জীবন এবং স্বাস্থ্য বিমার গ্রাহকদের জন্য সুখবর৷ জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপরে জিএসটি-র বোঝা অনেকটাই কমতে চলেছে৷ এ দিন জিএসটি কাউন্সিলের তৈরি করে দেওয়া মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে এমনই প্রস্তাব গৃহীত হয়েছে৷ আগামী মাসে জিএসটি কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ৫ লক্ষ টাকা কভারেজের স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপরে কোনও জিএসটি লাগু করা হবে না৷ পাশাপাশি, প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বিমায় যত টাকার কভারেজই থাকুক না কেন, প্রিমিয়ামের উপরে কোনও জিএসটি চাপানো হবে না৷ তবে ৬০ নীচে যাঁদের বয়স, তাঁরা ৫ লক্ষ টাকার বেশি অঙ্কের মেডিক্লেম করালে এখনকার মতোই ১৮ শতাংশ হারে প্রিমিয়ামের উপরে জিএসটি বসবে৷ সাধারণ জীবন বিমার ক্ষেত্রে টার্ম লাইফ ইনস্যুরেন্সের প্রিমিয়ামের উপরেও কোনও জিএসটি না চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে৷ টার্ম লাইফ ইনস্যুরেন্সের ক্ষেত্রে একমাত্র মৃত্যু হলেই ক্ষতিপূরণ বাবদ টাকা পাওয়া যায়৷