রোহিত, কোহলির পর আরও এক ভারতীয় তারকার অবসর! বিশ্বকাপের পর বিরাট সিদ্ধান্ত

বার্বাডোজ: ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর, এই ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা করেছেনন টিম ইন্ডিয়ার ২ জন কিংবদন্তি। বিরাট কোহলি এবং অধিনায়ক রোহিত শর্মার পর এবার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা করেছেন রবীন্দ্র জাদেজা। তবে রবীন্দ্র জাদেজা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ভারতীয় দলের হয়ে ওডিআই এবং টেস্ট ম্যাচ খেলা চালিয়ে যাবেন। রবীন্দ্র জাদেজা বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা তাঁর জন্য স্বপ্ন পূরণের মতো ব্য়াপার।

আরও পড়ুন- ক্রিকেটার স্বামী,স্ত্রীরা চুটিয়ে করতেন পরকীয়া,ক্রিকেটারের স্ত্রীর অবৈধ প্রেম

ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা করে রবীন্দ্র জাদেজা লিখেছেন, ‘কৃতজ্ঞ হৃদয়ে আমি টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। গর্বের সাথে খেলেছি দেশের জার্সিতে। আমি সবসময় আমার দেশের জন্য আমার সেরাটা দিয়েছি। অন্যান্য ফরম্যাটেও তা করতে থাকব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ।’

২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে রবীন্দ্র জাদেজার টি-টোয়েন্টি অভিষেক হয়। রবীন্দ্র জাদেজা ৭৪ টি-টোয়েন্টি ম্যাচের ৪১টি ইনিংসে ৫১৫ রান করেছেন। তাঁর গড় ২১.৪৬ এবং স্ট্রাইক রেট ১২৭.১৬।

আরও পড়ুন- দাদার এই ৫ রেকর্ড এখনও অটুট, ভাঙতে পারবে না কেউ? সৌরভের জন্মদিনে জেনে নিন আপনিও

বোলিংয়ে রবীন্দ্র জাদেজা ৭১ টি-টোয়েন্টি ইনিংসে মোট ৫৪ উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর গড় ২৯.৮৫ এবং ইকোনমি ৭.১৩। বোলিংয়ে তাঁর সেরা ফিগার ১৫ রানে তিন উইকেট। অনেক বড় ম্যাচে রবীন্দ্র জাদেজা তাঁর ফিল্ডিং দিয়ে দলের জন্য জান-প্রাণ লড়িয়েছেন।

অবসরের পর রবীন্দ্র জাদেজাকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘অলরাউন্ডার হিসেবে আপনি দুর্দান্ত পারফরমার। ক্রিকেটপ্রেমীরা আপনার স্টাইলিশ স্ট্রোক প্লে, স্পিন এবং চমৎকার ফিল্ডিংয়ের প্রশংসা করেন। গত কয়েক বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের জন্য ধন্যবাদ। আপনার আগামীর জন্য আমার শুভ কামনা।

২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে বিরাট কোহলির ৭৬ রানের সাহায্যে ভারতীয় দল ১৭৬ রান করে।

জবাবে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র ১৬৯ রান করে। বিরাট কোহলি ম্যাচের সেরা হন। টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা করেন তিনি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে রোহিত শর্মাও ঘোষণা করেন, বিশ্বকাপ ফাইনাল ছিল তাঁর শেষ টি-টোয়েন্টি ম্যাচ।