৪১ বলে ১০০! আইপিএলে জ্বলজ্বল করছে ‘নতুন তারা’, এখনও আশা আছে কোহলিদের!

কলকাতা: আইপিএল ২০২৪-এ রবিবার উইল জ্যাকসের ঝড় দেখলেন দর্শকরা। গুজরাত টাইটান্সকে হারাল আরসিবি। সেইসঙ্গে এখনও প্লে-অফের আশা জিইয়ে রাখল বিরাট কোহলির দল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইংলিশ ব্যাটার উইল জ্যাকস গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৪১ বলে সেঞ্চুরি করেন। উইল জ্যাক এদিন শেষ ৮৩ রান করেন মাত্র ২৪ বলে।

উইল জ্যাকের এই দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাত টাইটান্সকে ৯ উইকেটে হারিয়েছে। জ্যাকস এবার ১০ নম্বর ব্যাটার হিসেবে আইপিএল ২০২৪-এ সেঞ্চুরি করেছেন৷

আরও পড়ুন- ১৬ পয়েন্ট হলেও কেন এখনও প্লে অফের টিকিট পেল না রাজস্থান? কী বলছে পয়েন্ট টেবিল

আইপিএল ২০২৪ এ রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাত টাইটান্সের ম্যাচ রোমহর্ষক ছিল। গুজরাত টাইটান্স প্রথমে ব্যাট করে ২০০ রান করে।

আরসিবি মাত্র ১৬ ওভারে এক উইকেটে ২০৬ রান করে ম্যাচ জিতে নেয়। ১৬তম ওভারের শেষ বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন উইল জ্যাকস। ওই ছক্কায় ম্যাচ জিতে নেয় আরসিবি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জয়ের নায়ক ছিলেন উইল জ্যাক ও বিরাট কোহলি। জয়ের ভিত গড়ে দেন বিরাট কোহলি (অপরাজিত ৭০) এবং অধিনায়ক ফাফ ডু প্লেসিস (২৪)।

এর পর ৪১ বলে সেঞ্চুরি করেন উইল জ্যাকস। ইংলিশ ব্যাটসম্যান উইল জ্যাকস তাঁর ইনিংসে মারেন ৫টি চার ও ১০টি ছক্কা।  এর আগে বিরাট কোহলি, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কওয়াড় আইপিএলে সেঞ্চুরি করেছেন।

আরও পড়ুন- পাকিস্তানের ক্রিকেটের দায়িত্বে আইপিএল এবং ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী কোচ

এবার টুর্নামেন্টে সর্বোচ্চ ২টি সেঞ্চুরি করেছেন জস বাটলার। জনি বেয়ারস্টো, ট্র্যাভিস হেড, সুনীল নারিন ও মার্কাস স্টয়নিসও সেঞ্চুরি করেছেন। এই ম্যাচে টুর্নামেন্টে নিজের ৫০০ রানও পূর্ণ করলেন বিরাট কোহলি।