অবসর নিলেন মুলার৷

Thomas Muller retirement: জার্মানির হয়ে আর মাঠে নামবেন না মুলার, ইউরো থেকে বিদায়ের পরই ঘোষণা বায়ার্ন তারকার

মিউনিখ: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মানি ফুটবল দলের অন্যতম তারকা সদস্য থমাস মুলার৷ ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে জার্মানি বিদায় নেওয়ার পরই এই সিদ্ধান্ত নিলেন জার্মানি এবং বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার৷ ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী জার্মান দলের অন্যতম সদস্য ছিলেন মুলার৷

১৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে জার্মানির হয়ে মোট ১৩১টি ম্যাচে খেলেছেন মুলার৷ লোথার ম্যাথিউজ এবং মিরোস্লাভ ক্লোজের পর মুলারই জার্মানির হয়ে সবথেকে বেশি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন৷

আরও পড়ুন: কোপা জিতে মোট কত টাকা পেল মেসির আর্জেন্টিনা? কলম্বিয়ার হল কত লক্ষ্মীলাভ

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা করে মুলার জানিয়েছেন, ১৪ বছর আগে যখন প্রথম জার্মানির হয়ে মাঠে নেমেছিলাম, তখনও এত স্বপ্ন দেখিনি৷ গত ১৪ বছরে জার্মানির হয়ে আমরা একসঙ্গে সাফল্য উদযাপন করেছি, আবার কোনও কোনও সময় চোখের জলও ফেলেছি৷

জার্মানির হয়ে মোট চারটি বিশ্বকাপে খেলেছেন মুলার৷ এর পাশাপাশি চারটি ইউরো কাপেও জার্মান দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি৷ মাঝমাঠে খেলেও জার্মানির হয়ে ৪৫টি গোল করেছেন মুলার৷ জার্মানির হয়ে সর্বাধিক গোলদাতাদের তালিকায় মুলার রয়েছেন ৭ নম্বরে৷ প্রসঙ্গত, ইউরো কাপের কোর্য়াটার ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর মুলারের আর এক সতীর্থ টনি ক্রুসও অবসর ঘোষণা করেছেন৷