সুপারম্যান শ্রীবৎস, উড়ে গিয়ে দুরন্ত ক্যাচ! সঙ্গে ম্যাচ জেতানো ইনিংস, দেখুন ভিডিও

#কলকাতা: সুপারম্যান বলে অনেকদিন ধরেই ভারতীয় ক্রিকেটে জনপ্রিয় ঋদ্ধিমান সাহা৷ এ বার আর এক বাঙালি উইকেটকিপার শ্রীবৎস গোস্বামী প্রমাণ করলেন, তিনিও কম যান না৷ এ দিন সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টে বাঁদিকে উড়ে গিয়ে বিশ্বমানের ক্যাচ নিলেন এই বাঙালি উইকেটকিপার৷ হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে উইকেটের পিছনে চারটি ক্যাচ নেন শ্রীবৎস৷ তার মধ্যে দু’টি ক্যাচ ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে৷ এর পর ব্যাট হাতেও অসাধারণ ইনিংস খেলেন শ্রীবৎস৷ ৩৭ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিনি৷

এ দিন প্রথমে আকাশদীপের বলে নিজের ডানদিকে দুরন্ত ক্যাচে উইকেটে সেট হয়ে যাওয়া তিলক শর্মাকে ফিরিয়ে দেন শ্রীবৎস৷ এর পর সেই আকাশদীপের বলেই বাঁদিকে ঝাঁপিয়ে টি রবি তেজাকে ফিরিয়ে দেন শ্রীবৎস৷ তাঁর চারটি শিকারের মধ্যে এ দিন এটিই নিঃসন্দেহে সেরা৷

এ দিন ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৭ রানে অল আউট হয়ে যায় হায়দরাবাদ৷ জবাবে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলা৷ টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সব গ্রুপের সেরা দলগুলি সরাসরি পরের পর্বে যাবে৷ পাশাপাশি, দ্বিতীয় স্থানে থাকা তিনটি দলও পরের পর্বে যাওয়ার সুযোগ পাবে৷ তার জন্যও রান রেট বাড়িয়ে রাখা জরুির৷ গ্রুপ বি-তে তামিলনাড়ুর সঙ্গে বাংলার পয়েন্ট সমান৷ কিন্তু এ দিন জয়ের পর রান রেটও অনেকটা বাড়িয়ে রাখতে পারলেন শ্রীবৎস- অনুষ্টুপরা৷

বাংলার জয়ে এ দিন বড় অবদান রাখেন দুই বোলার ঈশান পোড়েন এবং আকাশদীপ সিং৷ দু’ জনেই চারটি করে উইকেট তুলে নেন৷