Swollen Feet

Health Tips:ঘনঘন পা ফুলছে? আজ-ই সাবধান হন! হয়তো কিডনি বিকল হচ্ছে কিংবা হার্ট ফেলিওর

অনেক সময় আমরা ছোটখাটো বিষয়গুলোকে উপেক্ষা করি, যা পরবর্তীকালে খুবই মারাত্মক হয়ে দাঁড়াতে পারে। আর এই ছোটখাটো সমস্যাগুলির মধ্যে অন্যতম হল- পা ফুলে যাওয়া। এই পা ফুলে যাওয়ার নেপথ্যে একাধিক গুরুতর কারণ থাকতে পারে। এর মধ্যে অন্যতম হল- হৃৎস্পন্দন কম থাকা কিংবা হার্টের কার্যকারিতা না থাকা।
অনেক সময় আমরা ছোটখাটো বিষয়গুলোকে উপেক্ষা করি, যা পরবর্তীকালে খুবই মারাত্মক হয়ে দাঁড়াতে পারে। আর এই ছোটখাটো সমস্যাগুলির মধ্যে অন্যতম হল- পা ফুলে যাওয়া। এই পা ফুলে যাওয়ার নেপথ্যে একাধিক গুরুতর কারণ থাকতে পারে। এর মধ্যে অন্যতম হল- হৃৎস্পন্দন কম থাকা কিংবা হার্টের কার্যকারিতা না থাকা।
উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের দুন মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. অমর উপাধ্যায় বলেন যে, পা ফুলে যাওয়া কোনও রোগ নয়। এটা আসলে একটি উপসর্গ। যা কোনও এক রোগের ইঙ্গিত দিতে পারে। তিনি বলেন, কিডনি অথবা হার্ট সংক্রান্ত কোনও রোগের সঙ্গে এই পা ফোলার যোগসূত্র থাকতে পারে।
উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের দুন মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. অমর উপাধ্যায় বলেন যে, পা ফুলে যাওয়া কোনও রোগ নয়। এটা আসলে একটি উপসর্গ। যা কোনও এক রোগের ইঙ্গিত দিতে পারে। তিনি বলেন, কিডনি অথবা হার্ট সংক্রান্ত কোনও রোগের সঙ্গে এই পা ফোলার যোগসূত্র থাকতে পারে।
যদি হার্টের কথা বলা হয়, তাহলে হার্ট ফেলিওরের অন্যতম লক্ষণ হল পা ফুলে যাওয়া। এছাড়া লিভারের অসুখের কারণেও অনেক সময় পায়ের পাতা ফুলে যেতে পারে। আবার পায়ের স্নায়ুর কার্যকারিতা ঠিক না থাকার কারণেও পা ফুলে যেতে পারে। আর সেই কারণে পা ফুলে যাওয়াকে একেবারেই উপেক্ষা করা উচিত নয়। কারণ এটি কোনও বড় রোগের লক্ষণও হতে পারে।
যদি হার্টের কথা বলা হয়, তাহলে হার্ট ফেলিওরের অন্যতম লক্ষণ হল পা ফুলে যাওয়া। এছাড়া লিভারের অসুখের কারণেও অনেক সময় পায়ের পাতা ফুলে যেতে পারে। আবার পায়ের স্নায়ুর কার্যকারিতা ঠিক না থাকার কারণেও পা ফুলে যেতে পারে। আর সেই কারণে পা ফুলে যাওয়াকে একেবারেই উপেক্ষা করা উচিত নয়। কারণ এটি কোনও বড় রোগের লক্ষণও হতে পারে।
ডা. অমর উপাধ্যায় ব্যাখ্যা করেন যে, সাধারণত কিছু মানুষের পায়ে ফোলাভাব থাকে, তবে রাতে বিশ্রামের পরে আবার সেই ফোলাভাব চলে যায়। যদি ঘুমানোর পরেও ফোলাভাব না কমে এবং হাঁটাচলা করতে অসুবিধা হয় কিংবা পায়ে সমস্যা শুরু হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ডা. অমর উপাধ্যায় ব্যাখ্যা করেন যে, সাধারণত কিছু মানুষের পায়ে ফোলাভাব থাকে, তবে রাতে বিশ্রামের পরে আবার সেই ফোলাভাব চলে যায়। যদি ঘুমানোর পরেও ফোলাভাব না কমে এবং হাঁটাচলা করতে অসুবিধা হয় কিংবা পায়ে সমস্যা শুরু হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ডা. অমর উপাধ্যায় বলেন, হার্ট ফেলিওরের অর্থ হল হৃৎপিণ্ড সঠিক ভাবে কাজ করতে পারছে না। এর প্রাথমিক লক্ষণ হল শ্বাসকষ্ট। তিনি বলেন, এর কারণে ফুসফুসে রক্ত জমে শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। এর পরেই পা ফুলে যায়। আর এই সমস্যা বাড়তে থাকে।
ডা. অমর উপাধ্যায় বলেন, হার্ট ফেলিওরের অর্থ হল হৃৎপিণ্ড সঠিক ভাবে কাজ করতে পারছে না। এর প্রাথমিক লক্ষণ হল শ্বাসকষ্ট। তিনি বলেন, এর কারণে ফুসফুসে রক্ত জমে শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। এর পরেই পা ফুলে যায়। আর এই সমস্যা বাড়তে থাকে।
বিশেষজ্ঞ চিকিৎসক আরও বলেন, আমাদের হৃৎপিণ্ডের কাজ শরীরের প্রতিটি অংশে রক্ত সরবরাহ করা। হার্ট ফেলিওরের ফলে সেই কাজ করতে অক্ষম হয় হৃৎপিণ্ড। আবার কখনও কখনও হার্টের কার্যকারিতা ঠিক থাকলেও হার্ট ফেলিওর হতে পারে। হার্ট পরীক্ষা করে এর কারণ খুঁজে পাওয়ার পর তা মূল্যায়ন করা হয়। কিছু রোগীকে সারা জীবন ওষুধের সাহায্যে বাঁচতে হয়, আবার কিছু মানুষকে বাঁচানো যায় না।
বিশেষজ্ঞ চিকিৎসক আরও বলেন, আমাদের হৃৎপিণ্ডের কাজ শরীরের প্রতিটি অংশে রক্ত সরবরাহ করা। হার্ট ফেলিওরের ফলে সেই কাজ করতে অক্ষম হয় হৃৎপিণ্ড। আবার কখনও কখনও হার্টের কার্যকারিতা ঠিক থাকলেও হার্ট ফেলিওর হতে পারে। হার্ট পরীক্ষা করে এর কারণ খুঁজে পাওয়ার পর তা মূল্যায়ন করা হয়। কিছু রোগীকে সারা জীবন ওষুধের সাহায্যে বাঁচতে হয়, আবার কিছু মানুষকে বাঁচানো যায় না।