ভোলে বাবার পায়ের ধুলো ও আশীর্বাদ নিতে গিয়েই দুর্ঘটনা! হাথরসে মৃতের সংখ্যা আরও বাড়ছে

UP Hathras Stampede: ভোলে বাবার পায়ের ধুলো ও আশীর্বাদ নিতে গিয়েই দুর্ঘটনা! হাথরসে মৃতের সংখ্যা আরও বাড়ছে

হাথরস, উত্তর প্রদেশ: ফের খবরের শিরোনামে উত্তর প্রদেশের হাথরস। এ বার এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের। ২০২০ সালে হাথরসের এক দলিত তরুণীর গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। এবার সেই হাথরসেই পদপিষ্টের ঘটনা গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে। আর তার সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১২১। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

আরও পড়ুন– বুধ থেকে শনি দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গে ফের প্রবল বর্ষণের সতর্কতা !

নিউজ 18 লোকাল-কে আগরার এক বাসিন্দা মায়া দেবী জানান, তিনি সৎসঙ্গে ভক্তদের জল দেওয়ার কাজ করছিলেন। সৎসঙ্গ শুরু হয় দুপুর ১টায়। এরপর আরতি হয় এবং শেষে বিশ্ব সাকার হরি বাবা তাঁর স্ত্রীকে নিয়ে সভাস্থল ত্যাগ করেন। ইতিমধ্যে, জনতা তাঁর চরণ স্পর্শ করতে আগ্রহী হয়ে ওঠে। এবং কিছুক্ষণের মধ্যেই মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এবং চারিদিকে তখন শুধু চিৎকার শোনা যেতে থাকে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বহুজনের ৷

আরও পড়ুন- ভগবানের উদ্দেশ্যে ভক্ত নিবেদন করলেন রত্নখচিত এক অসাধারণ জিনিস! অবাক মন্দিরে উপস্থিত সকলেই

হাথরসের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিপর্যয়ের কারণ নিয়ে এখন আলোচনা চলছে। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আয়োজক সৎসঙ্গ কমিটিকে দায়ী করছেন অনেকে। অনেকে প্রশাসনের দিকে আঙুল তুলেছেন। হাথরসের ঘটনায় ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।