Gold Price: নভেম্বরে ৭৬ হাজার টাকা ছাড়িয়ে যাবে সোনার দাম ? কী বলছেন মার্কেট বিশেষজ্ঞরা

দেশে এখন সোনার দাম ৭২ হাজার টাকার ওপরে। এরই মধ্যে শনিবার অর্থাৎ ৭ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর উৎসবের মধ্য দিয়ে দেশেও উৎসবের মরশুম শুরু হচ্ছে। দুর্গাপূজার পরেই আবার দেশে বিয়ের মরশুম শুরু হবে নভেম্বর মাস থেকে। তাই সোনার দাম আরও বাড়ার আশঙ্কায় সোনার গয়নার চাহিদা ইতিমধ্যেই ৫০ শতাংশ বেড়েছে।
দেশে এখন সোনার দাম ৭২ হাজার টাকার ওপরে। এরই মধ্যে শনিবার অর্থাৎ ৭ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর উৎসবের মধ্য দিয়ে দেশেও উৎসবের মরশুম শুরু হচ্ছে। দুর্গাপূজার পরেই আবার দেশে বিয়ের মরশুম শুরু হবে নভেম্বর মাস থেকে। তাই সোনার দাম আরও বাড়ার আশঙ্কায় সোনার গয়নার চাহিদা ইতিমধ্যেই ৫০ শতাংশ বেড়েছে।
এখন ইতিমধ্যেই বিয়ের জন্য সোনার গয়নার কেনাকাটা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী উৎসবের সময় সোনার দাম ৭৬,০০০ টাকা ছাড়িয়ে যেতে পারে।
এখন ইতিমধ্যেই বিয়ের জন্য সোনার গয়নার কেনাকাটা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী উৎসবের সময় সোনার দাম ৭৬,০০০ টাকা ছাড়িয়ে যেতে পারে।
দাম আরও বাড়ার আশঙ্কায় নভেম্বর-ডিসেম্বরের বিয়ের কেনাকাটা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। বামন হরি পেঠের অংশীদার আশিস পেঠে জানান, দীপাবলির সময় সোনার দাম বাড়ে। সম্প্রতি সরকারের শুল্ক কমানোর কারণে দামে সংশোধন এসেছে।
দাম আরও বাড়ার আশঙ্কায় নভেম্বর-ডিসেম্বরের বিয়ের কেনাকাটা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। বামন হরি পেঠের অংশীদার আশিস পেঠে জানান, দীপাবলির সময় সোনার দাম বাড়ে। সম্প্রতি সরকারের শুল্ক কমানোর কারণে দামে সংশোধন এসেছে।
এখনও পর্যন্ত, বিগত বছরগুলির মতো একই প্রবণতা দেখা যায়নি। আগে নভেম্বরের বিয়ের জন্য, এক মাস আগে থেকেই কেনাকাটা শুরু করা হত। তবে এই বছর নভেম্বরের বিয়ের সময় সোনার দাম আরও বাড়ার আশঙ্কা থাকায়, মানুষ এখন থেকে সোনার গয়না কিনছে।
এখনও পর্যন্ত, বিগত বছরগুলির মতো একই প্রবণতা দেখা যায়নি। আগে নভেম্বরের বিয়ের জন্য, এক মাস আগে থেকেই কেনাকাটা শুরু করা হত। তবে এই বছর নভেম্বরের বিয়ের সময় সোনার দাম আরও বাড়ার আশঙ্কা থাকায়, মানুষ এখন থেকে সোনার গয়না কিনছে।
বিশেষজ্ঞদের মতে বছর শেষে সোনা ৭৬ হাজার টাকা ছাড়িয়ে যাবে। সেপ্টেম্বরে আমেরিকায় রেট কমানো হলে সোনার দামে নড়াচড়া হবে। রেট কমানোর পর সোনার দাম হবে ৭১,৫০০-৭২,০০০ টাকার কাছাকাছি। উৎসব ও বিয়ের মরশুমকে সামনে রেখে সোনার দাম আগের সর্বোচ্চ সীমা অতিক্রম করে নতুন শীর্ষে উঠতে পারে। অর্থাৎ সোনার দাম বাড়বে বলে আশা করা হচ্ছে এবং এর আগের সর্বোচ্চ ৭৬,০০০ টাকা অতিক্রম করবে।
বিশেষজ্ঞদের মতে বছর শেষে সোনা ৭৬ হাজার টাকা ছাড়িয়ে যাবে। সেপ্টেম্বরে আমেরিকায় রেট কমানো হলে সোনার দামে নড়াচড়া হবে। রেট কমানোর পর সোনার দাম হবে ৭১,৫০০-৭২,০০০ টাকার কাছাকাছি। উৎসব ও বিয়ের মরশুমকে সামনে রেখে সোনার দাম আগের সর্বোচ্চ সীমা অতিক্রম করে নতুন শীর্ষে উঠতে পারে। অর্থাৎ সোনার দাম বাড়বে বলে আশা করা হচ্ছে এবং এর আগের সর্বোচ্চ ৭৬,০০০ টাকা অতিক্রম করবে।
গণেশ চতুর্থীর কারণে সোনার বিক্রি বেড়েছে ৫০ শতাংশ। গণেশ চতুর্থীর কারণে সোনার চাহিদা বাড়তে শুরু করেছে। বামন হরি পেঠের অংশীদার আশিস পেঠে জানান, ২৫-৫০ বছর আগে যে বিক্রি হত বিগত ৮ বছরে তা হয়নি।
গণেশ চতুর্থীর কারণে সোনার বিক্রি বেড়েছে ৫০ শতাংশ। গণেশ চতুর্থীর কারণে সোনার চাহিদা বাড়তে শুরু করেছে। বামন হরি পেঠের অংশীদার আশিস পেঠে জানান, ২৫-৫০ বছর আগে যে বিক্রি হত বিগত ৮ বছরে তা হয়নি।
এই বছর বাজারে ক্রয়ক্ষমতা বৃদ্ধি ও মূল্যবৃদ্ধির আশঙ্কায় সোনার গয়নার বিক্রি বাড়তে শুরু করেছে। পেঠে জানান, বিগত বছরের তুলনায় এই বছর সোনার গয়নার বিক্রি ৫০ শতাংশ বেড়েছে মানুষ গণেশের জন্যও গয়না কিনছে। এই বছর মহারাষ্ট্রে গণেশ চতুর্থীর উপলক্ষ্যে মানুষ গণেশের জন্য সোনার দূর্বা, লাড্ডু, গয়না কিনছে।
এই বছর বাজারে ক্রয়ক্ষমতা বৃদ্ধি ও মূল্যবৃদ্ধির আশঙ্কায় সোনার গয়নার বিক্রি বাড়তে শুরু করেছে। পেঠে জানান, বিগত বছরের তুলনায় এই বছর সোনার গয়নার বিক্রি ৫০ শতাংশ বেড়েছে মানুষ গণেশের জন্যও গয়না কিনছে। এই বছর মহারাষ্ট্রে গণেশ চতুর্থীর উপলক্ষ্যে মানুষ গণেশের জন্য সোনার দূর্বা, লাড্ডু, গয়না কিনছে।