দুই বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে৷

RG Kar incident: সাসপেন্ড বিরূপাক্ষ, অভীক! বিতর্কিত দুই চিকিৎসককে কড়া শাস্তি স্বাস্থ্য দফতরের

কলকাতা: আরজি কর কাণ্ডে বিতর্কের জেরে এবার দুই চিকিৎসক অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দফতর৷ দু জনকেই চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে৷ এ দিনই স্বাস্থ্য দফতর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ অভীক দে-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে৷

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পরই সামনে এসেছিল বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে-র নাম৷ তাঁদের বিরুদ্ধে সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে একাধিক অনিয়ম এবং প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল৷ চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর আরজি কর হাসপাতালের অন্দরে অর্থের বিনিময়ে পরীক্ষায় পাস করিয়ে দেওয়া সহ একাধিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল৷ সেই সূত্রেই উঠে আসে বিরূপাক্ষ এবং অভীকের নাম৷

আরও পড়ুন: ‘কী প্রমাণ লোপাট হল? কারা করল..?’ আরজি কর নিয়ে সিবিআই-কে ‘চ্যালেঞ্জ’ ব্রাত্য,শশীর

চিকিৎসক মহলেরই একাংশ অভিযোগ তোলে, গোটা রাজ্য জুড়েই সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে সক্রিয় রয়েছে এই চক্র৷ যার অন্যতম মূল মাথা ছিলেন অভীক এবং বিরূপাক্ষ৷ অভিযোগ, অর্থের বিনিময়ে সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজে পছন্দ মতো পোস্টিং, পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার মতো কারবার চালাতেন এই দুই চিকিৎসক৷ সরকারি যে হাসপাতালে কর্মরত অবস্থায় তাঁদের দাদাগিরির অভিযোগও সামনে এসেছিল৷ এমন কি, মেডিক্যাল পড়ুয়াকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বিরূপাক্ষ, এমন অডিও টেপ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল৷

এমন কি, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পরেও সেমিনার রুমে অভীক দে-র ছবি ধরা পড়েছিল বলে চিকিৎসকদের একাংশই অভিযোগ করেছিলেন৷ বর্তমানে এসএসকেএম হাসপাতালে সার্জারি বিভাগের পিজিটি হিসেবে নিযুক্ত ছিলেন অভীক দে৷ যদিও আরজি কর কাণ্ডের পর থেকেই তাঁর আর হদিশ পাওয়া যায়নি৷

অন্যদিকে বিরূপাক্ষ বিশ্বাস বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন৷ আরজি কর কাণ্ডের পরেই তাঁকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়৷ যদিও সেই নির্দেশিকা সামনে আসার পরই কাকদ্বীপের হাসপাতালেও বিক্ষোভ শুরু হয়৷