মিশকালো পাথরে জ্বলজ্বলে নীল চোখ! পা লাগলেই সর্বনাশ হয়ে যাবে আপনার...! দেখুন

Knowledge Story Jawfish: মিশকালো পাথরে জ্বলজ্বলে নীল চোখ! পা লাগলেই সর্বনাশ হয়ে যাবে আপনার…! দেখুন ভয়ানক কাণ্ড!

গভীর জঙ্গলেই যে শুধু ভয়ঙ্কর প্রাণীদের দেখা মেলে, এমন নয়। কখন কোথায় বিপদ আপনার জন্য ওঁত পেতে আছে বুঝতেও পারবেন না! বহু সাহসী মানুষও ভয়ে পেয়ে গিয়েছেন এই প্রাণীকে দেখে, এখন যেটির সঙ্গে পরিচয় করাব আপনাদের।
গভীর জঙ্গলেই যে শুধু ভয়ঙ্কর প্রাণীদের দেখা মেলে, এমন নয়। কখন কোথায় বিপদ আপনার জন্য ওঁত পেতে আছে বুঝতেও পারবেন না! বহু সাহসী মানুষও ভয়ে পেয়ে গিয়েছেন এই প্রাণীকে দেখে, এখন যেটির সঙ্গে পরিচয় করাব আপনাদের।
শুরুতে মনে হয়েছিল জড় পদার্থ! পায়ের কাছে পড়ে পাথরের মতো শক্ত, নিষ্প্রাণ এটা কী? বুঝতে পারেননি ক্যাম ওয়াইল্ড। পশ্চিম অস্ট্রেলিয়ার উত্তরে পিলবারা অঞ্চলে বন্ধুদের সঙ্গে ঘুরতে ঘুরতে হঠাৎ চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল তাঁর!
শুরুতে মনে হয়েছিল জড় পদার্থ! পায়ের কাছে পড়ে পাথরের মতো শক্ত, নিষ্প্রাণ এটা কী? বুঝতে পারেননি ক্যাম ওয়াইল্ড। পশ্চিম অস্ট্রেলিয়ার উত্তরে পিলবারা অঞ্চলে বন্ধুদের সঙ্গে ঘুরতে ঘুরতে হঠাৎ চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল তাঁর!
পাথর নয়! কালো কুচকুচে শরীরে উঁকি দিচ্ছে দুটো নীল চোখ! সঙ্গে ধারালো বড় দাঁত! ক্যাম বোঝেন, এটা একটা প্রাণী! তাঁর দিকেই তাকিয়ে আছে স্থির ভাবে। মাটির গর্ত থেকেই বেরিয়েছিল এই অদ্ভুত দর্শন মুখ। কী ধরনের জন্তু এটা? বুঝতে সময় লাগে।
পাথর নয়! কালো কুচকুচে শরীরে উঁকি দিচ্ছে দুটো নীল চোখ! সঙ্গে ধারালো বড় দাঁত! ক্যাম বোঝেন, এটা একটা প্রাণী! তাঁর দিকেই তাকিয়ে আছে স্থির ভাবে। মাটির গর্ত থেকেই বেরিয়েছিল এই অদ্ভুত দর্শন মুখ। কী ধরনের জন্তু এটা? বুঝতে সময় লাগে।
সোশ্যাল মিডিয়ায় ক্যাম শেয়ার করেছিলেন সেই দুঃস্বপ্নের মতো ভিডিও। সেখানে একজনকে বর্শা দিয়ে প্রাণীটিকে পরীক্ষা করতে দেখা যায়। তার পরেই ভয়ঙ্কর কাণ্ড! প্রাণিটিকে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় ক্যাম ও তাঁর বন্ধুদের দিকে। ভয়ে তাঁরা পিছিয়ে যান কয়েক ধাপ, জলেই পড়ে যাচ্ছিলেন প্রায়। একজনকে বলতে শোনা যায়, "রাতে দুঃস্বপ্নে আজ এটা আমায় তাড়া করবে!"
সোশ্যাল মিডিয়ায় ক্যাম শেয়ার করেছিলেন সেই দুঃস্বপ্নের মতো ভিডিও। সেখানে একজনকে বর্শা দিয়ে প্রাণীটিকে পরীক্ষা করতে দেখা যায়। তার পরেই ভয়ঙ্কর কাণ্ড! প্রাণিটিকে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় ক্যাম ও তাঁর বন্ধুদের দিকে। ভয়ে তাঁরা পিছিয়ে যান কয়েক ধাপ, জলেই পড়ে যাচ্ছিলেন প্রায়। একজনকে বলতে শোনা যায়, “রাতে দুঃস্বপ্নে আজ এটা আমায় তাড়া করবে!”
ওঁরা স্পষ্টতই ভেবেছিলেন, এটা পাথর অথবা মৃত কোনও জন্তু। পড়ে বোঝেন, এটি জ-ফিশ। এটাকে স্টোনফিশ বা পাথুরে মাছও বলা হয়। উপকূলীয় জলে, পাথুরে প্রাচীর এবং ধ্বংসস্তূপ অঞ্চলে পাওয়া এক ধরণের রশ্মিযুক্ত মাছ। কিছুক্ষণ পরে, ক্যাম একটি মারাত্মক স্টোনফিশ খুঁজে পেয়েছিলেন। যেটির উপর প্রায় পা দিয়েই ফেলেছিল। বোঝেন, এটা এই মাছেদের এলাকা। ভয়ে তাঁরা বেরিয়ে আসেন।
ওঁরা স্পষ্টতই ভেবেছিলেন, এটা পাথর অথবা মৃত কোনও জন্তু। পড়ে বোঝেন, এটি জ-ফিশ। এটাকে স্টোনফিশ বা পাথুরে মাছও বলা হয়। উপকূলীয় জলে, পাথুরে প্রাচীর এবং ধ্বংসস্তূপ অঞ্চলে পাওয়া এক ধরণের রশ্মিযুক্ত মাছ। কিছুক্ষণ পরে, ক্যাম একটি মারাত্মক স্টোনফিশ খুঁজে পেয়েছিলেন। যেটির উপর প্রায় পা দিয়েই ফেলেছিল। বোঝেন, এটা এই মাছেদের এলাকা। ভয়ে তাঁরা বেরিয়ে আসেন।
বিজ্ঞানীরা জানান, Jawfish হল Opistognathidae জাতীয় প্রাণীদের ক্ষেত্রে পরিচিত নাম। এটি এমন একটি মাছের পরিবার যাতে প্রায় ৮০টি প্রজাতি রয়েছে। তারা আটলান্টিক, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের উষ্ণ অংশের স্থানীয়। অগভীর জল থেকে কয়েক'শো মিটার গভীরতায় এরা বিচরণ করে। প্রজাতি-স্তরের শ্রেণীবিভাগ জটিল, এবং পরিবারে অনেক অবর্ণনীয় প্রজাতি অন্তর্ভুক্ত রয়েছে।
বিজ্ঞানীরা জানান, Jawfish হল Opistognathidae জাতীয় প্রাণীদের ক্ষেত্রে পরিচিত নাম। এটি এমন একটি মাছের পরিবার যাতে প্রায় ৮০টি প্রজাতি রয়েছে। তারা আটলান্টিক, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের উষ্ণ অংশের স্থানীয়। অগভীর জল থেকে কয়েক’শো মিটার গভীরতায় এরা বিচরণ করে। প্রজাতি-স্তরের শ্রেণীবিভাগ জটিল, এবং পরিবারে অনেক অবর্ণনীয় প্রজাতি অন্তর্ভুক্ত রয়েছে।