টকটকে লাল নয়, ঘন নীল! বলুন তো কোন প্রাণীর রক্তের রং নীল? নাম জানলে চমকে যাবেন

General Knowledge: টকটকে লাল নয়, ঘন নীল! বলুন তো কোন প্রাণীর রক্তের রং নীল? এক লিটারের দামই ১০ লাখ!

হাত, পা বা শরীরের কোনও অংশ কেটে গেলেই গল গল করে বেরোতে থাকে রক্ত। টকটকে লাল রক্ত। মানুষ তো বটেই, সেইসঙ্গে অন‍্যান‍্য প্রাণীর দেহের রক্তের রংই লাল। কিন্তু এমন প্রাণী রয়েছে জানেন কী যার রক্তের রং লাল নয়, বরং নীল!
হাত, পা বা শরীরের কোনও অংশ কেটে গেলেই গল গল করে বেরোতে থাকে রক্ত। টকটকে লাল রক্ত। মানুষ তো বটেই, সেইসঙ্গে অন‍্যান‍্য প্রাণীর দেহের রক্তের রংই লাল। কিন্তু এমন প্রাণী রয়েছে জানেন কী যার রক্তের রং লাল নয়, বরং নীল!
শুনতে অবাক লাগলেও সত‍্যিই এমন একটি প্রাণী রয়েছে, যার রক্তের রং একেবারে নীল। শুধু তাই নয়, এই নীল রক্তের উপকারীতাও প্রচুর। এই নীল রক্ত চিকিত্‍সাক্ষেত্রে ব‍্যবহার করা হয়।
শুনতে অবাক লাগলেও সত‍্যিই এমন একটি প্রাণী রয়েছে, যার রক্তের রং একেবারে নীল। শুধু তাই নয়, এই নীল রক্তের উপকারীতাও প্রচুর। এই নীল রক্ত চিকিত্‍সাক্ষেত্রে ব‍্যবহার করা হয়।
বিশ্বে এমন বহু আশ্চর্য জিনিস সম্পর্কে আমরা কতকিছুই জানি না। জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান সম্পর্কে সম‍্যক জ্ঞান থাকা তাই অবশ‍্যই জরুরি। বিশেষত চাকরির পরীক্ষায় পাশ করতে অবশ‍্যই জানতে হবে এমন অনেক বিষয়।
বিশ্বে এমন বহু আশ্চর্য জিনিস সম্পর্কে আমরা কতকিছুই জানি না। জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান সম্পর্কে সম‍্যক জ্ঞান থাকা তাই অবশ‍্যই জরুরি। বিশেষত চাকরির পরীক্ষায় পাশ করতে অবশ‍্যই জানতে হবে এমন অনেক বিষয়।
যেকোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। পাশ করতে গেলে তাই জিকে ভাল করে শিখে রাখা খুবই জরুরি।

যেকোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। পাশ করতে গেলে তাই জিকে ভাল করে শিখে রাখা খুবই জরুরি।
এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। যেমন কোন প্রাণীর রক্তের রং নীল?
এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। যেমন কোন প্রাণীর রক্তের রং নীল?
আসলে এই প্রাণী হল এক ধরণের কাঁকড়া। আমেরিকার সমুদ্রে দেখা যায় এই বিশেষ কাঁকড়া, যার নাম হর্সসু ক্র‍্যাব।
আসলে এই প্রাণী হল এক ধরণের কাঁকড়া। আমেরিকার সমুদ্রে দেখা যায় এই বিশেষ কাঁকড়া, যার নাম হর্সসু ক্র‍্যাব।
এই কাঁকড়াকে দেখতে অনেকটা ঘোড়ার মতো, তাই এমন নাম। কিন্তু এই ‘ঘোড়া কাঁকড়ার’ রক্তের রং নীল হয় কেন? তার জন‍্য আগে জানতে হবে কেন কোনও প্রাণীর রক্তের রং লাল হয়।
এই কাঁকড়াকে দেখতে অনেকটা ঘোড়ার মতো, তাই এমন নাম। কিন্তু এই ‘ঘোড়া কাঁকড়ার’ রক্তের রং নীল হয় কেন? তার জন‍্য আগে জানতে হবে কেন কোনও প্রাণীর রক্তের রং লাল হয়।
রক্তের রং লাল হওয়ার জন‍্য দায়ী হিমোগ্লোবিন। আয়রণ সমৃদ্ধ হিমোগ্লোবিনের জন‍্যই লাল হয় রক্তের রং। কিন্ত এই বিশেষ কাঁকড়ার রক্তে কপার-ভিত্তিক হিমোসায়ানিন পাওয়া যায়। যে কারণে এই কাঁকড়ার রক্তের রং হালকা হয়।

রক্তের রং লাল হওয়ার জন‍্য দায়ী হিমোগ্লোবিন। আয়রণ সমৃদ্ধ হিমোগ্লোবিনের জন‍্যই লাল হয় রক্তের রং। কিন্ত এই বিশেষ কাঁকড়ার রক্তে কপার-ভিত্তিক হিমোসায়ানিন পাওয়া যায়। যে কারণে এই কাঁকড়ার রক্তের রং হালকা হয়।