক দিশা না থাকার কারণে নিজের এই প্রতিভা খোদাই করে রাখতে নিজের নাম কোথায় নথিভুক্ত করতে হবে তা জানেন না তিনি। সেই কারণেই তিনি সহযোগিতা প্রার্থনা করেছেন। তাঁর আর্জি, রেকর্ড সংগ্রহকারী সংস্থাগুলি যদি তাঁকে সহযোগিতা করে কিংবা প্রচারের আলোতে আসার পর যদি কেউ এসে তার পাশে দাঁড়িয়ে তাঁকে সাহায্য করে, তা হলে বড়ই কৃতজ্ঞ থাকবেন তিনি।