ভারত বাংলাদেশ সীমান্ত 

বাইকের ভেতর তল্লাশিতেই চক্ষু চড়কগাছ! সীমান্তে উদ্ধার ৭০ লক্ষ টাকার সোনা

বসিরহাট: ভারত বাংলাদেশ সীমান্তে ৭০ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা।

বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসে বাংলাদেশ হয়ে ভারতীয় সীমন্ত সুরক্ষা বাহিনীর নজর এড়িয়ে হাকিমপুর এলাকায় প্রচুর সোনা ঢুকিয়েছে পাচারকারীরা।

আরও পড়ুন- নৃশংস! রক্তে ভাসল চারিদিক, গলা কেটে খুন তরুণীকে, হাড়হিম ঘটনায় চাঞ্চল্য এলাকায়

খবর পেয়ে সতর্ক হয় ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। এদিন টহল দেওয়ার সময় সন্দেহ হওয়ায় এক বাইক আরোহীকে তল্লাশি করতেই বেরিয়ে আসে বিশাল অঙ্কের সোনা।

ওই সোনার বিস্কুটগুলো একটি মোটরবাইকের ভিতরে করে বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিল। হাকিমপুর চেকপোস্টে মোটর বাইক-সহ ধৃত সেলিম মন্ডলকে আটক করে তল্লাশি করতেই বেরিয়ে আসে আট পিস সোনার বিস্কুট। যার বাজার মূল্য প্রায় ৭০ লক্ষ টাকার বেশি।

ইতিমধ্যেই সোনার বিস্কুট সহ ধৃত সেলিম মন্ডলকে তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। জানা যায়, ধৃত সেলিম মন্ডলের বাড়ি স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্তে।

আরও পড়ুন- ট্রেন লেট হলেও চিন্তা নেই! নামমাত্র খরচে বাসেই আসুন বেলদা থেকে কলকাতা

এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের কোনও যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে সীমান্ত রক্ষী বাহিনী।

জুলফিকার মোল্যা