১ এপ্রিল NEFT-র মাধ্যমে টাকা পাঠাতে পারবেন না গ্রাহক, বিজ্ঞপ্তি দিয়ে জানাল HDFC

১ এপ্রিল ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার উপলব্ধ নাও হতে পারে। গ্রাহকদের জানিয়ে দিল এইচডিএফসি ব্যাঙ্ক। এমনকী নির্বাচিত এইচডিএফসি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য এটি কার্যকর থাকলেও, দেরি হতে পারে। তাই টাকা পাঠানোর পরিকল্পনা থাকলে সোমবার এনইএফটি এড়িয়ে যাওয়াই উচিত। বার্ষিক অ্যাকাউন্ট বন্ধের সঙ্গে যুক্ত কাজের কারণে এই অসুবিধা বলে জানিয়েছে এইচডিএফসি।
১ এপ্রিল ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার উপলব্ধ নাও হতে পারে। গ্রাহকদের জানিয়ে দিল এইচডিএফসি ব্যাঙ্ক। এমনকী নির্বাচিত এইচডিএফসি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য এটি কার্যকর থাকলেও, দেরি হতে পারে। তাই টাকা পাঠানোর পরিকল্পনা থাকলে সোমবার এনইএফটি এড়িয়ে যাওয়াই উচিত। বার্ষিক অ্যাকাউন্ট বন্ধের সঙ্গে যুক্ত কাজের কারণে এই অসুবিধা বলে জানিয়েছে এইচডিএফসি।
এনইএফটি-র মাধ্যমে যারা বেতন পান বা অন্য জায়গা থেকে টাকা ঢোকে, তাঁদের ক্ষেত্রেও বিলম্ব হতে পারে বলে জানিয়ে দিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। তাই সোমবার টাকা পাঠানোর জন্য ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS), রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) এবং ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI)-এর মতো অন্যান্য পেমেন্ট পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এনইএফটি-র মাধ্যমে যারা বেতন পান বা অন্য জায়গা থেকে টাকা ঢোকে, তাঁদের ক্ষেত্রেও বিলম্ব হতে পারে বলে জানিয়ে দিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। তাই সোমবার টাকা পাঠানোর জন্য ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS), রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) এবং ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI)-এর মতো অন্যান্য পেমেন্ট পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
গ্রাহকদের পাঠানো মেলে এইচডিএসসি ব্যাঙ্ক লিখেছে, “দয়া করে মনে রাখবেন, NEFT লেনদেন বিলম্বিত হতে পারে/ আর্থিক বছরের শেষে কাজের কারণে ১ এপ্রিল ২০২৪-এ উপলব্ধ নাও হতে পারে। অনুগ্রহ করে IMPS, UPI, RTGS-এর মাধ্যমে লেনদেন সম্পূর্ণ করার অনুরোধ জানাই। এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত”।
গ্রাহকদের পাঠানো মেলে এইচডিএসসি ব্যাঙ্ক লিখেছে, “দয়া করে মনে রাখবেন, NEFT লেনদেন বিলম্বিত হতে পারে/ আর্থিক বছরের শেষে কাজের কারণে ১ এপ্রিল ২০২৪-এ উপলব্ধ নাও হতে পারে। অনুগ্রহ করে IMPS, UPI, RTGS-এর মাধ্যমে লেনদেন সম্পূর্ণ করার অনুরোধ জানাই। এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত”।
পাশাপাশি এইচডিএফসি ব্যাঙ্ক জানিয়েছে, “অর্থ স্থানান্তর সংক্রান্ত কোনও সহায়তার প্রয়োজন হলে 18001600/1800 2600 নম্বরে ব্যাঙ্কের কাস্টমার কেয়ার টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন”।
পাশাপাশি এইচডিএফসি ব্যাঙ্ক জানিয়েছে, “অর্থ স্থানান্তর সংক্রান্ত কোনও সহায়তার প্রয়োজন হলে 18001600/1800 2600 নম্বরে ব্যাঙ্কের কাস্টমার কেয়ার টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন”।T
প্রসঙ্গত, ২০২৪-এর ১ এপ্রিল সব ব্যাঙ্ক খোলা নাও থাকতে পারে। বছর শেষের অ্যাকাউন্ট বন্ধ থাকার কারণে ১ এপ্রিল অনেক রাজ্যেই ব্যাঙ্ক বন্ধ থাকছে। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। মিজোরাম, চণ্ডীগড়, সিকিম, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ এবং মেঘালয় ছাড়া বেশিরভাগ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। সুতরাং, সোমবার ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নেওয়া উচিত।
প্রসঙ্গত, ২০২৪-এর ১ এপ্রিল সব ব্যাঙ্ক খোলা নাও থাকতে পারে। বছর শেষের অ্যাকাউন্ট বন্ধ থাকার কারণে ১ এপ্রিল অনেক রাজ্যেই ব্যাঙ্ক বন্ধ থাকছে। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। মিজোরাম, চণ্ডীগড়, সিকিম, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ এবং মেঘালয় ছাড়া বেশিরভাগ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। সুতরাং, সোমবার ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নেওয়া উচিত।
সোমবার ২ হাজার টাকা নোট জমা দেওয়া বা বিনিময় করা যাবে না বলেও জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বার্ষিক অ্যাকাউন্ট বন্ধের সঙ্গে যুক্ত কাজের কারণে ১ এপ্রিল ২০২৪ সোমবার ২ হাজার টাকার নোট বিনিময় বা জমা করা যাবে না। ২ এপ্রিল থেকে আবার এই সুবিধা পাবেন গ্রাহক”।
সোমবার ২ হাজার টাকা নোট জমা দেওয়া বা বিনিময় করা যাবে না বলেও জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বার্ষিক অ্যাকাউন্ট বন্ধের সঙ্গে যুক্ত কাজের কারণে ১ এপ্রিল ২০২৪ সোমবার ২ হাজার টাকার নোট বিনিময় বা জমা করা যাবে না। ২ এপ্রিল থেকে আবার এই সুবিধা পাবেন গ্রাহক”।