KKR: `নাইট রাইডার্সকে যেখানে পাব, সেখানেই মারব’! কেকেআরকে টিটকিরি প্রাক্তন নাইটের

কলকাতা: তিনি একজন প্রাক্তন নাইট। বেশ কয়েকটা বছর খেলে গিয়েছেন কলকাতায়। তখন অবশ্য এখনকার মত কমপ্লিট ব্যাটসম্যান ছিলেন না তিনি। কিন্তু চেয়েছিলেন শাহরুখ খানের দলে থাকতে। তার ইচ্ছের মর্যাদা দেয়নি কেকেআর। তাই ভেতর ভেতর একটা রাগ আর অভিমান ছিল শুভমন গিলের।
২০২২ সালের মেগা নিলাম! আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বেঙ্কটেশ আয়ারের পাশাপাশি বরুণ চক্রবর্তীকেও রিটেইন করেছিল কেকেআর।

তবে শুভমন গিলের প্রতি আস্থা দেখায়নি কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি। তরুণ তুর্কির নতুন ঠিকানা হয় গুজরাত টাইটান্স। আবির্ভাবেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজিটির খেতাব জয়ে বড় ভূমিকা রাখেন শুভমন। এবারও দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা তিনিই। তবে কেকেআরের সঙ্গে পুরনো হিসেবটা বাকি ছিল। গত শনিবার ইডেনে ৩৫ বলে ৪৯ রানের ইনিংস খেলে নাইটদের জবাব দিলেন তিনি।

আজও পড়ুন – Kohli vs Gambhir: গৌতম গম্ভীরের সঙ্গে মাঠের লড়াইয়ে পারতেন না পাকিস্তানিরাও! কোহলি নিতান্তই শিশু

তাঁর গড়ে দেওয়া ভিতেই জয়ের পথ প্রশস্ত করেন বিজয় শঙ্কর, ডেভিড মিলাররা। ম্যাচের পর পুরনো দলকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করতে ছাড়েননি শুভমন। নিজের ব্যাটিংয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ডে রাইডার্স’। তাতে হাসির ইমোজিতে কমেন্ট করেছেন হার্দিক পান্ডিয়াও। শনিবার গুজরাতের কাছে হেরে প্লে-অফের পথ দুর্গম হয়েছে কেকেআরের।

গুজরাত ৮ ম্যাচের ছয়টিতে জিতে টেবিলের মগডালে। এখনও পর্যন্ত মোট ৩৩৩ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রবলভাবে আছেন শুভমন। বিশেষজ্ঞ মহলের মতে, ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, কেকেআরের ছিটকে যাওয়া দিনের আলোর মতোই পরিষ্কার। গিল জানিয়েছেন কলকাতার সমর্থকদের তিনি আজও ভালোবাসেন। কিন্তু তার সঙ্গে অন্যায় করা হয়েছিল। তাই এরপরেও যেখানেই শাহরুখ খানের দলকে পাবেন পিটিয়ে চামড়া গুটিয়ে দেবেন।