Health Tips

Health Tips: বলুন তো ডাক্তার প্রথমেই জিভ দেখতে চান কেন? জিভের কোন রং কী কী রোগের ইঙ্গিত দেয়? পড়ুন

ডাক্তারের কাছে গেলে প্রথমেই তিনি জিভ দেখতে চান। কেন জানেন? আপনার শরীর খারাপ কী না? কতটা খারাপ? এর লক্ষণ ফুটে ওঠে জিভে-ই। জিভের স্বাভাবিক লালচে গোলাপি রং বদলে যাওয়া মানেই তা রোগের লক্ষণ! জিভের কোন রং কী কী রোগের ইঙ্গিত দেয়?
ডাক্তারের কাছে গেলে প্রথমেই তিনি জিভ দেখতে চান। কেন জানেন? আপনার শরীর খারাপ কী না? কতটা খারাপ? এর লক্ষণ ফুটে ওঠে জিভে-ই। জিভের স্বাভাবিক লালচে গোলাপি রং বদলে যাওয়া মানেই তা রোগের লক্ষণ! জিভের কোন রং কী কী রোগের ইঙ্গিত দেয়?
সাদা জিভ-- জিভে সাদা আস্তরণ পড়া মানে শরীরে ব্যাক্টেরিয়া বা ছত্রাকের আক্রমণ হয়েছে। মুখ নিয়মিত পরিষ্কার না করলেও জিভে সাদা আস্তরণ পড়তে পারে। পাশাপাশি, ডিহাইড্রেশনের সমস্যা হলেও জিভ সাদা হয়ে যায়।
সাদা জিভ– জিভে সাদা আস্তরণ পড়া মানে শরীরে ব্যাক্টেরিয়া বা ছত্রাকের আক্রমণ হয়েছে। মুখ নিয়মিত পরিষ্কার না করলেও জিভে সাদা আস্তরণ পড়তে পারে। পাশাপাশি, ডিহাইড্রেশনের সমস্যা হলেও জিভ সাদা হয়ে যায়।
'স্ট্রবেরি' জিভ-- জিভের উপর স্ট্রবেরির মতো লালচে কাঁটা কাঁটা ফুটে ওঠা মানে শরীরে ভিটামিনের ঘাটতি হয়েছে, বিশেষ করে ভিটামিন বি। ডাক্তারি পরিভাষায় একে বলে কাওয়াসাকি ডিজিজ, বাচ্চারা এই রোগে বেশি আক্রান্ত হয়।
‘স্ট্রবেরি’ জিভ– জিভের উপর স্ট্রবেরির মতো লালচে কাঁটা কাঁটা ফুটে ওঠা মানে শরীরে ভিটামিনের ঘাটতি হয়েছে, বিশেষ করে ভিটামিন বি। ডাক্তারি পরিভাষায় একে বলে কাওয়াসাকি ডিজিজ, বাচ্চারা এই রোগে বেশি আক্রান্ত হয়।
নীল বা বেগুনি জিভ-- এই রং-এর জিভ মানে রক্তে অক্সিজেনের ঘাটতি হয়েছে। শ্বাসযন্ত্র কিংবা কার্ডিয়োভাসকুলার কোনও সমস্যা থাকলেও জিভের রং নীল হয়ে যেতে পারে। নীল বা বেগুনি জিভ 'সায়ানোসিস'-এর লক্ষণ-ও হতে পারে। এই ক্ষেত্রেও রক্তে অক্সিজেন-এর মাত্রা কমে যায়।
নীল বা বেগুনি জিভ– এই রং-এর জিভ মানে রক্তে অক্সিজেনের ঘাটতি হয়েছে। শ্বাসযন্ত্র কিংবা কার্ডিয়োভাসকুলার কোনও সমস্যা থাকলেও জিভের রং নীল হয়ে যেতে পারে। নীল বা বেগুনি জিভ ‘সায়ানোসিস’-এর লক্ষণ-ও হতে পারে। এই ক্ষেত্রেও রক্তে অক্সিজেন-এর মাত্রা কমে যায়।
ফ্যাকাসে জিভ-- জিভ ফ্যাকাসে হয়ে যাওয়া অ্যানেমিয়া বা রক্তে আয়রনের অভাবের উপসর্গ। ফ্যাকাসে জিভ অনুন্নত রক্ত সঞ্চালন ও পুষ্টি শোষণের ইঙ্গিত-ও করে।
ফ্যাকাসে জিভ– জিভ ফ্যাকাসে হয়ে যাওয়া অ্যানেমিয়া বা রক্তে আয়রনের অভাবের উপসর্গ। ফ্যাকাসে জিভ অনুন্নত রক্ত সঞ্চালন ও পুষ্টি শোষণের ইঙ্গিত-ও করে।
জিভের উপর লাল এবং সাদা চাকা চাকা দাগ-- জিভে লাল-সাদা চাকা-চাকা দাগ সোরিয়াসিস বা অটোইমিউন রোগের ইঙ্গিত
জিভের উপর লাল এবং সাদা চাকা চাকা দাগ– জিভে লাল-সাদা চাকা-চাকা দাগ সোরিয়াসিস বা অটোইমিউন রোগের ইঙ্গিত