অতিরিক্ত ভিড়ের চাপেই বিপর্যয় হাথরসে৷

Hathras Stampede: সৎসঙ্গে ৫০ হাজার মানুষের ভিড় সামলাতে ৭২ জন পুলিশ! কীভাবে ঘটল হাথরস বিপর্যয়?

হাথরস: স্থানীয় এক স্বঘোষিত গুরুর ডাকে আয়োজন করা হয়েছিল সৎ সঙ্গের৷ সেখানে ভিড় করেছিলেন প্রায় ৫০ হাজার মানুষ৷ অথচ এই বিপুল ভিড় সামলাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাত্র ৭২ জন পুলিশকর্মী৷

উত্তর প্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে অন্তত ৮৭ জনের মৃত্যুর পর এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে৷ স্বভাবতই এই ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে যোগী আদিত্যনাথ সরকার এবং উত্তর প্রদেশের পুলিশ প্রশাসনের কর্তারা৷

আরও পড়ুন: হাথরসে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৬! যোগীকে ফোন করলেন মোদি

কিন্তু কীভাবে ঘটে গেল এত বড় বিপর্যয়? জানা গিয়েছে, হাথরসের ওই ধর্মীয় সভায় প্রায় ৫০ হাজার মানুষ ভিড় করেছিলেন৷ কিন্তু এত বিপুল সংখ্যক ভিড় সামলানোর দায়িত্ব ছিল ৭২ জন পুলিশকর্মীর উপরে৷ সৎসঙ্গ শেষ হওয়ার পর যখন মানুষ হুড়োহুড়ি করে বেরিয়ে আসছিলেন তখন সেই ভিড় সামাল দিতে পারেননি হাতেগোনা ওই কয়েকজন পুলিশকর্মী৷

সৎসঙ্গে উপস্থিত থাকা এক মহিলার কথায়, মাঠ থেকে বেরিয়ে আসার জন্য ড্রেনের উপরে অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছিল৷ ভিড়ের চাপে সেই কাঠামো ভেঙে অনেকে ড্রেনের মধ্যে পড়ে যান৷ এর পরেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে৷

জানা গিয়েছে, হাথরসের এসডিএম এই সৎসঙ্গের অনুমতি দিয়েছিলেন৷ কার গাফলতিতে এত বড় ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিরোধী দলনেতা রাহুল গান্ধি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷