Health Tips: সব সময় ক্লান্ত লাগে? শুধু খান এই জিনিস! সারায় এক ডজন রোগ, পেট, চোখ রাখে ভাল

মুলেঠি ঔষধি গুণে ভরপুর। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখে। উদ্বেগ কমাতে সাহায্য করে। শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং স্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা বাড়াতে মুলেঠি বা লিকোরিস রুটকে কার্যকরী প্রতিকার হিসেবে বর্ণনা করা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে। গরমে শরীর ঠান্ডা রাখে। কণ্ঠস্বরকে মধুর করার পাশাপাশি এটা মুখের অসুখ দ্রুত নিরাময়েও সাহায্য করে।

এই প্রসঙ্গে আয়ুর্বেদিক চিকিৎসক সুনীতা সোনাল ধামা বলেন, লিকোরাইস এমন একটি আয়ুর্বেদিক ওষুধ যা কয়েক ডজন রোগ দ্রুত সারাতে সাহায্য করে। গ্রীষ্মের মরশুমে শরীর ঠান্ডা রাখে। গরমে রোগ প্রতিরোধেও সহায়ক। মুখের রোগ নিরাময়ের পাশাপাশি সপ্তস্বর উন্নত করতেও এর জুড়ি নেই।

কয়েক ডজন রোগ দ্রুত নিরাময় করে: পেট সংক্রান্ত যে কোনও সমস্যা দ্রুত নিরাময়ে সাহায্য করে মুলেঠি। কারণ এর প্রভাব শীতল। বদহজমও দ্রুত নিরাময় করতে পারে। মুলেঠি যে কোনও জায়গায় পাওয়ায় যায়। ব্যবহার করাও খুব সহজ।

মুলেঠি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে: অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান হওয়ার কারণে, লিকোরাস রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করে। নিয়মিত সেবনে অনেক ধরনের সংক্রমণের হাত থেকে বাঁচা যায়। ক্লান্ত, দুর্বল, শক্তির অভাব, সহনশীলতা, কম শক্তি অনুভব করলে মুলেঠির পাউডার সেবন খুবই কার্যকর।

আরও পড়ুন: হাজার সমস্যার এক সমাধান! শুধু খান এই জিনিস! ডায়াবেটিস নিমেষে কমবে, ঝরবে মেদও

আরও পড়ুন: রুটিতে মেশান এই জিনিস! ক্যালসিয়ামের ভাণ্ডার, প্রোটিনের পাওয়ারহাউজ, সারায় সব রোগ

এমনকী চোখের জ্বালা বা চোখের অন্যান্য রোগের ক্ষেত্রেও মুলেঠি ব্যবহারে উপকার মেলে। এর জন্য মুলেঠির ক্কাত্থ দিয়ে চোখ ধোয়ার পরামর্শ দিচ্ছেন আয়ুর্বেদিক চিকিৎসকরা। এ ছাড়া লিকোরিস পাউডার বা লিকোরিস পাউডারে সমপরিমাণ মৌরি গুঁড়ো মিশিয়ে সকাল ও সন্ধ্যায় খেলে চোখ জ্বালা কমে, দৃষ্টিশক্তি ভাল হয়। কনজাংটিভাইটিসের কারণে ব্যথা, জ্বালাপোড়ার মতো উপসর্গ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। জলে লিকোরিস পিষে তাতে তুলো ভিজিয়ে চোখের ওপর বেঁধে রাখলে চোখের লালভাব কমে।

এভাবে ব্যবহার করতে হয়: আয়ুর্বেদিক চিকিৎসক সুনীতা সোনাল ধামা বলছেন, যে কোনও ভাবে মুলেঠি গ্রহণ করা যায়। মুলেঠি গুঁড়ো দুধ বা জলের সঙ্গে গুলে খাওয়া যায় আবার মুলেঠি কাঠ চিবিয়েও খেতে পারেন যে কেউ। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।