লাইফস্টাইল Gold Mines Of India: শুধু গল্পে পড়া আফ্রিকা নয়, ভারতেও আছে সোনার খনি, কোথায় বলুন তো? উত্তরটায় চমকে উঠবেন Gallery October 13, 2024 Bangla Digital Desk শুধু গল্পে পড়া আফ্রিকা নয়, আমাদের ভারতেও কিন্তু রয়েছে সোনার খনি, যার কথা অনেকেই জানেন না। প্রতি বছর ভারতে ৮০০ মেট্রিক টন সোনা ইমপোর্ট করা হয়। WGC-র মতে, ভারতে ২,১৯১.৫৩ মেট্রিক টন সোনা রয়েছে। তবে, এর অধিকংশের-ই খোঁজ পাওয়া যায় নি। বলুন তো ভারতে কোথায় সোনার খনি আছে? কোলার সোনার খনি– কর্ণাটকে এই খনিটি অবস্থিত। এটি ভারতের সবথেকে প্রাচীন সোনার খনি। এটি ভারতের সবথেকে গভীর সোনার খনি-ও। ১৮৮০ সালে ব্রিটিশরা এই খনিটি বানিয়েছিল, ২০০১ সাল পর্যন্ত কাজ চলত এখানে। মোট ৮০০ টন সোনা উৎপাদন করেছে এই সোনার খনি। হুট্টি সোনার খনি– কর্ণাটকে অবস্থিত এই সোনার খনিটি কর্ণাটক সরকারের। রায়চুর জেলায় দুটি খনি আছে– হুট্টি ও উটি। হুট্টি ভারতের একমাত্র সোনার খনি, যেটি এখন-ও সক্রিয়। প্রতি বছর ১.৮ টন সোনা উৎপাদন করে। খনিটি ২০০০ বছরের পুরনো। মহাভারত ও রামায়নেও এই সোনার খনির উল্লেখ রয়েছে। গনজুর সোনার খনি– এই সোনার খনি কর্ণাটকে অবস্থিত, গোয়ার বর্ডারে। এই খনির মালিকানা ‘ডেকান গোল্ড মাইন’ নামে একটি বেসরকারি সংস্থার। ২০২২-এ সোনা উৎপাদন করার কথা ছিল, কিন্তু ২০২১ সালে খনির মাইনিং লিজ বাতিল করে দেয় সরকার। জোন্নাগিরি সোনার খনি– এটি অন্ধ্র প্রদেশে অবস্থিত, তেলেঙ্গানার বর্ডারে। এটিই একমাত্র সোনার খনি, যেটি বেসরকারি সংস্থার মালিকাধীন। লাভা সোনার খনি– ঝারখণ্ডের চান্ডিলে অবস্থিত এই সোনার খনি। রামাগিরি সোনার খনি– এটি অন্দ্র প্রদেশে অবস্থিত। ব্রিটিশরা এই সোনার খনি থেকে প্রচুর সোনা নিষ্কাষণ করেছে। এই খনিতে চার টন সোনা রয়েছে, রয়েছে প্রচুর পরিমাণ তামা, লেড ও জিংক। বর্তমানে এই খনি এমইসিএল-এর সত্ত্বাধীন।