Viral Video: সামনে থেকে বাঘ দেখতে গিয়ে বিপত্তি, জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর কাণ্ড! দেখুন ভিডিও

#কলকাতা: সুন্দরবনে বেড়াতে গিয়ে ইদানিং অনেকেই বনের রাজার দর্শন পাচ্ছেন৷ কিন্তু দূর থেকে বাঘ দেখতে হচ্ছে বলে আফশোসও করেন অনেকে৷ কিন্তু খুব সামনে থেকে বাঘ দেখার অভিজ্ঞতাও যে খুব একটা সুখকর হয় না, তার প্রমাণ হিসেবে সামনে এল একটি ভাইরাল ভিডিও৷ যে ভিডিও থেকে একটা বিষয় পরিষ্কার, বনে গিয়ে বনের নিয়ম না ভাঙাই ভাল৷ বিশেষত বাঘ মামার মেজাজ বিগড়ে গেলে তার ফলে হতে পারে ভয়ঙ্কর৷

সম্প্রতি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুরেন্দ্র মেহরা একটি ভিডিও ট্যুইট করেন৷ সেই ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলে জিপে করে সাফারি করার সময় কয়েকজন ভাগ্যবান পর্যটক একটি বাঘের দর্শন পান৷ কিন্তু বাঘ দেখেই ক্ষান্ত হননি তাঁরা৷ বাঘকে আরও ভাল ভাবে দেখার জন্য এক জায়গাতেই ঠায় দাঁড়িয়ে থাকেন তাঁরা৷

ওই পর্যটকরা হয়তো অপেক্ষায় ছিলেন, জঙ্গলের ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসলে বাঘটিকে আরও ভাল ভাবে দেখা যাবে৷ কিন্তু এর ফল হয় উল্টো৷ মুহূর্তের মধ্যে গর্জন করতে করতে পর্যটক বোঝাই জিপটির দিকে এগিয়ে আসে বাঘটি৷

আরও পড়ুন: ছিঃ! সংসারে নিত্য অশান্তি, স্ত্রীর সঙ্গে যা করল স্বামী! শুনলে চমকে উঠবেন

সঙ্গে সঙ্গে পর্যটকরা চিৎকার করে ওঠেন৷ জিপের চালকও গাড়িটি নিয়ে এগিয়ে যেতে শুরু করেন৷ বাঘটি অবশ্য কিছুটা এগিয়ে এসেই ফের জঙ্গলের ভিতরে ফিরে যায়৷ তার এলাকায় মানুষের অনুপ্রবেশ যে তার বিশেষ পছন্দ নয়, সেটাই যেন বুঝিয়ে দিয়ে যায় বাঘটি৷

ভিডিওটি দেখে আঁতকে উঠেছেন অনেকেই৷ তবে নেট ব্যবহারকারীদের অধিকাংশই কমেন্ট করে বুঝিয়ে দিয়েছেন, জঙ্গলে গিয়ে বহু পর্যটকই প্রাণিদের উত্যক্ত করতে শুরু করেন৷ যার ফলে এমন ঘটনা ঘটে যায়৷

যদিও এই ঘটনা কোন জঙ্গলে অথবা কবে ঘটেছে, তার কোনও উল্লেখ ভিডিওটিতে নেই৷