হেলথ কেয়ার এবং হসপিটাল ম্যানেজমেন্ট

Education: IGNOU-তে নতুন বিষয়ে MBA-এর সুযোগ! কী ভাবে আবেদন করবেন, জেনে নিন

স্বাস্থ্য বিষয়ক পড়াশোনা: স্বাস্থ্য বিভাগে কাজের উপযোগী বিশেষ কোর্স শুরু করতে চলেছে। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা সংস্থায় যথাযথ পরিষেবা দিতে প্রয়োজন দক্ষ কর্মী। সেই দিক গুরুত্ব রেখে  হেলথকেয়ার এবং হসপিটাল ম্যানেজমেন্ট বিষয়ক কোর্স শুরু করতে চলেছে ইন্দিরা গান্ধীর জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ( ইগনু )। এমনই বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কোর্স সম্পর্কে বিশ্ববিদ্যালয় তরফে জানান হয়েছে, থিওরি ক্লাসের পাশাপাশি প্রাকটিক্যাল ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা বিভিন্ন হাসপাতালে কী ভাবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবে, তার সঠিক জ্ঞান অর্জন করতে পারবে।

এটি মাস্টার অফ বিজনেস ম্যানেজমেন্ট (এমবিএ) কোর্স। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ হেলথ সায়েন্স এই কোর্সের দায়িত্ব রয়েছে। এই কোর্সটি চারটি সেমেস্টারে বিভক্ত মেয়াদ দু’বছর। থিওরি ক্লাসের পাশাপাশি হাতে কলমে পড়ুয়াদের শিক্ষা দিতে হাসপাতাল বা স্বাস্থ্যসেবা সংস্থায় প্রশিক্ষণ দেওয়া হবে। একইসঙ্গে তিন মাসের ইন্টার্নশিপ।

আরও পড়ুন: বাড়ি ঢুকতেই ভয়াবহ বিস্ফোরণ! দুমড়েমুচড়ে গেল সব, বিকট শব্দে আতঙ্কিত প্রতিবেশীরা

আরও পড়ুন: কুচকুচে কালো নয়! খাস বাংলাতেই হদিশ মিলল ধবধবে সাদা কাকের , তারপর যা ঘটল…

এই কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
যোগ্যতা: আবেদনকারীদের যে কোন বিষয় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তীর্ণ। কোর্স ফি চারটি সেমিস্টারে ( ১৫,৫০০+ ১৫,৫০০+ ১৯,৫০০+১৭,৫০০) আরও বিস্তারিত জানতে এবং আবেদন প্রক্রিয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল করুন।

রাকেশ মাইতি