Longest Animal On Earth

General Knowledge: লম্বায় ১৫৪ ফিট, বিশ্বের সবথেকে লম্বা প্রাণীর নাম বলতে পারবেন? নীল তিমি নয় কিন্তু

এই জীব জগৎ বড়-ই অদ্ভুত! প্রতিটি বাঁকে তার কত না চমক! কতরকম প্রাণী, তাদের কতরকম বৈশিষ্ট্য! কেউ ভীষণ ছোট, কেউ বা বিশালাকায়, কেউ নাক দিয়ে খায়, কার-ও বা হৃৎপিণ্ড রয়েছে মাথায়, কেউ সারাদিন ঘুমায়, আবার এমন প্রাণীও আছে যে গোটা জীবদ্দশায় একফোঁটাও ঘুমায় না! আচ্ছা বলুন তো, এই বিশ্বের সবথেকে লম্বা প্রাণী কোনটা?
এই জীব জগৎ বড়-ই অদ্ভুত! প্রতিটি বাঁকে তার কত না চমক! কতরকম প্রাণী, তাদের কতরকম বৈশিষ্ট্য! কেউ ভীষণ ছোট, কেউ বা বিশালাকায়, কেউ নাক দিয়ে খায়, কার-ও বা হৃৎপিণ্ড রয়েছে মাথায়, কেউ সারাদিন ঘুমায়, আবার এমন প্রাণীও আছে যে গোটা জীবদ্দশায় একফোঁটাও ঘুমায় না! আচ্ছা বলুন তো, এই বিশ্বের সবথেকে লম্বা প্রাণী কোনটা?
নিশ্চয়-ই ভাবছেন বিশ্বের সবথেকে লম্বা প্রাণী হল নীল তিমি মাছ বা ব্লু-ওয়েল। কিন্তু উত্তরটা ভুল। ব্লু-ওয়েল বিশ্বের সবথেকে লম্বা প্রাণী নয়। আরেকটি প্রাণী রয়েছে, লম্বায় যে নীল তিমিকেও ছাপিয়ে গিয়েছে। নামটা বলতে পারবেন?
নিশ্চয়-ই ভাবছেন বিশ্বের সবথেকে লম্বা প্রাণী হল নীল তিমি মাছ বা ব্লু-ওয়েল। কিন্তু উত্তরটা ভুল। ব্লু-ওয়েল বিশ্বের সবথেকে লম্বা প্রাণী নয়। আরেকটি প্রাণী রয়েছে, লম্বায় যে নীল তিমিকেও ছাপিয়ে গিয়েছে। নামটা বলতে পারবেন?
বৈজ্ঞানিকদের মতে, বিশ্বের সবথেকে লম্বা প্রাণীটির নাম হল সিফোনোফোর। 'ওয়ার্ল্ড রেজিস্টার অফ মেরিন স্পিসিজ'-এর তথ্য অনুযায়ী বর্তমানে ১৭৫ টি প্রজাতির সিফোনোফোর আছে।
বৈজ্ঞানিকদের মতে, বিশ্বের সবথেকে লম্বা প্রাণীটির নাম হল সিফোনোফোর। ‘ওয়ার্ল্ড রেজিস্টার অফ মেরিন স্পিসিজ’-এর তথ্য অনুযায়ী বর্তমানে ১৭৫ টি প্রজাতির সিফোনোফোর আছে।
বৈজ্ঞানিকদের মতে, বিশ্বের সবথেকে লম্বা প্রাণীটির নাম হল সিফোনোফোর। 'ওয়ার্ল্ড রেজিস্টার অফ মেরিন স্পিসিজ'-এর তথ্য অনুযায়ী বর্তমানে ১৭৫ টি প্রজাতির সিফোনোফোর আছে।
বৈজ্ঞানিকদের মতে, বিশ্বের সবথেকে লম্বা প্রাণীটির নাম হল সিফোনোফোর। ‘ওয়ার্ল্ড রেজিস্টার অফ মেরিন স্পিসিজ’-এর তথ্য অনুযায়ী বর্তমানে ১৭৫ টি প্রজাতির সিফোনোফোর আছে।
২০২০ সালের ৬ এপ্রিল Schmidt Ocean Institute জানায় পৃথিবীর সবথেকে লম্বা প্রাণীর খোঁজ মিলেছে। সেটি ছিল আ্যাপোলেমিয়া সিফোনোফোর। সেটি ছিল প্রায় ১৫৪ ফিট লম্বা। এখন-ও পর্যন্ত সবচেয়ে বড় নীল তিমি মাছটি ছিল ৯৮ ফিটের।
২০২০ সালের ৬ এপ্রিল Schmidt Ocean Institute জানায় পৃথিবীর সবথেকে লম্বা প্রাণীর খোঁজ মিলেছে। সেটি ছিল আ্যাপোলেমিয়া সিফোনোফোর। সেটি ছিল প্রায় ১৫৪ ফিট লম্বা। এখন-ও পর্যন্ত সবচেয়ে বড় নীল তিমি মাছটি ছিল ৯৮ ফিটের।
সিফোনোফোর-এর গঠন অত্যন্ত জটিল। আপাতভাবে মনে হবে এটি একটি স্বতন্ত্র জীব, কিন্তু আদতে এটি কলোনিয়াল প্রাণী যা মেডুসয়েড এবং পলিপয়েড জুয়েডের সমন্বয়ে গঠিত।
সিফোনোফোর-এর গঠন অত্যন্ত জটিল। আপাতভাবে মনে হবে এটি একটি স্বতন্ত্র জীব, কিন্তু আদতে এটি কলোনিয়াল প্রাণী যা মেডুসয়েড এবং পলিপয়েড জুয়েডের সমন্বয়ে গঠিত।
সিফোনোফোর-এর কিছু প্রজাতি আলো উৎপন্ন করে। এর মাধ্যমে তারা শিকারকে আকর্ষণ করে। এদের প্রধান খাদ্য ছোট মাছ, শামুক-সহ ছোট-ছোট সামুদ্রিক প্রাণী।

সিফোনোফোর-এর কিছু প্রজাতি আলো উৎপন্ন করে। এর মাধ্যমে তারা শিকারকে আকর্ষণ করে। এদের প্রধান খাদ্য ছোট মাছ, শামুক-সহ ছোট-ছোট সামুদ্রিক প্রাণী।