নম্বর প্লেটের ইতিহাস

General Knowledge: আচ্ছা বলুন তো কেন দেশে প্রথম নম্বর প্লেট লাগানো হয়েছিল? ভারতেই কবে নম্বর প্লেট বসল গাড়িতে? উত্তর দিতে পারবেন না রইল কঠিন ‘চ্যালেঞ্জ’

যে কোনও গাড়িতে নাম্বার প্লেট তো থাকবেই৷ আপনিও গাড়ি কিনলে নম্বর প্লেট ছাড়া রাস্তায় বেরোতে পারবেন না৷
যে কোনও গাড়িতে নাম্বার প্লেট তো থাকবেই৷ আপনিও গাড়ি কিনলে নম্বর প্লেট ছাড়া রাস্তায় বেরোতে পারবেন না৷
কোনও গাড়িকে চিহ্নিত করার জন্য এই নাম্বার প্লেটের যথেষ্ট গুরুত্ব রয়েছে৷ কিন্তু জানেন এই নাম্বার প্লেটের সূচনা কোথায়? এর ইতিহাস কী? আসুন জেনে নিই৷
কোনও গাড়িকে চিহ্নিত করার জন্য এই নাম্বার প্লেটের যথেষ্ট গুরুত্ব রয়েছে৷ কিন্তু জানেন এই নাম্বার প্লেটের সূচনা কোথায়? এর ইতিহাস কী? আসুন জেনে নিই৷
১৯ শতকের শেষের দিকে এই নাম্বার প্লেট বসানোর কাজ শুরু হয়৷ আসলে ক্রমবর্ধমান যানবাহনের চাপ ও দুর্ঘটনা এড়াতে এই নাম্বার প্লেট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ যাতে সহজেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে চিহ্নিত করা সম্ভব
১৯ শতকের শেষের দিকে এই নাম্বার প্লেট বসানোর কাজ শুরু হয়৷ আসলে ক্রমবর্ধমান যানবাহনের চাপ ও দুর্ঘটনা এড়াতে এই নাম্বার প্লেট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ যাতে সহজেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে চিহ্নিত করা সম্ভব
সাল ১৮৯৩ ফ্রান্সে প্রথম যানবাহনে নম্বর প্লেট স্থাপন করার প্রক্রিয়া শুরু হয়৷ তারপর ধীরে ধীরে সেখানে সমস্ত গাড়ির জন্য নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক করে তুলেছে৷
সাল ১৮৯৩ ফ্রান্সে প্রথম যানবাহনে নম্বর প্লেট স্থাপন করার প্রক্রিয়া শুরু হয়৷ তারপর ধীরে ধীরে সেখানে সমস্ত গাড়ির জন্য নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক করে তুলেছে৷
তখন নম্বর প্লেটে গাড়ির রেজিট্রেশনও দেওয়া থাকত৷ এর ফলে পুলিশ সেগুলো শনাক্ত করতে পারে৷ স্বাধীনতা পরবর্তী কালে ভারতেও গাড়িতে নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করে দেওয়া হয়৷ এই নম্বর প্লেটের মাধ্যমে গাড়ির ধরন, রাজ্যের কোড এবং রেজিট্রেশন নম্বর পাওয়া যায়৷
তখন নম্বর প্লেটে গাড়ির রেজিট্রেশনও দেওয়া থাকত৷ এর ফলে পুলিশ সেগুলো শনাক্ত করতে পারে৷ স্বাধীনতা পরবর্তী কালে ভারতেও গাড়িতে নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করে দেওয়া হয়৷ এই নম্বর প্লেটের মাধ্যমে গাড়ির ধরন, রাজ্যের কোড এবং রেজিট্রেশন নম্বর পাওয়া যায়৷