প্যারালিম্পিক্সে নতুন ইতিহাস! তিরন্দাজিতে প্রথম সোনা জিতলেন হরবিন্দর সিং

টোকিও প্যারালিম্পিক্সের পদক জয়ের রেকর্ড প্যারিসে ভেঙে দিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। পেরিয়ে গিয়েছে ২০টি পদকের মাইলস্টোন। এবার আরও একটি গোল্ড মেডেল এল ভারতের ঝুলিতে। প্যারালিম্পিক গেমসের ইতিহাসে তিরন্দাজির রিকার্ভ ডব্লিউ২ বিভাগে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন হরবিন্দর সিং।

তিরন্দাজির ফাইনালে পোল্যান্ডের প্রতিপক্ষ লুকাজ় সিজেকের বিরুদ্ধে প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিলেন হরবিন্দর সিং। ৬ সেটের ফাইনালে একার পর এক লক্ষ্যভেদ করেন ভারতীয় তিরন্জাদ। ফাইনালে হরবিন্দর সিংয়ের স্কোর ২৮-২৪, ২৮-৩৭, ২৯-২৫। কার্যত একতরফা ম্যাচে সোনা জেতেন হরবিন্দর সিং।

প্যারালিম্পিক্সে তিরন্দাজিতে প্রথম পদক জয়ের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় তিরন্দাজ। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। তিনি লেখেন, “প্যারালিম্পিক্সে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভে সোনা জেতার জন্য হরবিন্দর সিংহকে অনেক অভিনন্দন। সোনা জিতে সকলকে গর্বিত করেছেন তিনি।”

আরও পড়ুনঃ India vs Bangladesh: পাকিস্তানকে হারিয়ে এবার ভারতকে হুঁশিয়ারী বাংলাদেশের! বড় কথা বলে দিলেন শান্টো

প্যারালিম্পিক্সে পদক জয়ের নিরিখে নতুন রেকর্ড গড়়েছে ভারতীয় দল। এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে রয়েছে মোট ২২টি পদক। তারমধ্যে রয়েছে ৪টি সোনা, ৮টি রুপো ও ১০টি ব্রোঞ্জ। আরও বেশি পদক জয়ের আশায় দেশবাসী।