General Knowledge Story: রাত হলেই কানের কাছে গুনগুন গাইছে মশারা! কখনও ভেবে দেখেছেন কেন এমনটা করে?

জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
রাতে আরাম করে চোখ বুজেছেন। সারাদিনের খাটাখাটনির পর এবারসুখের নিদ্রার সময়ে। চারদিক নিস্তব্ধ। আপনার ঘুম আসছে। এমনই সময়ে গান জুড়ল তারা। বিরক্তির অন্ত নেই। সব আনন্দ মাটি।
রাতে আরাম করে চোখ বুজেছেন। সারাদিনের খাটাখাটনির পর এবারসুখের নিদ্রার সময়ে। চারদিক নিস্তব্ধ। আপনার ঘুম আসছে। এমনই সময়ে গান জুড়ল তারা। বিরক্তির অন্ত নেই। সব আনন্দ মাটি।
মশার গান গাওয়া শুরু হল মানেই রাতটা মাটি। কিন্তু কখনও ভেবে দেখেছেন, মশাগুলো কানের কাছে এসেই কেন গুনগুন করা শুরু করে দেয়? আসলে তো এই গান তাদের আসলে ডানা ঝাপটানো।
মশার গান গাওয়া শুরু হল মানেই রাতটা মাটি। কিন্তু কখনও ভেবে দেখেছেন, মশাগুলো কানের কাছে এসেই কেন গুনগুন করা শুরু করে দেয়? আসলে তো এই গান তাদের আসলে ডানা ঝাপটানো।
আমেরিকার অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মাইকেল রিহলে-এর বক্তব্য অনুযায়ী, আমরা সাধারণত স্ত্রী মশার ডানার শব্দ শুনতে পাই। পুরুষ মশারা মূলত ফুলের মধু পান করে, মানুষের রক্ত না।
আমেরিকার অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মাইকেল রিহলে-এর বক্তব্য অনুযায়ী, আমরা সাধারণত স্ত্রী মশার ডানার শব্দ শুনতে পাই। পুরুষ মশারা মূলত ফুলের মধু পান করে, মানুষের রক্ত না।
তবে স্ত্রী মশারা রক্ত পান করে। কারণ মিলনের পর ডিম্বাণু তৈরি করার জন্য শক্তি সঞ্চয় করতে হয়। আর সেই শব্দই আমরা শুনতে পাই। আর তারা দূর থেকে কার্বন ডাই-অক্সাইড চিনতে পারে।
তবে স্ত্রী মশারা রক্ত পান করে। কারণ মিলনের পর ডিম্বাণু তৈরি করার জন্য শক্তি সঞ্চয় করতে হয়। আর সেই শব্দই আমরা শুনতে পাই। আর তারা দূর থেকে কার্বন ডাই-অক্সাইড চিনতে পারে।
অধ্যাপক মাইকেল রিহলে জানান, কার্বন ডাই–অক্সাইডের সাহায্যেই স্ত্রী মশারা নিজেদের লক্ষ্য স্থির করে। মানুষ তাদের উপরের অংশ দিয়েই কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে।
অধ্যাপক মাইকেল রিহলে জানান, কার্বন ডাই–অক্সাইডের সাহায্যেই স্ত্রী মশারা নিজেদের লক্ষ্য স্থির করে। মানুষ তাদের উপরের অংশ দিয়েই কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে।
তাই স্ত্রী মশারা মাথার চারপাশেই ঘুরে বেড়ায়। কানের কাছে যে দুর্গন্ধ থাকে। তা আকৃষ্ট করে ওই মশাদের। আর তারই টানে মানুষের কানের কাছে এসে বেশি ডানা ঝাপ্টায় স্ত্রী মশারা।
তাই স্ত্রী মশারা মাথার চারপাশেই ঘুরে বেড়ায়। কানের কাছে যে দুর্গন্ধ থাকে। তা আকৃষ্ট করে ওই মশাদের। আর তারই টানে মানুষের কানের কাছে এসে বেশি ডানা ঝাপ্টায় স্ত্রী মশারা।