সবচেয়ে সস্তায় মিলবে iPhone 15, দাম পড়বে মাত্র ৬৮,৯৯৯ টাকা, কীভাবে কিনবেন দেখুন

iPhone 15 কেনার ইচ্ছে? কিন্তু পকেটে অত রেস্ত নেই। তাতে কী হয়েছে! iPhone 15 কেনার এটাই সেরা সময়। ফ্লিপকার্ট নিয়ে এসেছে বিশাল ডিসকাউন্ট। সবচেয়ে সস্তায় মিলছে আইফোনের সর্বশেষ সংস্করণ। ফ্লিপকার্ট প্লাস ইউজাররা এখন iPhone 15 পেয়ে যাবেন মাত্র ৬৮,৯৯৯ টাকায়। অর্থাৎ প্রায় ১০,৯০১ টাকা ছাড়।
iPhone 15 কেনার ইচ্ছে? কিন্তু পকেটে অত রেস্ত নেই। তাতে কী হয়েছে! iPhone 15 কেনার এটাই সেরা সময়। ফ্লিপকার্ট নিয়ে এসেছে বিশাল ডিসকাউন্ট। সবচেয়ে সস্তায় মিলছে আইফোনের সর্বশেষ সংস্করণ। ফ্লিপকার্ট প্লাস ইউজাররা এখন iPhone 15 পেয়ে যাবেন মাত্র ৬৮,৯৯৯ টাকায়। অর্থাৎ প্রায় ১০,৯০১ টাকা ছাড়।
কীভাবে ৬৮,৯৯৯ টাকায় মিলবে iPhone 15? সে কথায় যাওয়ার আগে বলে রাখা ভাল, iPhone 15-এর মূল দাম ৭৯,৯০০ টাকা। ফ্লিপকার্টে এর দাম রাখা হয়েছে ৭২,৯৯৯ টাকা।
কীভাবে ৬৮,৯৯৯ টাকায় মিলবে iPhone 15? সে কথায় যাওয়ার আগে বলে রাখা ভাল, iPhone 15-এর মূল দাম ৭৯,৯০০ টাকা। ফ্লিপকার্টে এর দাম রাখা হয়েছে ৭২,৯৯৯ টাকা।
এখন ৪ হাজার ডিসকাউন্ট পেতে চাইলে এইচডিএফসি-র ক্রেডিট কার্ড দিয়ে চেক আউট করতে হবে। তাহলেই iPhone 15 পাওয়া যাবে ৬৮,৯৯৯ টাকায়। বলাবাহুল্য, গত সেপ্টেম্বরে iPhone 15 আসার পর এটাই সবচেয়ে সস্তা ডিল। ডায়নামিক আইল্যান্ড ফিচারের আইফোন কিনতে চাইলে এর থেকে ভাল বিকল্প আর কিছু নেই।
এখন ৪ হাজার ডিসকাউন্ট পেতে চাইলে এইচডিএফসি-র ক্রেডিট কার্ড দিয়ে চেক আউট করতে হবে। তাহলেই iPhone 15 পাওয়া যাবে ৬৮,৯৯৯ টাকায়। বলাবাহুল্য, গত সেপ্টেম্বরে iPhone 15 আসার পর এটাই সবচেয়ে সস্তা ডিল। ডায়নামিক আইল্যান্ড ফিচারের আইফোন কিনতে চাইলে এর থেকে ভাল বিকল্প আর কিছু নেই।
তবে হ্যাঁ, একটা সতর্কতা রয়েছে। এইচডিএফসি-র ক্রেডিট কার্ডের মাধ্যমে মাত্র ৬৮,৯৯৯ টাকায় iPhone 15 কিনতে পারবেন শুধুমাত্র ফ্লিপকার্ট প্লাসের ইউজাররাই। নন-প্লাস ইউজারদের জন্য এর দাম ৭৪,৯৯৯ টাকা।
তবে হ্যাঁ, একটা সতর্কতা রয়েছে। এইচডিএফসি-র ক্রেডিট কার্ডের মাধ্যমে মাত্র ৬৮,৯৯৯ টাকায় iPhone 15 কিনতে পারবেন শুধুমাত্র ফ্লিপকার্ট প্লাসের ইউজাররাই। নন-প্লাস ইউজারদের জন্য এর দাম ৭৪,৯৯৯ টাকা।
আগামী বছরগুলোতে বাজার কাঁপাবে iPhone 15। এমনটাই মনে করছেন টেক বিশেষজ্ঞরা। বিশেষ করে লেটেস্ট ভ্যানিলা আইফোন মডেল। এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার মতো ফিচার। ২৪ মেগাপিক্সেলের স্টিল ফটো উঠবে। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরায় শ্যুট করা যাবে হাই কোয়ালিটির ৪কে ভিডিও। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একেবারে আদর্শ।
আগামী বছরগুলোতে বাজার কাঁপাবে iPhone 15। এমনটাই মনে করছেন টেক বিশেষজ্ঞরা। বিশেষ করে লেটেস্ট ভ্যানিলা আইফোন মডেল। এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার মতো ফিচার। ২৪ মেগাপিক্সেলের স্টিল ফটো উঠবে। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরায় শ্যুট করা যাবে হাই কোয়ালিটির ৪কে ভিডিও। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একেবারে আদর্শ।
বলে রাখা ভাল, এই ডিসকাউন্ট iPhone 15-এর ১২৮ জিবি মডেলের জন্য। আরও স্টোরেজ চাইলে ২৫৬ জিবি মডেল কিনতে হবে। কিন্তু তাতে এই ছাড় মিলবে না। অবশ্য ফ্লিপকার্ট প্রজাতন্ত্র দিবসের সেল নিয়ে আসছে। সেল শুরু হবে ১৩ জানুয়ারি থেকে। এতে আরও সস্তায় আইফোন মিলতে পারে বলে আশা করছেন অনেকেই।
বলে রাখা ভাল, এই ডিসকাউন্ট iPhone 15-এর ১২৮ জিবি মডেলের জন্য। আরও স্টোরেজ চাইলে ২৫৬ জিবি মডেল কিনতে হবে। কিন্তু তাতে এই ছাড় মিলবে না। অবশ্য ফ্লিপকার্ট প্রজাতন্ত্র দিবসের সেল নিয়ে আসছে। সেল শুরু হবে ১৩ জানুয়ারি থেকে। এতে আরও সস্তায় আইফোন মিলতে পারে বলে আশা করছেন অনেকেই।
প্রসঙ্গত, ভারতেই iPhone 15-এর উৎপাদন শুরু হয়েছে। তামিলনাড়ুর শ্রীপেদামবুদুরের ফক্সকন ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে iPhone 15। অ্যাপল সদস্যই আইফোন সিরিজের বেস মডেল তৈরি শুরু করেছে। তবে ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোন শুধু ভারতেই বিক্রি হবে না কি বিদেশেও রফতানি হবে, তা জানা যায়নি।
প্রসঙ্গত, ভারতেই iPhone 15-এর উৎপাদন শুরু হয়েছে। তামিলনাড়ুর শ্রীপেদামবুদুরের ফক্সকন ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে iPhone 15। অ্যাপল সদস্যই আইফোন সিরিজের বেস মডেল তৈরি শুরু করেছে। তবে ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোন শুধু ভারতেই বিক্রি হবে না কি বিদেশেও রফতানি হবে, তা জানা যায়নি।