Green Garlic

Green Garlic: এবার সবুজ রসুন খেয়ে দেখুন, কোলেস্টেরল-ক্যানসারের মত মারণ রোগ বশ মানবে, সর্দি-কাশি পালানোর পথ পাবে না

অনেক রান্নাতেই স্প্রিং অনিয়নের মত স্প্রিং গার্লিক বা সবুজ রসুন ব্যবহারের চাহিদা রয়েছে। রসুনের মত এই সবুজ রসুন-ও পুষ্টির ভাণ্ডার।
অনেক রান্নাতেই স্প্রিং অনিয়নের মত স্প্রিং গার্লিক বা সবুজ রসুন ব্যবহারের চাহিদা রয়েছে। রসুনের মত এই সবুজ রসুন-ও পুষ্টির ভাণ্ডার।
সবুজ রসুন আদতে কী? সবুজ রসুন হল অপরিণত রসুন। রসুনের কোয়া তৈরি হওয়ার আগেই যখন রসুনগাছ মাটি থেকে তুলে নেওয়া হয়, তখন সেই রসুনকে বলা হয় সবুজ রসুন বা স্প্রিং গার্লিক।
সবুজ রসুন আদতে কী? সবুজ রসুন হল অপরিণত রসুন। রসুনের কোয়া তৈরি হওয়ার আগেই যখন রসুনগাছ মাটি থেকে তুলে নেওয়া হয়, তখন সেই রসুনকে বলা হয় সবুজ রসুন বা স্প্রিং গার্লিক।
সবুজ রসুনে আছে অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিড্যান্ট যা কোলেস্টেরল কমায়, শরীরে প্রদাহনাশক হিসাবে কাজ করে।
সবুজ রসুনে আছে অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিড্যান্ট যা কোলেস্টেরল কমায়, শরীরে প্রদাহনাশক হিসাবে কাজ করে।
ঘনঘন সর্দি-কাশিতে ভোগেন? এর পথ্য সবুজ রসুন। এই রসুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, অক্সিডেটিভ স্ট্রেস-এর কারণে যে-সমস্ত কোষ ক্ষতিগ্রস্ত হয়, তা সারিয়ে তোলে।

ঘনঘন সর্দি-কাশিতে ভোগেন? এর পথ্য সবুজ রসুন। এই রসুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, অক্সিডেটিভ স্ট্রেস-এর কারণে যে-সমস্ত কোষ ক্ষতিগ্রস্ত হয়, তা সারিয়ে তোলে।
একাধিক গবেষণায় দেখা গিয়েছে ক্যানসারের মত ক্রনিক রোগের ঝুঁকি ঠেকাতে পারে রসুনে থাকা অ্যালিসিন।

একাধিক গবেষণায় দেখা গিয়েছে ক্যানসারের মত ক্রনিক রোগের ঝুঁকি ঠেকাতে পারে রসুনে থাকা অ্যালিসিন।
শীতকালে রসুন গাছ লাগানো হয়। বসন্তের শুরুতে উপরের সবুজ পাতা দেখা দেয়। এই সময়েই মাটি থেকে তুলে নেওয়া গাছ। নীচে যে অপরিণত রসুন থাকে, সেটিই সবুজ রসুন হিসাবে পরিচিত।

শীতকালে রসুন গাছ লাগানো হয়। বসন্তের শুরুতে উপরের সবুজ পাতা দেখা দেয়। এই সময়েই মাটি থেকে তুলে নেওয়া গাছ। নীচে যে অপরিণত রসুন থাকে, সেটিই সবুজ রসুন হিসাবে পরিচিত।