মাইকে প্রচার করেই গ্রামে গ্রামে ঘুরছে ফেরিওয়ালা

South 24 Parganas News: গাঁ গঞ্জে আর শোনা ‌যায় না ফেরিওয়ালা হাঁক! ডিজিটাল মাইকেই চলছে প্রচার

দক্ষিণ ২৪ পরগনা: আগেকার সময়ে দেখা যেত ফেরিওয়ালা যখন গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় তখন তাদের মাথায় থাকতো বিশেষ ধরনের ঝুড়ি এছাড়াও কাঁধে বিভিন্ন ধরনের পুঁটুলি থাকতো। আর হেঁকে ডেকে মজার আওয়াজে জিনিসপত্র বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ করে। তবে এখন সময় বদলেছে, মানুষ ধীরে ধীরে ডিজিটালের দিকে যেমন প্রবেশ করছে। ঠিক তেমনি ফেরিওয়ালারাও কোন অংশে পিছিয়ে নেই। আর এবার দেখা মিলল জয়নগরে এক ফেরিওয়ালাকে।

আরও পড়ুন: প্রথম ই–বর্জ্য প্লান্ট চালু হতে চলেছে বাংলায়, শীঘ্রই চালু হতে চলেছে সোনারপুরে 

সাইকেল নিয়ে ফেরিওয়ালা বেরিয়ে পড়েছেন গ্রামে গ্রামে ঘুরছেন আর সাইকেলের সামনে লাগানো আছে একটি ছোট্ট মাইক আর সেই মাইকেই  বিভিন্ন ধরনের ঝাড়ুর মাইকের প্রচারের মাধ্যমে গ্রাহকদের তিনি কাছে টানার চেষ্টা করছে। আগে এই ধরনের ফেরিওয়ালারা মুখ দিয়েই গ্রাহকদের কাছে ডাকতেন। কিন্তু এখন তা আর সেভাবে দেখা যায় না। গ্রামে গ্রামে এখন এমনই দৃশ্যের চোখে পড়ছে। এসব ফেরিওয়ালারা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। ফেরিওয়ালার সাইকেল মাইক বাজিয়ে গ্রামে ঢুকে শুরু করলেই চলে আসছেন গ্রাহকরা ভিড় করছেন।

আরও পড়ুন: আকাশের নীল চাদর, পায়ের তলায় সবুজ ঘাসের গালিচা, সুন্দরবনে এলে এখানে আসুন, বুক ভরে নিন 

তবে ফেরি ওয়ালাদের যে দাবি গলা চেঁচিয়ে আর সেভাবে দেখা যায় না আর ও ঠিকঠাকভাবে শুনতে পাওয়া ‌যায় না। আর তাতেই বেচাকেনা অনেকটাই কম হয়। কিন্তু এখন এই মাইক লাগিয়ে প্রচার করার জন্য গ্রাহক সংখ্যা অনেক বেশি হয়েছে এবং আগের তুলনায় চাহিদাও বেড়েছে। কারণ মাইক লাগিয়ে প্রচারের জন্য প্রতিটা বাড়ির কোনায় কোনায় গিয়ে এই আওয়াজ পৌঁছে যাচ্ছে আর তাতেই গ্রাহক সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেরেছে। এতে আমাদের ব্যবসায় উন্নতি হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুমন সাহা