General Knowledge Story: বলুন তো, কোন নদী উল্টোদিকে বয়ে চলে… ভারতেই আছে এমন নদী! নামটা জানেন?

জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
ভারতের শুধু গঙ্গা ও যমুনা নদীই নয়, অধিকাংশ নদীকেই পবিত্র বলে মনে করা হয়। এই নদীগুলির মধ্যে অনেকগুলি শহর এবং এমনকি রাজ্যগুলির জন্য জীবনরেখা হিসাবে কাজ করে। ভারতে রয়েছে এমন এক নদী যা অন্য নদীগুলি যে দিকে প্রবাহিত হয় তার বিপরীতে প্রবাহিত হয়। ভারতের অধিকাংশ নদী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত। তবে, দেশে এমন একটি নদীও রয়েছে, যা পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় এবং দেশকে দুটি ভাগে বিভক্ত করেছে।
ভারতের শুধু গঙ্গা ও যমুনা নদীই নয়, অধিকাংশ নদীকেই পবিত্র বলে মনে করা হয়। এই নদীগুলির মধ্যে অনেকগুলি শহর এবং এমনকি রাজ্যগুলির জন্য জীবনরেখা হিসাবে কাজ করে। ভারতে রয়েছে এমন এক নদী যা অন্য নদীগুলি যে দিকে প্রবাহিত হয় তার বিপরীতে প্রবাহিত হয়। ভারতের অধিকাংশ নদী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত। তবে, দেশে এমন একটি নদীও রয়েছে, যা পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় এবং দেশকে দুটি ভাগে বিভক্ত করেছে।
এই নদীটিকেও গঙ্গা ও যমুনার মতো পবিত্র নদী হিসেবে বিবেচনা করা হয়। নদীটির নাম নর্মদা । এটি মধ্যপ্রদেশ এবং গুজরাটের একটি গুরুত্বপূর্ণ নদী। নর্মদা নদীই দেশের একমাত্র নদী, যা দেশের বাকি নদীগুলোর বিপরীত দিকে প্রবাহিত হয়। দেশের সমস্ত নদী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। যেখানে পবিত্র নর্মদা নদী পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। মধ্যপ্রদেশের উজ্জয়নীতে মহাকাল দর্শনে গেলে যদি আমকারেশ্বরে যাওয়া হয় তবে সেখানে নর্মদা নদীও দেখতে পাওয়া যাবে। নর্মদা নদীকে মোক্ষদায়িনীও বলা হয়।
এই নদীটিকেও গঙ্গা ও যমুনার মতো পবিত্র নদী হিসেবে বিবেচনা করা হয়। নদীটির নাম নর্মদা । এটি মধ্যপ্রদেশ এবং গুজরাটের একটি গুরুত্বপূর্ণ নদী। নর্মদা নদীই দেশের একমাত্র নদী, যা দেশের বাকি নদীগুলোর বিপরীত দিকে প্রবাহিত হয়। দেশের সমস্ত নদী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। যেখানে পবিত্র নর্মদা নদী পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। মধ্যপ্রদেশের উজ্জয়নীতে মহাকাল দর্শনে গেলে যদি আমকারেশ্বরে যাওয়া হয় তবে সেখানে নর্মদা নদীও দেখতে পাওয়া যাবে। নর্মদা নদীকে মোক্ষদায়িনীও বলা হয়।
নর্মদা নদী পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়।নর্মদা নদীকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাতটি নদীর একটি বলে মনে করা হয়। এই নদীর উৎপত্তি মাইখাল পর্বতের অমরকণ্টক এবং সোনভদ্র পর্বতের চূড়া থেকে। অমরকন্টক মধ্যপ্রদেশের শাহদোল জেলার পুষ্পরাজগড় তহসিলে অবস্থিত। মূলত রিফ্ট ভ্যালির কারণেই নর্মদা নদী বিপরীত দিকে প্রবহিত হয়। 
নর্মদা নদী পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়।নর্মদা নদীকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাতটি নদীর একটি বলে মনে করা হয়। এই নদীর উৎপত্তি মাইখাল পর্বতের অমরকণ্টক এবং সোনভদ্র পর্বতের চূড়া থেকে। অমরকন্টক মধ্যপ্রদেশের শাহদোল জেলার পুষ্পরাজগড় তহসিলে অবস্থিত। মূলত রিফ্ট ভ্যালির কারণেই নর্মদা নদী বিপরীত দিকে প্রবহিত হয়।
নর্মদার উল্টো পথে বয়ে চলার পিছনে একটি ধর্মীয় বিশ্বাসও রয়েছে। কিংবদন্তি অনুসারে, নর্মদা এবং সোনা ভদ্রের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়ের কিছু দিন আগে নর্মদা জানতে পারেন যে ভদ্র তার দাসী জুহিলার প্রতি বেশি আগ্রহী। নর্মদা এই অপমান অনুভব করে মণ্ডপ ছেড়ে উল্টো দিকে চলে গেলেন। শোন ভদ্র তাকে আটকানোর অনেক চেষ্টা করেও লাভ হয়নি নর্মদা চলে যান। যে কারণে নর্মদা আজও উল্টো দিকে প্রবাহিত হয়
নর্মদার উল্টো পথে বয়ে চলার পিছনে একটি ধর্মীয় বিশ্বাসও রয়েছে। কিংবদন্তি অনুসারে, নর্মদা এবং সোনা ভদ্রের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়ের কিছু দিন আগে নর্মদা জানতে পারেন যে ভদ্র তার দাসী জুহিলার প্রতি বেশি আগ্রহী। নর্মদা এই অপমান অনুভব করে মণ্ডপ ছেড়ে উল্টো দিকে চলে গেলেন। শোন ভদ্র তাকে আটকানোর অনেক চেষ্টা করেও লাভ হয়নি নর্মদা চলে যান। যে কারণে নর্মদা আজও উল্টো দিকে প্রবাহিত হয়
মোক্ষদায়িনী নর্মদা নদীকে মধ্যপ্রদেশ ও গুজরাটের জীবনরেখাও বলা হয়। এই নদী তার উৎপত্তিস্থল থেকে বের হওয়ার পর দীর্ঘ পথ পাড়ি দেয়। নর্মদা পশ্চিম দিকে ১৩১২ কিমি প্রবাহিত হয়ে আরব সাগরের খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে। 
মোক্ষদায়িনী নর্মদা নদীকে মধ্যপ্রদেশ ও গুজরাটের জীবনরেখাও বলা হয়। এই নদী তার উৎপত্তিস্থল থেকে বের হওয়ার পর দীর্ঘ পথ পাড়ি দেয়। নর্মদা পশ্চিম দিকে ১৩১২ কিমি প্রবাহিত হয়ে আরব সাগরের খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে।