Gold Price Today: লক্ষ্মীপুজোর দিন কত হল সোনার দাম ? জানলে চমকে যাবেন !

লক্ষ্মীপুজোর দিন ফের বেড়ে গেল সোনালি ধাতুর দাম ৷ সোনার দামে প্রায় প্রতিদিনই ওঠা-নামা লেগেই রয়েছে ৷ তবে গত কয়েক মাসে হু হু করে বেশ অনেকটাই বেড়ে গিয়েছে সোনার দাম ৷ যার জেরে বর্তমানে মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে হয়ে গিয়েছে সোনা ৷ দাম আকাশছোঁয়া হলেও সোনার প্রতি মানুষের আকর্ষণ চিরকালই তুঙ্গে ৷ ফলে সোনার দামের উপর নজর থাকে সকলেরই ৷
লক্ষ্মীপুজোর দিন ফের বেড়ে গেল সোনালি ধাতুর দাম ৷ সোনার দামে প্রায় প্রতিদিনই ওঠা-নামা লেগেই রয়েছে ৷ তবে গত কয়েক মাসে হু হু করে বেশ অনেকটাই বেড়ে গিয়েছে সোনার দাম ৷ যার জেরে বর্তমানে মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে হয়ে গিয়েছে সোনা ৷ দাম আকাশছোঁয়া হলেও সোনার প্রতি মানুষের আকর্ষণ চিরকালই তুঙ্গে ৷ ফলে সোনার দামের উপর নজর থাকে সকলেরই ৷
সামনেই ধনতেরস। তারপর দীপাবলি। এই সময় সোনা কেনার ধুম পড়ে যায়। পুজো কাটলেই আবার বিয়ের মরশুম। লক্ষ লক্ষ বিয়ের জন্য কোটি কোটি টাকার সোনা কেনাবেচা হবে।
সামনেই ধনতেরস। তারপর দীপাবলি। এই সময় সোনা কেনার ধুম পড়ে যায়। পুজো কাটলেই আবার বিয়ের মরশুম। লক্ষ লক্ষ বিয়ের জন্য কোটি কোটি টাকার সোনা কেনাবেচা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসে সোনার চাহিদা বাড়তে চলেছে। দামও বাড়বে পাল্লা দিয়ে। বুলিয়ন বাজার চাঙ্গা হবে। এদিকে ইরান-ইজরায়েলের মধ্যে যে কোনও সময় যুদ্ধ লাগতে পারে। সোনার দামে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি এখন সোনা কিনে রাখার সঠিক সময় ? যদি তাই হয় তাহলে দোকানে যাওয়ার আগে অবশ্যই চেক করে নিন সোনা ও রুপোর লেটেস্ট দাম ৷
বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসে সোনার চাহিদা বাড়তে চলেছে। দামও বাড়বে পাল্লা দিয়ে। বুলিয়ন বাজার চাঙ্গা হবে। এদিকে ইরান-ইজরায়েলের মধ্যে যে কোনও সময় যুদ্ধ লাগতে পারে। সোনার দামে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি এখন সোনা কিনে রাখার সঠিক সময় ? যদি তাই হয় তাহলে দোকানে যাওয়ার আগে অবশ্যই চেক করে নিন সোনা ও রুপোর লেটেস্ট দাম ৷
অনেকেই মনে করছেন আগামী দিনে সোনার দাম বেড়ে ৮২০০০ টাকা হতে পারে ৷ স্বাভাবিক ভাবেই সোনা কেনার হিড়িক বেড়ে গিয়েছে ৷
অনেকেই মনে করছেন আগামী দিনে সোনার দাম বেড়ে ৮২০০০ টাকা হতে পারে ৷ স্বাভাবিক ভাবেই সোনা কেনার হিড়িক বেড়ে গিয়েছে ৷
আজ অর্থাৎ বুধবার ১৬ অক্টোবর কত হল সোনালি ধাতুর দাম দেখে নিন ৷
আজ অর্থাৎ বুধবার ১৬ অক্টোবর কত হল সোনালি ধাতুর দাম দেখে নিন ৷
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)