লাইফস্টাইল Heart Disease: হার্টের সমস্যা কাবুতে, ডায়াবেটিস পালানোর পথ পাবে না, কোনও ফুল-ফল-পাতা নয়, এই গাছের ছালই ব্রহ্মাস্ত্র! Gallery October 9, 2024 Bangla Digital Desk বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে অর্জুন গাছের ছালে রয়েছে বহু অ্যান্টিঅক্সিডেন্ট। সেই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসার থেকে মানুষের জীবনকে রক্ষা করতে পারে। শরীর থেকে ফ্রি রেডিক্যাল বের করে দিতে পারে অর্জুনের ছাল।সুস্মিতা গোস্বামী ইনফেকশন থেকে অনেক ক্ষেত্রেই সমস্যা হতে পারে। তবে অর্জুনের ছাল খেলে গলা ব্যথা কমে। এই ছাল পারে সমস্যার সমাধান করে দিতে। তাই চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অর্জুনের ছাল খাওয়া উচিৎ।সুস্মিতা গোস্বামী আজকাল কম বয়সেই অনেকে হার্টের রোগের ফাঁদে পড়ছেন। আর এই কাজে ব্রহ্মাস্ত্র হতে পারে অর্জুন গাছের ছাল। গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত এই ভেষজ সেবন করলেই হার্টের রক্তনালীতে রক্ত চলাচল হবে স্বাভাবিক গতিতে। সুস্মিতা গোস্বামী ডায়াবিটিসের সমস্যা এখন বেড়েছে। প্রচুর মানুষ এই সমস্যায় আক্রান্ত। এবার ডায়াবিটিস হলে ওষুধ তো খেতেই হবে। এর পাশাপাশি নিয়মিত অর্জুনের ছাল খেলে উপকার মিলবে শীঘ্রই।সুস্মিতা গোস্বামী অর্জুন গাছের ছালে রয়েছে ট্যানিন নামক একটি উপাদানের প্রাচুর্য। আর এই উপাদান দ্রুত গতিতে ক্ষত সারাতে সাহায্য করে। তাই ক্ষত সারাতে গেলে যত তাড়াতাড়ি সম্ভব অর্জুন ছাল সেবন করলেই ক্ষত দ্রুত শুকিয়ে যাবে।সুস্মিতা গোস্বামী