Garlic Benefit: পায়ের তালুতে রসুন ঘষছেন প্রিয়াঙ্কা! জানেন এই টোটকায় কী উপকার হয়? রয়েছে হাজারো গুণ

নয়াদিল্লি: বর্তমানে প্রিয়ঙ্কা চোপড়া অস্ট্রেলিয়ায় তাঁর পরবর্তী সিনেমা ‘দ্য ব্লাফ’-এর শ্যুটিং করছেন৷ মাঝেমধ্যেই মেয়ে মালতীকে নিয়ে সেখানকার একাধিক ছবি-ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে৷ সম্প্রতি, সেখানে পৌঁছেছেন নিক জোনাসও৷ এমনই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রিয়ঙ্কাকে দেখা গিয়েছে পায়ের তালুর নীচে রসুনের কোয়া ঘষতে৷ ঠিক কোন কাজে লাগে এই টোটকা? কেনই বা পায়ের তালুতে রসুন ঘষা হয়, এটা কী কাজে লাগে? জানেন?

তিসারের এক ইনস্টিটিউটের প্রতিবেদন অনুসারে, পায়ের পাতার তালুতে রসুনের কোয়া ঘষার অনেক উপকারিতা রয়েছে। রসুনের মধ্যে থাকে অ্যালিসিন নামের একটি যৌগ।

এই অ্যালিসিন অনেক ধরনের ক্যান্সার প্রতিরোধ করে, রক্তে শর্করার পরিমাণ কমায়, কোলেস্টেরল, রক্তচাপ, ওয়ার্কআউটের পরে গা হাতে পায়ে ব্যথা কমাতেও সহায়তা করে৷ রক্ষা করে যে কোনও রকম সংক্রমণের হাত থেকে। জয়েন্ট এবং পেশীর ব্যথা মোকাবেলায় রসুন খুবই উপকারী।

আরও পড়ুন: এক পাতায় হাজারো ওষুধ! শরীর থেকে টেনে বের করে কোলেস্টেরল, ওজন ঝরানো থেকে সুগার সবেতেই ধন্বন্তরি

জি সুষমা, ক্লিনিকাল ডায়েটিশিয়ান, কেয়ার হাসপাতাল, বানজারা হিলস জানাচ্ছেন, এতে ডায়ালিল ডিসালফাইড নামক একটি যৌগ রয়েছে, যা প্রদাহজনক সাইটোকাইনের প্রভাব কমাতে সাহায্য করতে পারে। এর অর্থ হল কালশিটে জয়েন্ট বা পেশীতে রসুনের সাময়িক প্রয়োগ কিছুটা স্বস্তি দিতে পারে। তবে ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

আরও পড়ুন: ঝাড়খণ্ড বিধানসভা ভোটে বিজেপির টার্গেট ২৬% আদিবাসী ভোট, সেই অনুযায়ী অঙ্ক কষা শুরু হিমন্ত বিশ্বশর্মার

দৈনন্দিন রুটিনে রসুনের পেস্ট অন্তর্ভুক্ত করার আগে একটি প্যাচ পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। রসুনের অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ফোলাভাব এবং ব্যথা কমাতে সাহায্য করে৷ এটি ক্লান্তিকর পায়ের ব্যথার জন্য একটি কার্যকরী প্রতিকার। যাঁদের অত্যধিক হাঁটাচলা করতে হয়, প্রায়শই দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়, তাঁদের জন্য রসুনের এই টোটকা খুবই উপকারী।