প্রেমিককে বিয়ে করে জার্মানি থেকে ভারতে, গ্রামের পেঁয়াজ ক্ষেতে চাষ করছেন বিদেশিনী বধূ

প্রেমের টানে দেশকালের বেড়াজাল ভেঙে ফেলার নজির নতুন নয়। সেই তালিকায় নতুন সংযোজন জার্মান তরুণী, জুলি। ভারতীয় যুবক অর্জুন শর্মাকে বিয়ে করে তিনি গত ২ বছর ধরে ভারতেই আছেন। শুধু বসবাসই নয়। রীতিমতো মিলেমিশে গিয়েছেন এ দেশের সংস্কৃতি ও রীতি নীতির সঙ্গে। বিদেশিনীর দেশি রূপ দেখতে ইনস্টাগ্রামে উপচে পড়ে ভিড়। জুলির ইনস্টা অনুরাগীর সংখ্যা এখন ২ লক্ষ ২৩ হাজারেরও বেশি।

‘নমস্তে জুলি’ নামে ওই পেজে তিনি পোস্ট করেছেন খেতিবাড়ির করার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে গ্রামের ক্ষেতে বসে দক্ষ হাতে জমিতে নিরেন দিচ্ছেন তিনি৷ এর পর ওই চষা জমিতে পোঁতা হবে পেঁয়াজ গাছ৷ তিনি জমি তৈরি করছেন পেঁয়াজ চাষের জন্য৷ তাঁর ভিডিও রেকর্ড করেছেন স্বামী অর্জুন৷ সেখানে জুলি বলেছেন জমিতে চাষ করা আসলে খুব মজাদার অভিজ্ঞতা৷

আরও পড়ুন :  আয়ার হাতে অপহৃত শিশু আজ মধ্যবয়সিনী, ৫১ বছর পর ফিরলেন পরিবারের কাছে

 

জার্মানির মেয়ে, ভারতের বধূ জুলির কথায় ‘‘আমার শ্বাশুড়ি মা আমাকে এভাবে দেখে সবথেকে খুশি৷ তবে সত্যি বলতে কী, পরিবারের সঙ্গে সাধারণ জীবনযাপন আমি খুব উপভোগ করি৷ গত ১ মাস শ্বশুরবাড়ির গ্রামে এসে থাকছি৷ পরিবারের সঙ্গে এবং প্রকৃতির কাছাকাছি থাকতে পারে আমি খুব খুশি৷’’ এ কথা লিখেছেন তিনি ক্যাপশনে৷

 

জুলির এই ভিডিও লাইক পেয়েছে ১০ লক্ষের বেশি৷ জুলির মিষ্টি কণ্ঠে ভাঙা ভাঙা হিন্দি বুলিও খুব ভাল লেগেছে নেটিজেনদের৷ বিদেশিনীকে ভারতীয় সংস্কৃতি আপন করে নিতে দেখে অভিভূত নেটিজেনরা৷