বাবুল সুপ্রিয়র সমালোচনার দুরন্ত জবাব, নিজের ‘জাত’ চিনিয়ে দিলেন হনুমা বিহারি!

তখন রুদ্ধশ্বাস জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। ঋষভ পন্থের (Rishabh Pant) চওড়া ব্যাটে টেস্ট জয়ের স্বপ্ন দেখছে গোটা দেশে। কিন্তু পন্থ, চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) আউট হওয়ার পর এক অজানা আতঙ্ক ঘিরে ফেলে। ক্রিজে তখন ভরসা বলতে শুধু হনুমা বিহারি (Hanuma Vihari)। সঙ্গে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। এর পর রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) নামার পালা। কিন্তু সবারই এদিক-ওদিক চোট লেগেছে। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই স্টার্ক, কামিন্সদের সামলে চলেছেন বিহারি। এই কঠিন পরিস্থিতিতে হারার মুখ থেকে দলকে ফিরিয়ে এনে সম্মানজনক জায়গায় ড্র করেছেন অশ্বিন ও বিহারি। সিডনির ম্যাচের প্রশংসায় সকলে। দুই প্লেয়ারের এভাবে ক্রিজের মাটি কামড়ে পড়ে থাকার লড়াইকে কুর্নিশ জানিয়েছেন সবাই। ১২৮ বলে ৩৯ রান করেন অশ্বিন আর ১৬১ বলে ২৩ রান করেন হনুমা। দু’জনেই শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। কিন্তু ম্যাচের পরে হনুমার ইনিংস নিয়ে সমালোচনা করেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। আর এর জবাবও দিয়েছেন হনুমা। কী জবাব দিলেন? দেখে নেওয়া যাক!

ম্যাচ ড্র হয়ে যাওয়ার পর গোটা দেশ হনুমা ও অশ্বিনের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। কিন্তু এর মাঝে বাবুল সুপ্রিয়র ট্যুইট নিয়ে ট্রোল শুরু হয়ে যায়। হনুমার ধীর গতির ইনিংসের সমালোচনা করেন তিনি। বাবুল সুপ্রিয় লেখেন, ১০৯ বলে ৭ রান! হনুমা বিহারি শুধুমাত্র ভারতের ঐতিহাসিক জয়ের সুযোগটা হত্যা করেননি, ক্রিকেটকে হত্যা করেছেন।

তবে বাবুল সুপ্রিয়কে সেরা উত্তর দিয়েছেন হনুমা নিজেই। নীরবে বুঝিয়ে দিয়েছেন, তিনি শুধু ২২ গজেই নয়, ট্যুইটারেও (Twitter) ঠাণ্ডা মাথার এক লড়াকু মানুষ। নীরবে শুধুমাত্র নিজের নামের বানানের টাইপোটা ধরিয়ে দিয়েছেন বিহারি। আর এটাই যেন সমস্ত সমালোচনার জবাব দিয়েছে।

ট্যুইটে ক্রিকেট ফ্যানেরা কার্যত তুলোধোনা করেছেন বাবুল সুপ্রিয়কে। একের পর এক মিম শেয়ার হয়েছে। হনুমা বিহারির রিপ্লাই দেওয়ার স্টাইল নিয়েও উচ্ছ্বসিত নেটিজেনরা। কেউ আবার হনুমা বিহারির এই রিপ্লাইকে ‘ট্যুইট অফ ২০২১’ বলেও আখ্যা দিয়েছে।

পঞ্চম দিনে হনুমার সঙ্গী অশ্বিনও রিপ্লাই দিতে ভোলেননি।

ট্যুইটে ক্রিকেট ফ্যানেরা কার্যত তুলোধোনা করেছেন বাবুল সুপ্রিয়কে। একের পর এক মিম শেয়ার হয়েছে। হনুমা বিহারির রিপ্লাই দেওয়ার স্টাইল নিয়েও উচ্ছ্বসিত নেটিজেনরা। কেউ আবার হনুমা বিহারির এই রিপ্লাইকে ‘ট্যুইট অফ ২০২১’ বলেও আখ্যা দিয়েছে।

এক ট্যুইট ব্যবহারকারী লিখেছেন, হনুমা বিহারির এই ইনিংস আর রিপ্লাই জীবনের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেল। একটি কথা মাথায় রাখতে হবে, জীবনে যতই ভালো কাজ কর না কেন, সমালোচকের অভাব হবে না। তবে তাদের সেইভাবেই উত্তর দিতে হবে। কখনও ব্যাটে, চোট নিয়ে খেলতে খেলতে। কখনও বা শুধুমাত্র নাম দিয়েই!

তবে শুধু বাবুল সুপ্রিয় নয়। তালিকায় রয়েছেন রাজীব শুক্লাও (Rajeev Shukla)। তাঁর ট্যুইট ঘিরেও সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পর রাজীব শুক্লা লেখেন, দলের মিডল অর্ডার যদি আরও একটু ভালো খেলত, তা হলে ম্যাচটি জেতা যেত। এ নিয়ে অনেকের রোষে পড়েছেন রাজীব।

প্রসঙ্গত, তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে ৪০৭ রানের দরকার ছিল। পন্থের উইকেট পড়ে যাওয়ার চোট নিয়ে অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক পেসারের বিরুদ্ধে সমানে লড়াই করেছেন বিহারি। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন অশ্বিন। তবে ম্যাচটি ড্র হয়ে যায়। আপাতত ব্রিসেবেনে ফাইনাল টেস্টের অপেক্ষায় দুই দেশ।

-Written By: Sovan Chanda