জানেন পৃথিবীর কোন দেশে একটাও গাছ নেই? নাম শুনলে বিশ্বাসই হবে না

General Knowledge: জানেন পৃথিবীর কোন দেশে ‘একটাও’ গাছ নেই? নাম শুনলে বিশ্বাসই হবে না

গাছ লাগান, প্রাণ বাঁচান। যত দিন এগোচ্ছে চির সত‍্য এই বাক‍্যের মর্ম হাড়ে হাড়ে টের পাচ্ছে মানুষ। বছর বছর আরও বাড়ছে গরমের পরিমাণ, গলছে মেরুর বরফ। ভরসা একমাত্র গাছ। কিন্তু পৃথিবীতে এমন দুটি দেশ রয়েছে যেখানে একটিও গাছ নেই।

গাছ লাগান, প্রাণ বাঁচান। যত দিন এগোচ্ছে চির সত‍্য এই বাক‍্যের মর্ম হাড়ে হাড়ে টের পাচ্ছে মানুষ। বছর বছর আরও বাড়ছে গরমের পরিমাণ, গলছে মেরুর বরফ। ভরসা একমাত্র গাছ। কিন্তু পৃথিবীতে এমন দুটি দেশ রয়েছে যেখানে গাছ নেই বললেই চলে।
গাছকে পৃথিবীর ফুসফুস বলা হয়। গ্লোবাল ওয়ার্মিং রুখতে সবচেয়ে বড় অস্ত্র হল গাছ। অথচ নগরায়ণের জন‍্য কেটে ফেলা হচ্ছে একাধিক গাছ। কিন্তু এই ছবি পৃথিবীর বেশিরভাগ দেশের।
গাছকে পৃথিবীর ফুসফুস বলা হয়। গ্লোবাল ওয়ার্মিং রুখতে সবচেয়ে বড় অস্ত্র হল গাছ। অথচ নগরায়ণের জন‍্য কেটে ফেলা হচ্ছে একাধিক গাছ। কিন্তু এই ছবি পৃথিবীর বেশিরভাগ দেশের।
তবে যতই গাছ কেটে ফেলা হোক, গাছের সংখ‍্যা যতই কমুক। তবুও পৃথিবীর প্রায় সব দেশেই রয়েছে গাছ। সংখ‍্যায় হয়তো কমেছে অনেকটাই কিন্তু রয়েছে।
তবে যতই গাছ কেটে ফেলা হোক, গাছের সংখ‍্যা যতই কমুক। তবুও পৃথিবীর প্রায় সব দেশেই রয়েছে গাছ। সংখ‍্যায় হয়তো কমেছে অনেকটাই কিন্তু রয়েছে।
তবে জানেন কী, পৃথিবীতে এমন দেশও রয়েছে, যেখানে মাইলের পর মাইল হেঁটে গেলেও চোখে পড়বে না একটিও গাছ। এমন একটি নয়, দু'টি দেশ রয়েছে এই ধরাধামে।
তবে জানেন কী, পৃথিবীতে এমন দেশও রয়েছে, যেখানে মাইলের পর মাইল হেঁটে গেলেও চোখে পড়বে না একটিও গাছ। এমন একটি নয়, দু’টি দেশ রয়েছে এই ধরাধামে।
প্রথম দেশ গ্রীনল্যান্ড। আশ্চর্যের ব‍্যাপার যে দেশের নামেই রয়েছে গ্রীন, সেই দেশেই নেই প্রায় একটাও গাছ। মাইলের পর মাইল জুড়ে শুধু সাদা বরফ। নামে সবুজ থাকলেও আসলে এদেশে সবুজের দেখা পাওয়াই ভার।
প্রথম দেশ গ্রিনল্যান্ড। আশ্চর্যের ব‍্যাপার যে দেশের নামেই রয়েছে গ্রীন, সেই দেশেই নেই প্রায় একটাও গাছ। মাইলের পর মাইল জুড়ে শুধু সাদা বরফ। নামে সবুজ থাকলেও আসলে এদেশে সবুজের দেখা পাওয়াই ভার। গ্রিনল‍্যান্ডে গাছ থাকলেও তার সংখ‍্যা অতি কম। বেশিরভাগ অংশই বরফে ঢাকা।
দ্বিতীয় দেশ হল কাতার। কাতার ছিল ধুধু মরুভুমি। চারদিকে সার দেওয়া উঁচু বাড়ি আর বালি ছাড়া কিছুই ছিল না কাতারে। তবে বর্তমানে কাতারবাসীরা নিজেদের উদ‍্যোগেই সেখানে লাগিয়েছেন গাছ। সৃষ্টি করা হয়েছে জঙ্গল।

দ্বিতীয় দেশ হল কাতার। কাতার ছিল ধুধু মরুভুমি। চারদিকে সার দেওয়া উঁচু বাড়ি আর বালি ছাড়া কিছুই ছিল না কাতারে। তবে বর্তমানে কাতারবাসীরা নিজেদের উদ‍্যোগেই সেখানে লাগিয়েছেন গাছ। সৃষ্টি করা হয়েছে জঙ্গল।