‘কোন অফিসার টাকা অফার করেছে? কে জোর করেছে ভিডিও করতে?’ নির্যাতিতার বাবা-মায়ের অভিযোগ নিয়ে বিস্ফোরক কুণাল

Kunal Ghosh: ‘২৪ দিন হয়ে গেছে, সিবিআই কী করছে?’ আরজি কর কাণ্ড নিয়ে ফের আসরে কুণাল

কলকাতা: আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ‍্যজুড়ে আন্দোলন অব‍্যাহত। তার মাঝেই সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

এদিন তৃণমূল নেতা বলেন, ‘‘বাবা-মা কন্যা হারিয়েছেন। তাদের কথায়, বক্তব্যে যন্ত্রণা থাকবে। তবে দুটো ভিডিও আছে। একটাতে টাকার বিষয় আছে। একটাতে টাকার বিষয় উড়িয়ে দেওয়া হয়েছে৷ টাকার বিষয় গুরুতর অভিযোগ। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়৷

আরও পড়ুন: ‘স্ত্রী বাড়িতে না থাকলে…’ পরিচালকের বিরুদ্ধে ‘যৌনদাসী’ করে রাখার বিস্ফোরক অভিযোগ নায়িকার!

কুণালের কথায়, ‘‘সিবিআইয়ের গোয়েন্দারা যখন তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন, সেই সময় কি তারা এই ভিডিও’র ব্যাপারে কিছু বলেছেন? টাকার ব্যাপারে কি কিছু বলেছেন? আন্দোলনের মঞ্চে কি বলেছেন তা নিয়ে ঢুকতে চাই না৷ ওনাদের প্রতি সম্পূর্ণ সসহানুভূতি আছে।’’

আরও পড়ুন: পুষ্টির ভাণ্ডার, ভিটামিনে ঠাসা, করে হজম, কমায় বাড়তি ওজন, তবু কাদের খাওয়া বারণ পেঁপে? ভুল করবেন না, এখনই জানুন

কুণাল ঘোষ আরও জানালেন, ‘‘যদি উর্দী পড়া অবস্থায় টাকার অফার করে থাকেন পুলিশ অফিসার সেটা গুরুতর বিষয়। অভিযোগ যদি করে থাকেন, তাহলে সিবিআই কেন ওই অফিসারকে ডেকে জিজ্ঞাসাবাদ করল না? না বলে থাকেন তাহলে এত বড় একটা ঘটনা সিবিআইকে আগে কেন বলেননি৷ ২৪ দিন হয়ে গেছে সিবিআই তদন্ত করার। চাপ দিয়ে ভিডিও করানো হলে। এতদিন কেউ জানালেন না৷ বিভ্রান্তি কাটাতে বলা হোক, কোন অফিসার টাকা অফার করেছে? কে জোর করেছে ভিডিও করতে?’’