পাঁচমিশালি General Knowledge: আচ্ছা বলুন তো কেন দেশে প্রথম নম্বর প্লেট লাগানো হয়েছিল? ভারতেই কবে নম্বর প্লেট বসল গাড়িতে? উত্তর দিতে পারবেন না রইল কঠিন ‘চ্যালেঞ্জ’ Gallery October 27, 2024 Bangla Digital Desk যে কোনও গাড়িতে নাম্বার প্লেট তো থাকবেই৷ আপনিও গাড়ি কিনলে নম্বর প্লেট ছাড়া রাস্তায় বেরোতে পারবেন না৷ কোনও গাড়িকে চিহ্নিত করার জন্য এই নাম্বার প্লেটের যথেষ্ট গুরুত্ব রয়েছে৷ কিন্তু জানেন এই নাম্বার প্লেটের সূচনা কোথায়? এর ইতিহাস কী? আসুন জেনে নিই৷ ১৯ শতকের শেষের দিকে এই নাম্বার প্লেট বসানোর কাজ শুরু হয়৷ আসলে ক্রমবর্ধমান যানবাহনের চাপ ও দুর্ঘটনা এড়াতে এই নাম্বার প্লেট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ যাতে সহজেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে চিহ্নিত করা সম্ভব সাল ১৮৯৩ ফ্রান্সে প্রথম যানবাহনে নম্বর প্লেট স্থাপন করার প্রক্রিয়া শুরু হয়৷ তারপর ধীরে ধীরে সেখানে সমস্ত গাড়ির জন্য নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক করে তুলেছে৷ তখন নম্বর প্লেটে গাড়ির রেজিট্রেশনও দেওয়া থাকত৷ এর ফলে পুলিশ সেগুলো শনাক্ত করতে পারে৷ স্বাধীনতা পরবর্তী কালে ভারতেও গাড়িতে নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করে দেওয়া হয়৷ এই নম্বর প্লেটের মাধ্যমে গাড়ির ধরন, রাজ্যের কোড এবং রেজিট্রেশন নম্বর পাওয়া যায়৷