যুযুধান

Governor Vs State: রাজভবন নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা? বোসের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুললেন কুণাল ঘোষ!

কলকাতা: শপথ জটিলতা একমাস অতিক্রান্ত। আর দু’দিন অপেক্ষা করবে বিধানসভা। রাজভবন শপথ নিয়ে ইতিবাচক ভূমিকা না নিলে, সাংবিধানিক রীতিতেই বিকল্প ভাবে শপথ গ্রহণের পদক্ষেপ নেবে বিধানসভা। যদিও বিধানসভার সচিবালয় আশাবাদী আগামী ৪৮ ঘন্টায় শপথ জটিলতা কাটবে।

শপথ জটিলতা না কাটলে, বিধানসভা তার মতো সিদ্ধান্ত জানাতে পারে। সেক্ষেত্রে আইনত সব রাস্তা খুলে রাখছে বিধানসভা। শপথের ব্যাপারে রাজ্যপাল দিল্লিতে থাকলেও কেন কোনও উত্তর দিচ্ছেন না চিঠির, সেই প্রশ্ন তুলছে বিধানসভা ও দুই নির্বাচিত জনপ্রতিনিধি। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, নবনির্বাচিত দুই বিধায়কের শপথ বিলম্বিত হচ্ছে। রাজভবনের কারণে অকারণে বিলম্বিত। রাজ্যপাল দিল্লিতে আছেন। শোনা যাচ্ছে দিল্লি থেকে ফিরে সিদ্ধান্ত জানাবেন। আসলে রাজ্যপালের চারপাশে কলকাতা পুলিশ সহ্য হচ্ছে না। রাজ্যপালের দিল্লিতে থাকার কারণ রাজভবনকে কেন্দ্রীয় বাহিনী পরিবৃত করা। সেই কারণেই দিল্লিতে ঘুরঘুর করছেন। তবে শপথ কবে হবে?কে করাবেন? সেটা বলবেন।

আরও পড়ুন: হাথরসে কেন শুরু হল হুড়োহুড়ি? সামনে এল ভয়ঙ্কর ‘সত্য’! গোপনও করা হচ্ছিল ‘প্রমাণ’

এরই মধ্যে কুণাল ঘোষ সহ দুই নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা করেছেন রাজ্যপাল। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ”মানহানির মামলা করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। সেখানে আমার ও দুই নির্বাচিত জনপ্রতিনিধির নাম জুড়েছেন। অকারণে পরিস্থিতি জটিল করছেন। শপথ নেওয়ার নাম নেই, তিনি তাদের নাম জড়াচ্ছেন মামলায়। অধ্যক্ষ উদারতার সঙ্গে রীতিনীতি মানছেন। নির্বাচন কমিশন তাদের বিধায়ক বলে দিয়েছেন। এর মধ্যে অকারণ জটিলতা করছেন রাজ্যপাল। কার বিরুদ্ধে মামলা করছেন, কেন করছেন জানি না। আমরা আইনত ব্যবস্থা নেব। মুখ্যমন্ত্রীর কাছে যে অভিযোগ এসেছে তার প্রেক্ষিতে তিনি কথা বলেছেন। এর সঙ্গে রাজভবনের মানহানি বা ব্যক্তিগত মানহানির বিষয় নেই। আসলে পড়ল কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে।”