পাঁচমিশালি General Knowledge: আচ্ছা ভাবুন তো ট্রেনের কোচ লাল ও নীল রঙের কেন হয়? সারাদিন ভাবতে বসলেও উত্তর দিতে পারবেন না, রইল ‘চ্যালেঞ্জ’ Gallery October 27, 2024 Bangla Digital Desk ঘুরতে যাওয়া হোক, পড়াশোনা অথবা কর্মক্ষেত্র ট্রেনে আমরা সকলে চড়ে বসি৷ সেই কবে পরাধীন ভারতে গড়িয়েছিল ট্রেনের চাকা৷ আজও প্রতিদিন রোজ-রোজ ভারতের কত-কত মানুষ এই জার্নিতে চড়ে বসে৷ কিন্তু এই জার্নিতে কত কিছুই অজানা থাকে৷ যেমন, এই ধরুন একটা কিছু ট্রেন লাল রঙের হয়, কিছু নীল রঙের৷ কিন্তু কেন? এর কী কোনও মানে আছে? নিশ্চয়ই আছে৷ বিশাল বড় মানেই রয়েছে৷ সাধারণত, দেখবেন এক্সপ্রেস ট্রেনে নীল রঙের বগি হয়৷ অন্যদিকে রাজধানী বা সুফারফাস্ট প্রিমিয়াম ট্রেনগুলোর বগি লালা রঙের হয়ে থাকে৷ সাধারণত নীল রঙের বগিগুলোর চেয়ে, লাল রঙের বগিগুলো অনেক বেশি নিরাপদ হয়ে থাকে৷ লাল বগিগুলো তৈরি করা হয়েছে অ্যান্টিটেলিস্কোপিক ডিজাইন দিয়ে। কোনও কারণে দুর্ঘটনা ঘটলে একে অপরের সঙ্গে সংঘর্ষ হয় না৷ সহজে ট্র্যাক থেকে পড়ে যায় না৷ শুধু তাই নয়, যদি বড় রকমের সংঘর্ষ হয়, তাও বগিগুলো একে অপরের উপর উঠে যায় না৷ ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেক কম থাকে৷ সাধারণত ঘণ্টা ২০০ কিমি বেগে চলা ট্রেনগুলোতে এই কোচ বসানো হয়৷ শুধু তাই নয়, যদি বড় রকমের সংঘর্ষ হয়, তাও বগিগুলো একে অপরের উপর উঠে যায় না৷ ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেক কম থাকে৷ সাধারণত ঘণ্টা ২০০ কিমি বেগে চলা ট্রেনগুলোতে এই কোচ বসানো হয়৷