সদ্য মা হয়েও মারকাটারি ‘ফিগার’, ভামিকার সেক্সি মাম্মা অনুষ্কা শর্মার এটাই এখন পছন্দের পোশাক, দেখুন…

*১১ জানুয়ারি মা হয়েছে অভিনেত্রী অনুষ্কা শর্মা। বিরুষ্কার কোল জুড়ে এসেছে তাঁদের 'ভামিকা'। তারপরেও কীভাবে রয়েছে অভিনেত্রীর মারকাটারি 'ফিগার'? যা নিয়ে রীতিমতো কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন নেটিজেনরা। ছবি: ইনস্টাগ্রাম। 
*১১ জানুয়ারি মা হয়েছে অভিনেত্রী অনুষ্কা শর্মা। বিরুষ্কার কোল জুড়ে এসেছে তাঁদের ‘ভামিকা’। তারপরেও কীভাবে রয়েছে অভিনেত্রীর মারকাটারি ‘ফিগার’? যা নিয়ে রীতিমতো কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন নেটিজেনরা। ছবি: ইনস্টাগ্রাম।
*মা হওয়ার আগেই বিরুষ্কা জানিয়েছিলেন, তাঁরা প্রথম থেকেই সন্তানকে প্রচারের আলোয় আনতে চান না। যখন নিজেরা বুঝবেন, তখনই ভামিকার পরিচয় করাবেন সকলের সঙ্গে। কথা রেখেছেন তাঁরা। সম্প্রতি 'ভামিকা'কে কোলে নিয়ে একটি ছবি বিরাট এবং অনুষ্কা তাঁদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন।  ছবি: ইনস্টাগ্রাম। 
*মা হওয়ার আগেই বিরুষ্কা জানিয়েছিলেন, তাঁরা প্রথম থেকেই সন্তানকে প্রচারের আলোয় আনতে চান না। যখন নিজেরা বুঝবেন, তখনই ভামিকার পরিচয় করাবেন সকলের সঙ্গে। কথা রেখেছেন তাঁরা। সম্প্রতি ‘ভামিকা’কে কোলে নিয়ে একটি ছবি বিরাট এবং অনুষ্কা তাঁদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন।  ছবি: ইনস্টাগ্রাম।
*অনুষ্কা মা হওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই বান্দ্রার ক্লিনিকে গিয়েছিলেন চেক-আপের জন্য ডেনিম জিনস এবং ওভার সাইজড শার্টে তখনই বোঝা গিয়েছিল বিন্দুমাত্র পরিবর্তন হয়নি অভিনেত্রীর চেহারার। অবিকল আগের মতোই রয়েছেন। তবে আজ রবিবার সকাল সকাল যে ছবি অনুষ্কা শেয়ার করেছেন, তাতে আরও বোঝা গিয়েছে তাঁর  চেহারার কোনও পরিবর্তন হয়নি। আগেও মতোই রয়েছেন ভামিকার সেক্সি মাম্মা।  ছবি: ইনস্টাগ্রাম। 
*অনুষ্কা মা হওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই বান্দ্রার ক্লিনিকে গিয়েছিলেন চেক-আপের জন্য ডেনিম জিনস এবং ওভার সাইজড শার্টে তখনই বোঝা গিয়েছিল বিন্দুমাত্র পরিবর্তন হয়নি অভিনেত্রীর চেহারার। অবিকল আগের মতোই রয়েছেন। তবে আজ রবিবার সকাল সকাল যে ছবি অনুষ্কা শেয়ার করেছেন, তাতে আরও বোঝা গিয়েছে তাঁর  চেহারার কোনও পরিবর্তন হয়নি। আগেও মতোই রয়েছেন ভামিকার সেক্সি মাম্মা।  ছবি: ইনস্টাগ্রাম।
*আজ সকালে অনুষ্কা একটি ‘মিরর সেলফি’ শেয়ার করেছেন। পাউট করে তোলা  ছবিতে নায়িকা ফিটিংস কালো টি-শার্ট এবং স্কিনি স্ল্যাক্স পরে রয়েছেন। তাঁর কাঁধে রয়েছে ভামিকাকে কোলে নেওয়ার উপযুক্ত একটি ‘Burp’ কাপড়। অর্থাৎ শিশুদের কোলে নেওয়ার ক্ষেত্রে যে কাপড় কাঁধের ওপর রাখা হয়। যাতে শিশুর মুখে কোনও নোংরা না লাগে।  ছবি: ইনস্টাগ্রাম।
*ছবির ক্যাপশনে অনুষ্কা লিখেছেন, "Current favourite accessory - Burp cloth ! ?"। যার বাংলা করলে দাঁড়ায় "বর্তমান পছন্দের অ্যাকসেসরি- Burp cloth"।  ছবি: ইনস্টাগ্রাম। 
*ছবির ক্যাপশনে অনুষ্কা লিখেছেন, “Current favourite accessory – Burp cloth ! ?”। যার বাংলা করলে দাঁড়ায় “বর্তমান পছন্দের অ্যাকসেসরি- Burp cloth”।  ছবি: ইনস্টাগ্রাম।
*অনুষ্কা এ দিন যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে তাঁদের নতুন বাড়ির এক ঝলক দেখা গিয়েছে। সেখানে পিচ রঙা দেওয়ালে ট্রপিক্যাল অরণ্যের গাছের পাতার মোটিফ আঁকা। মাত্র একটা দেওয়ালেই বাড়িটি কত সুন্দর তা অনুমান করার জন্য নেটিজেনদের কাছে যথেষ্ট।  ছবি: ইনস্টাগ্রাম।
*অনুষ্কা এ দিন যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে তাঁদের নতুন বাড়ির এক ঝলক দেখা গিয়েছে। সেখানে পিচ রঙা দেওয়ালে ট্রপিক্যাল অরণ্যের গাছের পাতার মোটিফ আঁকা। মাত্র একটা দেওয়ালেই বাড়িটি কত সুন্দর তা অনুমান করার জন্য নেটিজেনদের কাছে যথেষ্ট।  ছবি: ইনস্টাগ্রাম।