Gold Vastu: এছাড়া আরও একটি শুভ দিক রয়েছে। দক্ষিণ-পশ্চিম। বাস্তুশাস্ত্র অনুসারে, এই দিকটি সঞ্চয়ের। আপনি এখানে যা রাখেন তা দ্রুত ব্যয় হয় না এবং দীর্ঘ সময় ধরে থাকে।

Gold Price Today: এক ধাক্কায় অনেকটাই সস্তা হল হলুদ ধাতু, ৯০০০ টাকা কমে গেল সোনার দাম!

সোনার দাম পার করতে পারে ১ লক্ষ টাকার সীমা। এই আতঙ্কের মধ্যেই মে মাসের শেষে আচমকা সোনার দামে ব্যাপক পতন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এক ধাক্কায় সোনার দাম প্রায় অনেকটাই কম হয়েছে। সোনার দাম কম হয়েছে ১ বা ২ হাজার নয়, একবারে ৯ হাজার টাকা কম হয়েছে।
সোনার দাম পার করতে পারে ১ লক্ষ টাকার সীমা। এই আতঙ্কের মধ্যেই মে মাসের শেষে আচমকা সোনার দামে ব্যাপক পতন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এক ধাক্কায় সোনার দাম প্রায় অনেকটাই কম হয়েছে। সোনার দাম কম হয়েছে ১ বা ২ হাজার নয়, একবারে ৯ হাজার টাকা কম হয়েছে।
সোনার দামের পাশাপাশি কম হয়েছে রুপোর দামও। বিয়ের মরশুমের মধ্যে বাঙালিদের কাছে এটি একটি খুশির খবর। যাঁদের সামনে বিয়ে বা অন্য় কোনও অনুষ্ঠান আছে কিংবা প্রিয়জনকে সোনার গয়না উপহার দিতে চান, তাঁদের জন্য এর থেকে ভাল সুযোগ আর হবে না। এক নজরে দেখে নেওয়া যাক সোনার গয়না কেনার আগে আজকের দর -
সোনার দামের পাশাপাশি কম হয়েছে রুপোর দামও। বিয়ের মরশুমের মধ্যে বাঙালিদের কাছে এটি একটি খুশির খবর। যাঁদের সামনে বিয়ে বা অন্য় কোনও অনুষ্ঠান আছে কিংবা প্রিয়জনকে সোনার গয়না উপহার দিতে চান, তাঁদের জন্য এর থেকে ভাল সুযোগ আর হবে না। এক নজরে দেখে নেওয়া যাক সোনার গয়না কেনার আগে আজকের দর –
২২ ক্যারাটের সোনার দাম -- ২২ ক্যারাটের ১ গ্রাম সোনার দাম আজ ৬৬৪০ টাকা। বিগত কালের তুলনায় যা ৯০ টাকা কম হয়েছে।

- ২২ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম আজ ৬৬ হাজার ৪০০ টাকা। বিগত কালের তুলনায় যা ৯০০ টাকা কম হয়েছে।

- ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৬৪ হাজার টাকা। বিগত কালের তুলনায় যা ৯০০০ টাকা কম হয়েছে।
২২ ক্যারাটের সোনার দাম –
– ২২ ক্যারাটের ১ গ্রাম সোনার দাম আজ ৬৬৪০ টাকা। বিগত কালের তুলনায় যা ৯০ টাকা কম হয়েছে।
– ২২ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম আজ ৬৬ হাজার ৪০০ টাকা। বিগত কালের তুলনায় যা ৯০০ টাকা কম হয়েছে।
– ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৬৪ হাজার টাকা। বিগত কালের তুলনায় যা ৯০০০ টাকা কম হয়েছে।
২৪ ক্যারাটের সোনার দাম -- ২২ ক্যারাটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ২৪ ক্যারাটের ১ গ্রাম সোনার দাম ৭২৪৪ টাকা। বিগত কালের তুলনায় যা ৯৮ টাকা কম হয়েছে।

- ২৪ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম আজ ৭২ হাজার ৪৪০ টাকা। বিগত কালের তুলনায় যা ৯৮০ টাকা কম হয়েছে।

- ১০০ গ্রাম সোনার দাম আজ ৭ লক্ষ ২৪ হাজার ৪০০ টাকা। অর্থাৎ একদিনেই সোনার দাম ৯৮০০ টাকা কম হয়েছে।
২৪ ক্যারাটের সোনার দাম –
– ২২ ক্যারাটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ২৪ ক্যারাটের ১ গ্রাম সোনার দাম ৭২৪৪ টাকা। বিগত কালের তুলনায় যা ৯৮ টাকা কম হয়েছে।
– ২৪ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম আজ ৭২ হাজার ৪৪০ টাকা। বিগত কালের তুলনায় যা ৯৮০ টাকা কম হয়েছে।
– ১০০ গ্রাম সোনার দাম আজ ৭ লক্ষ ২৪ হাজার ৪০০ টাকা। অর্থাৎ একদিনেই সোনার দাম ৯৮০০ টাকা কম হয়েছে।
১৮ ক্যারাটের সোনার দাম -- ১৮ ক্যারাটের ১ গ্রাম সোনার দাম আজ ৫৪৩৩ টাকা। একদিনে যার দাম কমেছে ৭৪ টাকা।

- ১০ গ্রাম সোনার দাম আজ ৫৪ হাজার ৩৩০ টাকা। একদিনে এর দাম কমেছে ৭৪০ টাকা।

- ১০০ গ্রাম সোনার দাম আজ ৫ লক্ষ ৪৩ হাজার ৩০০ টাকা। যার দাম একদিনে ৭৪০০ টাকা কম হয়েছে।
১৮ ক্যারাটের সোনার দাম –
– ১৮ ক্যারাটের ১ গ্রাম সোনার দাম আজ ৫৪৩৩ টাকা। একদিনে যার দাম কমেছে ৭৪ টাকা।
– ১০ গ্রাম সোনার দাম আজ ৫৪ হাজার ৩৩০ টাকা। একদিনে এর দাম কমেছে ৭৪০ টাকা।
– ১০০ গ্রাম সোনার দাম আজ ৫ লক্ষ ৪৩ হাজার ৩০০ টাকা। যার দাম একদিনে ৭৪০০ টাকা কম হয়েছে।
রুপোর দাম-সোনার মতোই একই সঙ্গে কম হয়েছে রুপোর দাম। ১০০ গ্রাম রুপোর দাম আজ ৯২০০ টাকা। বিগত কালের তুলনায় যার দাম ৫০ টাকা কম হয়েছে। ১ কেজি রুপোর দাম আজ ৯২০০ টাকা। অর্থাৎ একদিনে এর দাম ৫০০ টাকা কম হয়েছে।
রুপোর দাম-
সোনার মতোই একই সঙ্গে কম হয়েছে রুপোর দাম। ১০০ গ্রাম রুপোর দাম আজ ৯২০০ টাকা। বিগত কালের তুলনায় যার দাম ৫০ টাকা কম হয়েছে। ১ কেজি রুপোর দাম আজ ৯২০০ টাকা। অর্থাৎ একদিনে এর দাম ৫০০ টাকা কম হয়েছে।