Happy Buddha Purnima 2024

Happy Buddha Purnima 2024: বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে বাড়িতে আনুন ‘এই’ জিনিস, কপাল খুলে যাবে… সুখ-শান্তিতে ভরবে সংসার

আজ বুদ্ধ পূর্ণিমা।  সমগ্র ভারত জুড়ে অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয় দিনটি। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। এই বছর বুদ্ধ পূর্ণিমা আজ ২৩ মে ২০২৪ তারিখে পালিত হবে।
আজ বুদ্ধ পূর্ণিমা। সমগ্র ভারত জুড়ে অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয় দিনটি। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। এই বছর বুদ্ধ পূর্ণিমা আজ ২৩ মে ২০২৪ তারিখে পালিত হবে।
যেহেতু এই দিনটি বৈশাখ পূর্ণিমা এবং বুদ্ধ পূর্ণিমা একত্রে, তাই এ দিনে কিছু জিনিস কেনা শুভ। এগুলি কিনলে বাড়ির সুখ, শান্তি, সমৃদ্ধি বাড়ে।
যেহেতু এই দিনটি বৈশাখ পূর্ণিমা এবং বুদ্ধ পূর্ণিমা একত্রে, তাই এ দিনে কিছু জিনিস কেনা শুভ। এগুলি কিনলে বাড়ির সুখ, শান্তি, সমৃদ্ধি বাড়ে।
বলা হয় এদিনে জামাকাপড় কেনা শুভ। বাড়ির শান্তি-সমৃদ্ধি বাড়াতে কিনতে পারেন বুদ্ধ মূর্তিও।
বলা হয় এদিনে জামাকাপড় কেনা শুভ। বাড়ির শান্তি-সমৃদ্ধি বাড়াতে কিনতে পারেন বুদ্ধ মূর্তিও।
বুদ্ধ পূর্ণিমায় রুপোর মুদ্রা কেনা শুভ। এটি দেবীর পুজোতেও ব্যবহৃত হয়। বলা হয় এদিনে রুপো কিনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন।
বুদ্ধ পূর্ণিমায় রুপোর মুদ্রা কেনা শুভ। এটি দেবীর পুজোতেও ব্যবহৃত হয়। বলা হয় এদিনে রুপো কিনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন।
বৈদিক ক্যালেন্ডার অনুসারে, বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হবে বুধবার, ২২ মে সন্ধ্যা ০৬:৪৭ মিনিটে এবং ২৩ মে বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:২২ মিনিটে শেষ হবে।
বৈদিক ক্যালেন্ডার অনুসারে, বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হবে বুধবার, ২২ মে সন্ধ্যা ০৬:৪৭ মিনিটে এবং ২৩ মে বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:২২ মিনিটে শেষ হবে।
এদিন দান করার রীতিও প্রচলিত আছে। বুদ্ধ পূর্ণিমায় মাটির কলসি দান করলে পুণ্যলাভ যায়। এতে গৃহ কলহ দূর হয়।
এদিন দান করার রীতিও প্রচলিত আছে। বুদ্ধ পূর্ণিমায় মাটির কলসি দান করলে পুণ্যলাভ যায়। এতে গৃহ কলহ দূর হয়।
বুদ্ধ পূর্ণিমায় একটি পাখা, একটি মাটির পাত্র ভর্তি জল, হলুদ কাপড়, চপ্পল, ছাতা, শস্য, ফল দান করা খুবই উপকারী। এই তিথিতে গরম থাকে। তাই ছাতা ও জল দান করা শুভ বলে বিবেচিত হয়।
বুদ্ধ পূর্ণিমায় একটি পাখা, একটি মাটির পাত্র ভর্তি জল, হলুদ কাপড়, চপ্পল, ছাতা, শস্য, ফল দান করা খুবই উপকারী। এই তিথিতে গরম থাকে। তাই ছাতা ও জল দান করা শুভ বলে বিবেচিত হয়।
এছাড়া এই দিনটিতে অন্নদান, বৃক্ষরোপন, অসহায়ের মুখে খাবার তুলে দেওয়া, পশুপাখির উদ্দেশ্যে জল ও খাবার দেওয়াও শুভ।
এছাড়া এই দিনটিতে অন্নদান, বৃক্ষরোপন, অসহায়ের মুখে খাবার তুলে দেওয়া, পশুপাখির উদ্দেশ্যে জল ও খাবার দেওয়াও শুভ।
প্রসঙ্গত, বহু বছর পর বুদ্ধ পূর্ণিমায় তৈরি হয়েছে বিশেষ যোগ। ৬ মে শনি নক্ষত্রমন্ডল পরিবর্তন করে পূর্বভাদ্রপদ নক্ষত্রমন্ডলে প্রবেশ করেছে।
প্রসঙ্গত, বহু বছর পর বুদ্ধ পূর্ণিমায় তৈরি হয়েছে বিশেষ যোগ। ৬ মে শনি নক্ষত্রমন্ডল পরিবর্তন করে পূর্বভাদ্রপদ নক্ষত্রমন্ডলে প্রবেশ করেছে।
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করে না,  নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করে না, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷