দিল্লির জরুরি তলব? সুকান্ত, দিলীপের সঙ্গে বৈঠক সেরেই রাজধানীর পথে রাজ্যপাল!

Governor CV Ananda Bose: দিল্লির জরুরি তলব? সুকান্ত, দিলীপের সঙ্গে বৈঠক সেরেই রাজধানীর পথে রাজ্যপাল!

কলকাতা: আরজি কর কাণ্ডে রাজ‍্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার রাজভবনে বিজেপির প্রতিনিধি দল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের সঙ্গে রাজভবনে বৈঠক করেন রাজ‍্যপাল। এদিন বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের পরেই তড়িঘড়ি রাজভবন থেকে বেরিয়ে দিল্লি রওনা দেবেন রাজ‍্যপাল।

রাজভবন সূত্রে জানা গিয়েছে, আরজি কর ইস‍্যুতে বৃহস্পতিবার রাজভবনে সুকান্ত মজুমদারের নেতৃত্বে রাজ্যপালের সঙ্গে বৈঠক করল বঙ্গ বিজেপি। বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষও। এই বৈঠকের পরেই রাজ ভবন থেকে বেরিয়ে বিমানবন্দর যাবেন সিভি আনন্দ বোস। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার জন‍্যই দিল্লি যাচ্ছেন তিনি।

আরও পড়ুন: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! কলকাতা-সহ ৮ জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি, সঙ্গে প্রবল বজ্রপাত! আবার তবে কি…

প্রসঙ্গত, আরজি কর ইস্যুতে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে পদ্ম শিবির। আজ, বৃহস্পতিবার থেকে ফের ধরনা কর্মসূচি শুরু করতে চলেছে রাজ্য বিজেপি৷ ধর্মতলায় বিজেপিকে ধরনার অনুমতি ইতিমধ্যেই দিয়েছে হাইকোর্ট৷ ৫ সেপ্টেম্বর পর্যন্ত ধরনার অনুমতি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই ধরনা৷ ধরনায় এক হাজারের বেশি জমায়েত করা যাবে না-ও বলে জানানো হয়েছে৷