‘গোটা পাড়ার বিল পাঠিয়েছে নাকি?’ বিপুল অঙ্কের বিদ্যুতের বিল পেয়ে প্রশ্ন হরভজনের

#মুম্বই: কয়েকদিন আগেই বিপুল অঙ্কের ইলেক্ট্রিক বিল নিয়ে সমস্যায় পড়েছিলেন কলকাতাবাসী৷ আমজনতা থেকে শুরু করে নেতা মন্ত্রী বা সিনেমার তারকা, প্রত্যকের বাড়িতেই অস্বাভাবিক অঙ্কের বিদ্যুতের বিল পাঠানোর অভিযোগ উঠেছিল সিইএসসি-র বিরুদ্ধে৷ এবার মুম্বইতেও একই অভিযোগ উঠল আদানি ইলেক্ট্রিসিটির বিরুদ্ধে৷ আর অভিযোগকারীর নাম ক্রিকেট তারকা হরভজন সিং৷

হরভজনের অভিযোগ, তাঁর মুম্বইয়ের বাড়ির জন্য সর্বশেষ যে বিদ্যুতের বিল পাঠানো হয়েছে, তা রীতিমতো অস্বাভাবিক৷ তাঁর দাবি, সাধারণত প্রতি মাসে তাঁর যা বিদ্যুতের বিল আসে তার তুলনায় এবার সাত গুন অতিরিক্ত বিল এসেছে৷ হরভজনের করা ট্যুইট অনুযায়ী, বিলের অঙ্ক ৩৩,৯০০ টাকা! যা দেখে রীতিমতো অবাক হরভজন৷ কিছুটা রসিকতার সুরেই তিনি প্রশ্ন করেছেন, ‘গোটা পাড়ার বিল কি আমাকে পাঠিয়ে দিয়েছে?’

হরভজনের এই পোস্টে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে ট্যুইটারে৷ কেউ কেউ বলেছেন, দিনভর বাড়িতে একাধিক এসি এবং বৈদ্যুতিন সরঞ্জাম চালালে এমন অঙ্কের বিল আসাই স্বাভাবিক৷ আবার অনেকেই হরভজনকে সমর্থন করে নিজেদের বিদ্যুতের বিলের ছবি শেয়ার করে একই অভিযোগ করেছেন৷ অনেকেই অভিযোগ করেছেন, সরকারি- বেসরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলি দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের কাছে এরকম অস্বাভাবিক অঙ্কের বিলই পাঠাচ্ছে৷