শিলিগুড়ির মেয়ে দেবস্মিতা সরস্বতী

Miss Glam India 2024: ১৮ বছর বয়সেই কামাল! মিস গ্ল্যাম ইন্ডিয়া ইন্টারন্যাশনালের খেতাব শিলিগুড়ির দেবস্মিতার 

শিলিগুড়ি : ১৮ বছর বয়সেই মিস গ্ল্যাম ইন্ডিয়ার সম্মান। মিস গ্ল্যাম ইন্ডিয়া ইন্টারন্যশনাল খেতাব জিতল শিলিগুড়ির মেয়ে দেবস্মিতা সরস্বতী । গ্ল্যাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ২০২৪ অনুষ্ঠিত হয় গোয়ায়। প্রায় ১০০ জন প্রতিযোগী গোটা ভারত থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয়। তার মধ্যে মিস গ্ল্যাম ইন্ডিয়া বিভাগে তাদের সবাইকে পেছনে ফেলে মিস গ্ল্যম ইন্ডিয়া ইন্টারন্যশনাল ২০২৪-এর বিজয়ী শিলিগুড়ির মেয়ে দেবস্মিতা সরস্বতী।

২০২০ সাল থেকে মডেলিংয়ে যাত্রা শুরু। করোনা আবহের পর সব কিছু স্বাভাবিক হতেই আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সেরার শিরোপা মাথায় তুলে নেন। ছোটবেলায় টিভি শো দেখে প্রথম ইচ্ছে জাগে মডেলিং করার। তারপর কারও কাছে না শিখেই নিজেই একাই বাড়িতে প্র্যাকটিস করা শুরু করেন। প্রথম প্রথম বাবা-মার অনিচ্ছা থাকলেও পরের দিকে তাকে সাপোর্ট করছিল বলে জানায় দেবস্মিতা । এর আগে আসামে অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় খেতাব জয় করে ফিরেছিল দেবস্মিতা , তার পরে এই মিস গ্লাম ইন্ডিয়া ইন্টারন্যশনাল প্রতিযোগিতায় সেরার শিরোপা তুলে নিল শিলিগুড়ির মেয়ে ।

আরও পড়ুন: মুখে মাস্ক, চোখে সানগ্লাস, মাথা আঁচলে ঢাকা…! ইডিকে তালা খুলে দিয়েই বিস্ফোরক সন্দীপের স্ত্রী! কী বললেন সঙ্গীতা?

এই প্রতিযোগিতায়, ফিটনেস রাউন্ড ট্যালেন্ট রাউন্ড, ইন্ট্রোডাকশন রাউন্ড, প্রশ্ন-উত্তর রাউন্ড, ফটোশুট রাউন্ড, ট্র্যাডিশনাল রাউন্ড এবং শেষে রাম্প ওয়াক করে সমস্ত প্রতিযোগীকে পেছনে ফেলে দেন দেবস্মিতা। দেবস্মিতার পাখির চোখ এবারে মিস ডিভা, তারপর মিস ইউনিভার্স এবং সর্বশেষ মিস ওয়ার্ল্ড। এই খেতাব পেয়ে নিতান্তই খুশি দেবস্মিতা এবং তার পরিবারের লোকজন। দেবস্মিতা জানায়, ‘আমি কোনদিনও ভাবতে পারিনি আমি এই প্রতিযোগিতা জয় করতে পারব। তবে পরিশ্রম করতাম, বাড়ির সকলে প্রচন্ড সাহস যুগিয়েছে আমায়।’