Kohli vs Gambhir: গৌতম গম্ভীরের সঙ্গে মাঠের লড়াইয়ে পারতেন না পাকিস্তানিরাও! কোহলি নিতান্তই শিশু

বেঙ্গালুরু: আইপিএলের এখন হট টপিক বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীরের ঝামেলা। যারা সোমবার লখনউ বনাম বেঙ্গালুরু খেলাটা দেখেছেন তাদের নতুন করে বর্ণনা করার কিছু নেই খেলার শেষে কি হয়েছিল। ঝামেলার শুরু এবং শেষ সব জানা। সেই ২০১৩ সালের পর আবার ২০২৩। কোহলি বনাম গম্ভীর পার্ট টু এর সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। বিরাট কোহলি রেকর্ডের দিক থেকে হয়তো অনেক এগিয়ে গৌতম গম্ভীরের তুলনায়।

সচিন তেন্ডুলকরের পর সবচেয়ে বেশি সেঞ্চুরি। প্রচুর ম্যাচ একা জিতিয়েছেন দেশকে। তার অবদান অস্বীকার করার জায়গা নেই। কিন্তু গৌতম গম্ভীর কোনও অংশে কম বড় ক্রিকেটার ছিলেন না। শুধু পরিসংখ্যা নিয়ে ক্রিকেট খেলা হয় না। অতীতে ভারত বিপদে পড়েছে, আর গৌতম গম্ভীর দাঁড়িয়ে উদ্ধার করেছেন এমন বহুবার হয়েছে। তাছাড়া গৌতম গম্ভীর কেকেআর ক্যাপ্টেন হিসেবে দুবার আইপিএল জিতেছেন। বিরাট কোহলি একবারও পারেনি।

কিন্তু এসব পরিসংখ্যান দিয়ে একজনকে অন্যজনের থেকে বড় বা ছোট করা ঠিক নয়। বিরাট কোহলি যেমন হৃদয় দিয়ে জেতার চেষ্টা করেন, নিজের ক্রিকেট ক্যারিয়ারে গৌতম নিজেও সেটা করতেন। তিনিও কম মেজাজি এবং রগচটা ছিলেন না। অতীতে পাকিস্তানের শাহিদ আফ্রিদি এবং কামরন আকমলের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন গম্ভীর। আফ্রিদির সঙ্গে ধাক্কা, ছাপার অযোগ্য ভাষায় গালাগালি এবং আকমলের সঙ্গে মুখোমুখি ঝগড়া।

দ্বিতীয় জনের সঙ্গে হয়তো মারামারি হয়ে যেত যদি না মহেন্দ্র সিং ধোনি পরিস্থিতি সামাল দিতেন। তাই বিরাট কোহলি হয়তো ভুলে গেছেন তিনি যার সঙ্গে লেগেছেন সেই গৌতম গম্ভীর চেহারায় ছোটখাটো হতে পারেন। কিন্তু তেজে তার থেকে বেশি বরং কম নয়। তবে ভারতীয় ক্রিকেটের স্বার্থে যেটা হয়েছে সেটা ঠিক নয় এমনটাই মনে করেন অধিকাংশ ক্রিকেটপ্রেমী। তবে দিনের শেষে দুজনেই দিল্লি ওয়ালা। কেউ কাউকে ছাড়ার বান্দা নন।

বিসিসিআইয়ের ভবিষ্যতে ব্যাপারটা মন দিয়ে দেখা উচিত এমনটাই মনে করেন প্রাক্তন ক্রিকেটাররাও। তাছাড়া বিরাট প্রচুর তরুণ ক্রিকেটারদের আদর্শ। দিনের শেষে ক্রিকেট ভদ্রলোকের খেলা। মাঠে সেটা মনে রাখা উচিত কিং কোহলির। গৌতম গম্ভীরেরও সিনিয়র ক্রিকেটার হিসেবে কিছুটা দায়িত্ব থেকে যায় তাতে সন্দেহ নেই।