মাশরুমের মতোই দেখতে! এই জিনিস একবার খেলে লাগে না কোনও ওষুধ... নামটা জানেন?

Healthy Lifestyle: মাশরুমের মতোই দেখতে! এই জিনিস একবার খেলে লাগে না কোনও ওষুধ… নামটা জানেন?

অপূর্ব ভূ-প্রাকৃতিক সৌন্দর্য চাক্ষুষ করা যায় হিমালচল প্রদেশে গেলে। আর সুউচ্চ পাহাড়ে ঘেরা এই রাজ্য বরাবরই চোখ জুড়িয়ে দেয় পর্যটকদের। ফলে পর্যটন স্থল হিসেবে পার্বত্য এই রাজ্য জনপ্রিয়তাও লাভ করেছে। তবে অনেকেই হয়তো জানেন না যে, পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ধরনের ভেষজ পাওয়া যায়। যা অত্যন্ত উপকারী। কারণ বিভিন্ন বড় বড় রোগও নিরাময় করতে সক্ষম। আজ আমরা এমন একটি ওষধির কথা বলব, যা দিয়ে তৈরি স্যুপ খুবই উপাদেয়।

দিল্লিতে একটি প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন হিমাচল থেকে আগত এক ব্যক্তি। তাঁর নাম রাজীব চোপড়া। মূলত অর্গ্যানিক সামগ্রী সরবরাহ করার ব্যবসা রয়েছে তাঁর। সেই সময়ই জানা যায় যে, রাজীবের কাছে এক ঔষধি রয়েছে। যা গুচ্চি নামে পরিচিত। অবশ্য এর আরও একটি নাম রয়েছে – মোরেল মাশরুম।

রাজীব চোপড়ার কথায়, মোরেল মাশরুম বছরে একবার জন্মায়। তবে এই ঔষধির কিন্তু চাষ করা যায় না। পাহাড়েই মূলত এর উৎপত্তি। এই ধরনের মাশরুম আমাদের শরীরের নানাবিধ উপকার সাধন করে। রাজীবের দাবি, এই ঔষধি বা মোরেল মাশরুমের স্যুপ হার্ট, ক্যানসার, ডায়াবেটিস, লিভার এবং রক্তশূন্যতার সমস্যার জন্য অত্যন্ত উপকারী। আবার এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়।

কিন্তু এহেন উপকারী ওষধির দাম কেমন? এই প্রসঙ্গে রাজীব জানান, ১ কেজি এই ওষধির দাম প্রায় ২৮০০০ টাকা। যা বেশ ব্যয়বহুলও বটে! ফলে সকলের ওই ওষধি কেনার সামর্থ্য থাকে না। তবে এই ওষধি খুব কম পরিমাণে কিংবা ৫০ গ্রামও কেনা যেতে পারে। যা মোটামুটি ১ থেকে ৪ বার ব্যবহার করা যাবে।

কিন্তু কীভাবে পাওয়া যাবে ওই ভেষজ? রাজীব চোপড়ার ওয়েবসাইট www.kinnaurdrinksandfoods.com থেকে গ্রাহকরা বাড়িতে বসেই ওষধিটি অর্ডার করতে পারেন। এর জন্য আলাদা করে কোথাও যেতেও হবে না। ওয়েবসাইটে অর্ডার করার পরে তা নির্দিষ্ট সময়ে পৌঁছে দেওয়া হবে বাড়িতে। উপকারী ঔষধির বিষয়ে আরও তথ্য পাওয়ার জন্য এই নম্বর 9650992839-এ যোগাযোগ করা যেতে পারে।