SIM Card: এক-দুই নয়, ১৮ লাখ মোবাইল সিম কার্ড বাতিল হতে চলেছে!

সাইবার ক্রাইম ও অনলাইন ফ্রডের উপর রাশ টানতে আসছে কড়া নিয়ম ৷ প্রায় ১৮ লক্ষ সিম কার্ডের কানেকশন বাতিল করা হবে ৷ চলছে লক্ষ লক্ষ টাকার ফ্রড ৷ এবার দেশের নাগরিকদের সাইবার ফ্রডের হাত থেকে বাঁচাতে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ ৷
সাইবার ক্রাইম ও অনলাইন ফ্রডের উপর রাশ টানতে আসছে কড়া নিয়ম ৷ প্রায় ১৮ লক্ষ সিম কার্ডের কানেকশন বাতিল করা হবে ৷ চলছে লক্ষ লক্ষ টাকার ফ্রড ৷ এবার দেশের নাগরিকদের সাইবার ফ্রডের হাত থেকে বাঁচাতে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ ৷
এর আগে টেলিকম সার্ভিস অপারেটর্সদের (TSPs) ২৮২০০ মোবাইল হ্যান্ডসেট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এবং পাশাপাশি সংশ্লিষ্ট ২০ লাখের বেশি কানেকশন পুনরায় যাচাই করার নির্দেশ জারি করা হয়েছে ৷
এর আগে টেলিকম সার্ভিস অপারেটর্সদের (TSPs) ২৮২০০ মোবাইল হ্যান্ডসেট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এবং পাশাপাশি সংশ্লিষ্ট ২০ লাখের বেশি কানেকশন পুনরায় যাচাই করার নির্দেশ জারি করা হয়েছে ৷
তদন্তে জানা গিয়েছে, একটি মোবাইল হ্যান্ডসেটে কয়েক হাজার মোবাইল সিম ব্যবহার করা হয় ৷ সাধারণত সাইবার ফ্রডের ক্ষেত্রে একটি সিম থেকে কয়েকটি আউটগোয়িং কল করার পর সিম বদল করে দেওয়া হয় ৷
তদন্তে জানা গিয়েছে, একটি মোবাইল হ্যান্ডসেটে কয়েক হাজার মোবাইল সিম ব্যবহার করা হয় ৷ সাধারণত সাইবার ফ্রডের ক্ষেত্রে একটি সিম থেকে কয়েকটি আউটগোয়িং কল করার পর সিম বদল করে দেওয়া হয় ৷
ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, সাধারণত সিম কার্ডের ক্ষেত্রে কেবল ১০ শতাংশ কানেকশন যাচাই করা হয় এবং বাকিগুলো ডিসকানেক্টেড হয়ে যায় ৷
ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, সাধারণত সিম কার্ডের ক্ষেত্রে কেবল ১০ শতাংশ কানেকশন যাচাই করা হয় এবং বাকিগুলো ডিসকানেক্টেড হয়ে যায় ৷
এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নেটওয়ার্ক সম্পূর্ণ ভাবে বিছিন্ন করা এবং নাগরিকদের এরকম প্রতারণা থেকে সুরক্ষিত রাখা ৷
এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নেটওয়ার্ক সম্পূর্ণ ভাবে বিছিন্ন করা এবং নাগরিকদের এরকম প্রতারণা থেকে সুরক্ষিত রাখা ৷
সাইবার ফ্রড রুখতে গত বছর প্রায় ২ লাখ সিম বাতিল করা হয়েছিল ৷ শুধু মাত্র হরিয়ানার মেওয়াতে, সরকার সম্পূর্ণ তদন্তের পরে এক সাথে ৩৭০০০-টিরও বেশি সিম কার্ড বন্ধ করে দিয়েছে।

সাইবার ফ্রড রুখতে গত বছর প্রায় ২ লাখ সিম বাতিল করা হয়েছিল ৷ শুধু মাত্র হরিয়ানার মেওয়াতে, সরকার সম্পূর্ণ তদন্তের পরে এক সাথে ৩৭০০০-টিরও বেশি সিম কার্ড বন্ধ করে দিয়েছে।
সরকার বিশ্বাস করে যে টেলিকম সংস্থাগুলিকে সিমের ব্যবহারের প্যাটার্ন সনাক্ত করতে আরও সক্রিয় হতে হবে, বিশেষ করে যেগুলি বাড়ির বাইরের সার্কেলে কেনা হয়।
সরকার বিশ্বাস করে যে টেলিকম সংস্থাগুলিকে সিমের ব্যবহারের প্যাটার্ন সনাক্ত করতে আরও সক্রিয় হতে হবে, বিশেষ করে যেগুলি বাড়ির বাইরের সার্কেলে কেনা হয়।