লাইফস্টাইল Health Tips: পুজোর পাতাই হাজার হাজার গুণে ঠাসা! সুগার, প্রেশার, কোলেস্টেরলের যম, একটি খেলেই শরীর টানটান Gallery October 28, 2024 Bangla Digital Desk সারা পৃথিবী জুড়েই সুগার, প্রেশার ও কোলেস্টেরল-সহ এমন বেশ কিছু রোগ আছে যা দিনের পর দিন বাড়তে শুরু করেছে, রীতিমত চাপে সাধারণ মানুষ ৷ প্রতীকী ছবি ৷ প্রচন্ড ব্যাস্ততার জেরে বহু সময়েই নিজের দিকে খেয়াল রাখা সম্ভব হয়না ৷ এরফলেই ব্লাডসুগার, প্রেশার কোলেস্টেরলের মত ভয়ঙ্কর রোগের হানা শরীরে ৷ প্রতীকী ছবি ৷ সেই কারণেই এমন কিছু রোগের বিষয়ে উল্লিখিত হচ্ছে সেটি ভীষণ রকমের শরীরের জন্য ক্ষতিকর যা কিন্তু একটি পাতাতেই চূর্ণ চূর্ণ ৷ প্রতীকী ছবি ৷ শরীর রাখবে এক্কেবারে ভাল, সুপারহিট ও সুপারফিট ৷ ঔষধি গুণে ভরপুর বেলপাতা ৷ এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ক্যালশিয়াম ৷ প্রতীকী ছবি ৷ পটাশিয়াম, রাইবোফ্লাবিন, ফাইবার, বি৬, বি ১২, বি ১, শরীরের জন্য ভীষণ ভাবে লাভের ৷ শরীর থাকবে এক্কেবারে টানটান ৷ প্রতীকী ছবি ৷ জলকে শুদ্ধ করে গাঁটে গাঁটে ব্যথার হাত থেকে এক্কেবারে মুক্তি দেয় ৷ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ৷ পরিপাক ক্রিয়া আগের থেকে আরও ভাল করে ৷ প্রতীকী ছবি ৷ শরীরের দুর্গন্ধ দূর করে একই সঙ্গে মধুমেহ রোগের হাত থেকে মুক্তি দিয়ে শরীর রাখে এক্কেবারে টানটান ৷ প্রতীকী ছবি ৷ প্রতিদিন এই পাতা সেবন করলে হাই ব্লাডপ্রেশার থেকে হার্টের রোগ থেকে কোলেস্টেরল নিয়ন্ত্রিত করতে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে ৷ প্রতীকী ছবি ৷ বেলপাতা অতি সহজেই শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে ৷ সংস্কৃততে একে বিল্লপত্রও বলা হয়ে থাকে ৷ শরীর স্বাস্থ্যের জন্যও অত্যন্ত প্রবিত্র হতে পারে ৷ প্রতীকী ছবি ৷ আয়ুর্বেদ চিকিৎসাতেও এর বিরাট গুরুত্ব বর্তমান ৷ হার্ট সংক্রান্ত সমস্যার সমাধান করে থাকে নিমেষেই ৷ ব্লাডপ্রেশার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে বিশেষ ভাবে কাজ করে ৷ প্রতীকী ছবি ৷ বিশিষ্ট আয়ুর্বেদ বিশেষজ্ঞ রিচা আগরওয়াল সূত্রে জানা গিয়েছে ত্বকের সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে ৷ এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে ৷ ব্রণ-সহ ত্বক জাতীয় নানান সমস্যার সমাধান হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷ Disclaimer: উপরোক্ত বিষয়টি ঘরোয়া টোটকা, কোনও চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়, ব্যবহারিক প্রয়োগের আগে চিকিৎসকের পরামর্শ আবশ্যিক ৷ প্রতীকী ছবি ৷