নন্দীগ্রামে খুন! কাজ সেরে বাড়ি ফেরার পথেই আচমকা আক্রমণ!... রক্তাক্ত দেহ ঘিরে রহস্য

Nandigram: ভোটের আগে নন্দীগ্রামে কড়া নিরাপত্তা, অন্যান্য জেলা থেকে আসছেন আইপিএস-রা

নন্দীগ্রাম: ভোটের কথা মাথায় রেখে নন্দীগ্রামে বাড়ানো হচ্ছে পুলিশি নিরাপত্তা, অন্যান্য জেলা থেকে একাধিক আইপিএস পদমর্যাদার অফিসারদের ডাকা হচ্ছে আগামী দু’দিনের জন্য। সূত্রের খবর, অন্যান্য জেলা থেকে ৯ জন অফিসারকে ডাকা হচ্ছে নির্বাচন এর কথা মাথায় রেখে। রয়েছেন তিনজন অতিরিক্ত স্পেশাল র‍্যাংকের অফিসার, একজন এসডিপিও।

আগামিকাল ও পরশু দু’দিন নন্দীগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোর জন্য থাকবে রাজ্য পুলিশের ৯ অফিসার। এছাড়া ও অতিরিক্ত ২০০ জন-এর বেশি পুলিশ কর্মী রাখা হচ্ছে শুধুমাত্র নন্দীগ্রামের জন্য। শুক্রবারের মধ্যেই এই বাহিনী ও অফিসাররা নন্দীগ্রামে পৌঁছবেন বলেই সূত্রের খবর। কোচবিহার,মালদহ,পূর্ব বর্ধমান,বীরভূম-সহ কয়েকটি জেলা থেকে আনা হচ্ছে অফিসারদের।

প্রসঙ্গত, নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে সোনাচূড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা নন্দীগ্রাম জুড়ে। যদিও এই হামলার দায় অস্বীকার করেছে তৃণমূল।